ETV Bharat / entertainment

The Elephant Whisperers: 'আনাই'-এর মন ছুঁয়ে যাওয়া গল্প অস্কার এনে দিল ভারতকে - The Elephant Whisperers

95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ভারতীয় সিনেমার জন্য যুগান্তকারী হিসাবে প্রমাণিত হয়েছে ৷ অস্কার জিতেছে নাতু নাতু ও দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স (The Elephant Whisperers)৷ সুরম্য মুদুমালাই জাতীয় উদ্যানে শুটিং হয়েছে তথ্যচিত্রটির (The Elephant Whisperers short documentary)৷

The Elephant Whisperers
দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স
author img

By

Published : Mar 13, 2023, 7:45 PM IST

হায়দরাবাদ, 13 মার্চ: কার্তিকি গনসালভেস পরিচালিত ও গুণিত মোঙ্গা (Kartiki Gonsalves and produced by Guneet Monga) প্রযোজিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স (The Elephant Whisperers) লস অ্যাঞ্জেলেসের 95তম অ্যাকাডেমি পুরস্কারের আসরে সেরা তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট) বিভাগে অস্কার জিতে নিয়েছে । অস্কারের ইতিহাসে এই বিভাগে এই জয় ভারতের জন্য প্রথম, এবং 1969 এবং 1979 সালে যথাক্রমে 'দ্য হাউস দ্যাট আনন্দ বিল্ট' এবং 'অ্যান এনকাউন্টার উইথ ফেসেস'-এর পর এটি ছিল ভারতের তৃতীয় মনোনয়ন ৷

দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের শুটিং হয়েছে সুরম্য মুদুমালাই জাতীয় উদ্যানে (The Elephant Whisperers short documentary)৷ রঘু নামে একটি অনাথ হাতির শাবক এবং আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি এই ছবি । এই দম্পতিই হয়ে উঠেছিলেন সেই হাতির শাবকের সারোগেট বাবা-মা ৷ ফিল্মটি তাঁদের অনন্য বন্ধনের ছবি তুলে ধরার পাশাপাশি জঙ্গলের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যও সুন্দরভাবে তুলে ধরেছে । 2022 সালের ডিসেম্বরে নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছিল এই তথ্যচিত্র ৷ তারপর থেকে এটি সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে ৷

সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে অন্যান্য মনোনীতরা ছিলেন হলআউট, দ্য মার্থা মিচেল ইফেক্ট, হাউ ডু ইউ মেজার এ ইয়ার? এবং স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট । জুরিরা ভারতীয় ডকুমেন্টারিটির প্রশংসা করে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সকে বিজয়ী ঘোষণা করেছে ৷

এই তথ্যচিত্রের সাফল্যই ভারতীয় সিনেমার অস্কারে উদযাপনের একমাত্র কারণ ছিল না । এসএস রাজামৌলীর ব্লকবাস্টার আরআরআর-এর নাতু নাতু গানটি সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে ৷ এই গান বিশ্বব্যাপী সেনসেশন হয়ে উঠেছে । চলচ্চিত্র নির্মাতা শৌনক সেনের অল দ্যাট ব্রেদস সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মের জন্য মনোনীত হলেও নাভালনির কাছে হেরে যায় ।

আরও পড়ুন: সত্যজিৎ থেকে রহমান - আগেই যাঁরা ভারতকে অস্কার এনে দিয়েছেন

তাঁর বিজয়ী বক্তৃতায়, কার্তিকি গনসালভেস বলেন, "আমাদের এবং আমাদের প্রাকৃতিক বিশ্বের মধ্যে পবিত্র বন্ধনের কথা বলতে আমি আজ এখানে দাঁড়িয়েছি । আদিবাসী সম্প্রদায়ের সম্মানের জন্য । অন্যান্য জীবের সত্তার জন্য আমরা আমাদের স্থান ভাগ করে নিই । এবং অবশেষে একসঙ্গে বসবাস । আদিবাসী এবং প্রাণীদের তুলে ধরা আমাদের চলচ্চিত্রটিকে স্বীকৃতি দেওয়ার জন্য অ্যাকাডেমিকে ধন্যবাদ ।

অনুষ্ঠানে ভারতের জন্য বাড়তি পাওনা ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ তিনি এই বছর অস্কারের উপস্থাপক ছিলেন । তিনি পার্সিস খাম্বাট্টা এবং প্রিয়াঙ্কা চোপড়ার পদাঙ্ক অনুসরণ করে অনুষ্ঠানের তৃতীয় ভারতীয় উপস্থাপক । দীপিকা মঞ্চে নাতু নাতুর লাইভ পারফরম্যান্সের ঘোষণা করেন ৷

হায়দরাবাদ, 13 মার্চ: কার্তিকি গনসালভেস পরিচালিত ও গুণিত মোঙ্গা (Kartiki Gonsalves and produced by Guneet Monga) প্রযোজিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স (The Elephant Whisperers) লস অ্যাঞ্জেলেসের 95তম অ্যাকাডেমি পুরস্কারের আসরে সেরা তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট) বিভাগে অস্কার জিতে নিয়েছে । অস্কারের ইতিহাসে এই বিভাগে এই জয় ভারতের জন্য প্রথম, এবং 1969 এবং 1979 সালে যথাক্রমে 'দ্য হাউস দ্যাট আনন্দ বিল্ট' এবং 'অ্যান এনকাউন্টার উইথ ফেসেস'-এর পর এটি ছিল ভারতের তৃতীয় মনোনয়ন ৷

দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের শুটিং হয়েছে সুরম্য মুদুমালাই জাতীয় উদ্যানে (The Elephant Whisperers short documentary)৷ রঘু নামে একটি অনাথ হাতির শাবক এবং আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি এই ছবি । এই দম্পতিই হয়ে উঠেছিলেন সেই হাতির শাবকের সারোগেট বাবা-মা ৷ ফিল্মটি তাঁদের অনন্য বন্ধনের ছবি তুলে ধরার পাশাপাশি জঙ্গলের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যও সুন্দরভাবে তুলে ধরেছে । 2022 সালের ডিসেম্বরে নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছিল এই তথ্যচিত্র ৷ তারপর থেকে এটি সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে ৷

সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে অন্যান্য মনোনীতরা ছিলেন হলআউট, দ্য মার্থা মিচেল ইফেক্ট, হাউ ডু ইউ মেজার এ ইয়ার? এবং স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট । জুরিরা ভারতীয় ডকুমেন্টারিটির প্রশংসা করে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সকে বিজয়ী ঘোষণা করেছে ৷

এই তথ্যচিত্রের সাফল্যই ভারতীয় সিনেমার অস্কারে উদযাপনের একমাত্র কারণ ছিল না । এসএস রাজামৌলীর ব্লকবাস্টার আরআরআর-এর নাতু নাতু গানটি সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে ৷ এই গান বিশ্বব্যাপী সেনসেশন হয়ে উঠেছে । চলচ্চিত্র নির্মাতা শৌনক সেনের অল দ্যাট ব্রেদস সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মের জন্য মনোনীত হলেও নাভালনির কাছে হেরে যায় ।

আরও পড়ুন: সত্যজিৎ থেকে রহমান - আগেই যাঁরা ভারতকে অস্কার এনে দিয়েছেন

তাঁর বিজয়ী বক্তৃতায়, কার্তিকি গনসালভেস বলেন, "আমাদের এবং আমাদের প্রাকৃতিক বিশ্বের মধ্যে পবিত্র বন্ধনের কথা বলতে আমি আজ এখানে দাঁড়িয়েছি । আদিবাসী সম্প্রদায়ের সম্মানের জন্য । অন্যান্য জীবের সত্তার জন্য আমরা আমাদের স্থান ভাগ করে নিই । এবং অবশেষে একসঙ্গে বসবাস । আদিবাসী এবং প্রাণীদের তুলে ধরা আমাদের চলচ্চিত্রটিকে স্বীকৃতি দেওয়ার জন্য অ্যাকাডেমিকে ধন্যবাদ ।

অনুষ্ঠানে ভারতের জন্য বাড়তি পাওনা ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ তিনি এই বছর অস্কারের উপস্থাপক ছিলেন । তিনি পার্সিস খাম্বাট্টা এবং প্রিয়াঙ্কা চোপড়ার পদাঙ্ক অনুসরণ করে অনুষ্ঠানের তৃতীয় ভারতীয় উপস্থাপক । দীপিকা মঞ্চে নাতু নাতুর লাইভ পারফরম্যান্সের ঘোষণা করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.