হায়দরাবাদ, 26 মার্চ: চলতি বছরের অস্কারের মঞ্চে গজরাজের মাথায় সেরার শিরোপা উঠেছে । স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে অস্কার জিতেছে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers) । দেশে ফিরে সেই সোনালি স্বারক মাহুত দম্পতির হাতে তুলে দেন তথ্যচিত্রের পরিচালক কার্তিকি গনসালভেস ও প্রযোজক গুনীত মোঙ্গা। তবে এবার বোমান (Bomman) ও বেলি (Bellie) অস্কারের হুল্লোড় ছেড়ে মন দিলেন এক নতুন দায়িত্বে ৷ তা হল চারমাসের এক হস্তীশাবককে পালন করতে হবে ৷
বোমান ও বেলি ৷ এই জুটির নাম এখন সবাই জানে। সকল ভারতবাসী তো বটেই, পুরো বিশ্বের সিনেপ্রেমীরাই এখন তাঁদের চেনেন। কারণ তাঁরা যে অস্কারজয়ী ৷ তামিল নাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের একটি অনাথ হস্তীশাবক রঘুর গল্প দেখানো হয়েছে ছবিতে। সঙ্গে উঠে এসেছে তাঁর জন্য বোমান এবং বেলির লড়াইয়ের কথা। এঁরা দুজনই রঘুকে লালন পালন করেছেন। বোমান-বেলির সঙ্গে রঘুর যে আত্মিক যোগ গড়ে উঠেছিল সেই কাহিনিই দেখানো হয়েছে তথ্যচিত্রে । তবে এই হস্তীশাবককে তাঁরা পেলেন কোথা থেকে ?
-
The Circle of life continues #TheElephantsWhisperers Bomman & Bellie are now foster parents to another orphaned baby elephant from Dharmapuri,now in #Mudumalai after Team #TNForest tried its best to reunite the 4 months old calf with herd. We are happy he is in safe hands. vc-ss pic.twitter.com/YVbG7bzGJh
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Circle of life continues #TheElephantsWhisperers Bomman & Bellie are now foster parents to another orphaned baby elephant from Dharmapuri,now in #Mudumalai after Team #TNForest tried its best to reunite the 4 months old calf with herd. We are happy he is in safe hands. vc-ss pic.twitter.com/YVbG7bzGJh
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 24, 2023The Circle of life continues #TheElephantsWhisperers Bomman & Bellie are now foster parents to another orphaned baby elephant from Dharmapuri,now in #Mudumalai after Team #TNForest tried its best to reunite the 4 months old calf with herd. We are happy he is in safe hands. vc-ss pic.twitter.com/YVbG7bzGJh
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 24, 2023
তামিলনাড়ুর ধরমপুরী থেকে চার মাসের এক দলছুট হস্তীশাবককে উদ্ধার করে তামিলনাড়ুর বন দফতর। বহু চেষ্টার পরেও তাকে দলে ফেরাতে পারেননি বন দফতরের আধিকারিকরা। তাই বোমান ও বেলি তো রয়েইছে তাঁদের কোলেই এল চার মাসের ওই ছানা। অস্কারের হুল্লোড় ছেড়ে আপাতত আরও এক হস্তীশাবককে পালন-পোষণ করায় মন দিলেন মাহুত দম্পতির। চার মাসের ওই ছানার সঙ্গে বোমান ও বেলির একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই হস্তীশাবকটিকে ঠিক 'বাবা ও মা'য়ের মতো আদর করছে ৷ সেইসঙ্গে ভিডিয়োর ক্যাপশানে লেখা, 'বাচ্চাটি এখন নিরাপদ ৷'
-
Nice gesture @IndiGo6E ❤️#TheElephantsWhisperers #TNForest #BommanBellie pic.twitter.com/szjojWmlFI
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Nice gesture @IndiGo6E ❤️#TheElephantsWhisperers #TNForest #BommanBellie pic.twitter.com/szjojWmlFI
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 24, 2023Nice gesture @IndiGo6E ❤️#TheElephantsWhisperers #TNForest #BommanBellie pic.twitter.com/szjojWmlFI
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 24, 2023
আরও পড়ুন: অস্কারের মঞ্চে উত্তেজনায় শ্বাসকষ্ট, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন কীরাবাণী
দিন কয়েক আগে এক বিমানে যাত্রীদের হাততালির মাধ্যমে সম্মানিত হন বোমান ও বেলি। বিমানের পাইলট ঘোষণা করেন যে, অস্কারজয়ী তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর মাহুত দম্পতি ওই বিমানে যাত্রা করছেন। সে কথা জানতে পেরেই বোমান ও বেলিকে হাততালি দিয়ে অভিবাদন জানান বিমানের সহযাত্রীরা ৷