ETV Bharat / entertainment

Jailer Success Party: জেলরের সাসকেস পার্টিতে অল-ব্ল্যাকে মোহময়ী তমান্না, দেখুন ভিডিয়ো - জেলর

Tamannaah Bhatia in Jailer Success Party: রজনীকান্তের চলচ্চিত্র জেলরের সাফল্যের পার্টির একটি ঝলক শেয়ার করলেন তমান্না ভাটিয়া ৷ তিনি পার্টিতে একেবারে কালো পোশাকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন সবাইকে ৷

Tamannaah Bhatia
তমান্না ভাটিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 1:53 PM IST

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: সুপারস্টার রজনীকান্তের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জেলর বেশ মনে ধরেছে ভক্তদের ৷ দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও একগুচ্ছ ইতিবাচক রিভিউ পেয়েছে এই ফিল্ম । জেলরের কাওয়ালা গানটি খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে । এই অ্যাকশন কমেডির সাফল্য উদযাপনে রবিবার রাতে কলাকুশলীরা সাকসেস পার্টিতে অংশ নিলেন ৷ অভিনেত্রী তমান্না ভাটিয়া তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জেলরের সাকসেস পার্টির হইহুল্লোড়ের একটি ভিডিয়োও পোস্ট করেছেন ।

ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করে তমান্না লিখেছেন, "গত রাতে আমরা সেলিব্রেট করেছি ! দৃষ্টি, আবেগ এবং টিমওয়ার্কের চূড়ান্ত পরিণতি ! টিম জেলর…এই চলচ্চিত্রের অংশ হতে পারা একটি পরম সম্মান এবং আনন্দের বিষয় । পুরো কাস্ট এবং ক্রুকে অভিনন্দন ৷ রজনীকান্ত স্যারের জন্য উল্লাস...আপনার সঙ্গে কাজ করা সত্যিই স্মরণীয় । নেলসন দিলীপ কুমার স্যার...সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ ! আসুন একসঙ্গে দুর্দান্ত গল্প তৈরি করা চালিয়ে যাই ! সান পিরচার্সে সবাই, একসঙ্গে আরও অনেক সহযোগিতার অপেক্ষায় । এবং সবশেষে... এই ছবিটি এবং 'কাওয়ালা'কে এত ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ !"

ভিডিয়োতে তমান্নাকে একটি দুরন্ত অল-ব্ল্যাক পোশাকে দেখা গিয়েছে । তিনি ফুল স্লিভ টার্টেল নেকলাইনের একটি কালো বডিকন পোশাক পরেছিলেন ৷ তাঁর কালো চামড়ার কোমরবন্ধ পোশাকটিকে স্কার্টের রূপ দিয়েছে ৷ একজোড়া স্টেটমেন্ট সোনার দুল এবং কালো হিলে ক্লাসিক লুকে ধরা দেন অভিনেত্রী । তিনি মাথায় খোঁপা, সূক্ষ্ম মেকআপ, ন্যুড আইশ্যাডো, কালো আইলাইনার, মাস্কারা, ন্যুড লিপশেডে হয়ে উঠেছিলেন অপরূপা ৷

আরও পড়ুন: অ্যাটলির পরবর্তী নায়ক আল্লু অর্জুন ! সত্যিটা জানালেন পরিচালক স্বয়ং

এ দিকে, প্রোডাকশন হাউস সান পিকচার্সও জেলরের সাফল্যের পার্টি উদযাপনের একটি ভিডিয়ো শেয়ার করেছে । পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, "শুধুমাত্র সানটিভি আগামিকাল সন্ধ্যা 6 টায় জেলর ভেট্রি ভিঝাতে সুপারস্টার রজনীকান্তের বক্তৃতা দেখুন ।" জেলর দেশের বক্স অফিসে 340 কোটি টাকার বেশি আয় করেছে । এটি বর্তমানে দ্বিতীয়-সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র ।

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: সুপারস্টার রজনীকান্তের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জেলর বেশ মনে ধরেছে ভক্তদের ৷ দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও একগুচ্ছ ইতিবাচক রিভিউ পেয়েছে এই ফিল্ম । জেলরের কাওয়ালা গানটি খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে । এই অ্যাকশন কমেডির সাফল্য উদযাপনে রবিবার রাতে কলাকুশলীরা সাকসেস পার্টিতে অংশ নিলেন ৷ অভিনেত্রী তমান্না ভাটিয়া তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জেলরের সাকসেস পার্টির হইহুল্লোড়ের একটি ভিডিয়োও পোস্ট করেছেন ।

ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করে তমান্না লিখেছেন, "গত রাতে আমরা সেলিব্রেট করেছি ! দৃষ্টি, আবেগ এবং টিমওয়ার্কের চূড়ান্ত পরিণতি ! টিম জেলর…এই চলচ্চিত্রের অংশ হতে পারা একটি পরম সম্মান এবং আনন্দের বিষয় । পুরো কাস্ট এবং ক্রুকে অভিনন্দন ৷ রজনীকান্ত স্যারের জন্য উল্লাস...আপনার সঙ্গে কাজ করা সত্যিই স্মরণীয় । নেলসন দিলীপ কুমার স্যার...সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ ! আসুন একসঙ্গে দুর্দান্ত গল্প তৈরি করা চালিয়ে যাই ! সান পিরচার্সে সবাই, একসঙ্গে আরও অনেক সহযোগিতার অপেক্ষায় । এবং সবশেষে... এই ছবিটি এবং 'কাওয়ালা'কে এত ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ !"

ভিডিয়োতে তমান্নাকে একটি দুরন্ত অল-ব্ল্যাক পোশাকে দেখা গিয়েছে । তিনি ফুল স্লিভ টার্টেল নেকলাইনের একটি কালো বডিকন পোশাক পরেছিলেন ৷ তাঁর কালো চামড়ার কোমরবন্ধ পোশাকটিকে স্কার্টের রূপ দিয়েছে ৷ একজোড়া স্টেটমেন্ট সোনার দুল এবং কালো হিলে ক্লাসিক লুকে ধরা দেন অভিনেত্রী । তিনি মাথায় খোঁপা, সূক্ষ্ম মেকআপ, ন্যুড আইশ্যাডো, কালো আইলাইনার, মাস্কারা, ন্যুড লিপশেডে হয়ে উঠেছিলেন অপরূপা ৷

আরও পড়ুন: অ্যাটলির পরবর্তী নায়ক আল্লু অর্জুন ! সত্যিটা জানালেন পরিচালক স্বয়ং

এ দিকে, প্রোডাকশন হাউস সান পিকচার্সও জেলরের সাফল্যের পার্টি উদযাপনের একটি ভিডিয়ো শেয়ার করেছে । পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, "শুধুমাত্র সানটিভি আগামিকাল সন্ধ্যা 6 টায় জেলর ভেট্রি ভিঝাতে সুপারস্টার রজনীকান্তের বক্তৃতা দেখুন ।" জেলর দেশের বক্স অফিসে 340 কোটি টাকার বেশি আয় করেছে । এটি বর্তমানে দ্বিতীয়-সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.