ETV Bharat / entertainment

SRK Wishes Rajinikanth: সর্বকালের সর্বশ্রেষ্ঠ নক্ষত্র রজনী ! জন্মদিনের শুভেচ্ছায় দরাজ শাহরুখ - শাহরুখ খান

রজনীকান্তকে জন্মদিনের (Thalaiva turns 72) শুভেচ্ছা জানালেন শাহরুখ খান (SRK Wishes Rajinikanth)৷ আজ থালাইভার 72 তম জন্মদিন ৷ জন্মদিনে (Rajinikanth Birthday) তাঁকে শুভেচ্ছার বন্যায় ভরিয়ে দিয়েছেন ভক্ত ও সেলিব্রিটিরা (Shah Rukh Khan)৷

Thalaiva turns 72: SRK wishes 'coolest' and 'swaggiest' Rajinikanth on his birthday
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নক্ষত্র রজনী ! জন্মদিনের শুভেচ্ছায় দরাজ শাহরুখ
author img

By

Published : Dec 12, 2022, 7:21 PM IST

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: 72-এ পড়লেন সুপারস্টার রজনীকান্ত (SRK Wishes Rajinikanth)৷ দক্ষিণী হিরোকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বলিউডের বাদশা ৷ সোমবার থালাইভার (Thalaiva turns 72) সঙ্গে তাঁর পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রজনীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)৷

এসআরকে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রজনীকান্তের সঙ্গে তাঁর যে ছবিটি শেয়ার করেছেন, সেটি চলতি বছরের 9 জুন নয়নতারার বিয়েতে তোলা হয়েছিল । রজনীকে (Rajinikanth Birthday) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখেছেন, "সর্বদা সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সাবলীল, নম্রতম নক্ষত্রের প্রতি...তোমাকে ভালোবাসি রজনীকান্ত স্যার । আপনাকে সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুখী জন্মদিনের শুভেচ্ছা জানাই ।"

সোমবার তামিলনাড়ু জুড়ে ধুমধাম করে রজনীকান্তের জন্মদিন পালিত হয়েছে ৷ মাদুরাইতে 73 কেজি এবং 15 ফুট দৈর্ঘ্যের একটি কেক কেটেছেন তাঁর ভক্তরা । তাঁর সহ-অভিনেতা, সহকর্মী এবং দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টাররাও সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তকে শুভেচ্ছা জানান ৷ কমল হাসান থেকে শুরু করে ধনুশ, মামুটি, মোহনলাল এবং দালকের সলমানও রজনীকে তাঁর 72তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ।

আরও পড়ুন: জ্যাকলিনের বিরুদ্ধে 200 কোটি টাকার মানহানির মামলা নোরার

তাঁর প্রকৃত নাম শিবাজি রাও গায়কওয়াড ৷ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল এবং জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম দক্ষিণী মেগাস্টার । চলচ্চিত্রে তাঁর অনন্য স্টাইলের কারণে গোটা দেশে ও দেশের বাইরে তিনি অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন ৷ 2000 সালে পদ্মভূষণ, 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার ৷ 2019 সালে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন থালাইভা ।

নেলসন দিলীপকুমার পরিচালিত আসন্ন সিনেমা জেলর-এ এই আইকনিক অভিনেতাকে ফের দেখা যাবে । ছবিটি 2023 সালের এপ্রিল মাসে মুক্তি পাবে ৷ এই ফিল্মে রামিয়া কৃষ্ণান, শিবরাজ কুমার এবং যোগী বাবুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রজনীকান্ত ।

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: 72-এ পড়লেন সুপারস্টার রজনীকান্ত (SRK Wishes Rajinikanth)৷ দক্ষিণী হিরোকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বলিউডের বাদশা ৷ সোমবার থালাইভার (Thalaiva turns 72) সঙ্গে তাঁর পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রজনীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)৷

এসআরকে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রজনীকান্তের সঙ্গে তাঁর যে ছবিটি শেয়ার করেছেন, সেটি চলতি বছরের 9 জুন নয়নতারার বিয়েতে তোলা হয়েছিল । রজনীকে (Rajinikanth Birthday) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখেছেন, "সর্বদা সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সাবলীল, নম্রতম নক্ষত্রের প্রতি...তোমাকে ভালোবাসি রজনীকান্ত স্যার । আপনাকে সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুখী জন্মদিনের শুভেচ্ছা জানাই ।"

সোমবার তামিলনাড়ু জুড়ে ধুমধাম করে রজনীকান্তের জন্মদিন পালিত হয়েছে ৷ মাদুরাইতে 73 কেজি এবং 15 ফুট দৈর্ঘ্যের একটি কেক কেটেছেন তাঁর ভক্তরা । তাঁর সহ-অভিনেতা, সহকর্মী এবং দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টাররাও সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তকে শুভেচ্ছা জানান ৷ কমল হাসান থেকে শুরু করে ধনুশ, মামুটি, মোহনলাল এবং দালকের সলমানও রজনীকে তাঁর 72তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ।

আরও পড়ুন: জ্যাকলিনের বিরুদ্ধে 200 কোটি টাকার মানহানির মামলা নোরার

তাঁর প্রকৃত নাম শিবাজি রাও গায়কওয়াড ৷ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল এবং জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম দক্ষিণী মেগাস্টার । চলচ্চিত্রে তাঁর অনন্য স্টাইলের কারণে গোটা দেশে ও দেশের বাইরে তিনি অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন ৷ 2000 সালে পদ্মভূষণ, 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার ৷ 2019 সালে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন থালাইভা ।

নেলসন দিলীপকুমার পরিচালিত আসন্ন সিনেমা জেলর-এ এই আইকনিক অভিনেতাকে ফের দেখা যাবে । ছবিটি 2023 সালের এপ্রিল মাসে মুক্তি পাবে ৷ এই ফিল্মে রামিয়া কৃষ্ণান, শিবরাজ কুমার এবং যোগী বাবুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রজনীকান্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.