গোয়া, 7 জানুয়ারি: অভিনেত্রী তমন্না ভাটিয়া এখন টক অফ দ্য় টাউন হয়ে উঠেছেন । সৌজন্যে তাঁর নতুন বছরের শেয়ার করা একটি ভাইরাল ভিডিয়ো ৷ বর্ষবরণের পর গোয়া থেকে মুম্বই ফিরেছেন নায়িকা ৷ শুক্রবার আবারও তাঁর গোয়া সফরের কিছু ছবি এবং ভিডিয়ো ভক্তদের জন্য শেয়ার করেছেন তমন্না ৷ আর সেখানেও তাঁর বন্ধু বিজয় বর্মা কোথায় সেই প্রশ্ন তুলতে দেখা গেল নেটিজেনদের(Tamannaah Bhatia Vijay Varma Relationship) ৷
আসলে বিষয়টি হল বর্ষবরণের সময় একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয় যেখানে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় ৷ এই কপোত-কপোতী অবশ্য় নিউইয়ার পার্টির কোনও ছবি শেয়ার করেননি ৷ কিন্তু যে রেস্টুরেন্টে সময় কাটাচ্ছিলেন তমন্না এবং বিজয় সেখান থেকেই একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ ফলে তাঁদের দু'জনের একান্ত আলাপ নেটপাড়ার চর্চার বিষয় হয়ে ওঠে (Tamannaah Bhatia Vijay Varma Dating)৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এদিনও গোয়ার অন্য ছবি এবং ভিডিয়ো শেয়ার করতে দেখা গেল নায়িকাকে ৷ যেখানে কোথাও দেখা গিয়েছে আনমনে সমুদ্র সৈকতে হেঁটে বেড়াচ্ছেন তমন্না ৷ কোথাও আবার আমির খানের মতো কাঁচা মাছের স্বাদ নেওয়ার চেষ্টায় রত নায়িকা ৷ তবে এতসব দেখেও একটাই প্রশ্নতে ঘুরে ফিরে আসছেন ফ্যানেরা ৷ তাঁদের একজন লেখেন, 'সবই ভালো কিন্তু বিজয় বর্মা কোথায়?' অন্য একজন নেটিজেন লেখেন,'বিজয়ের সঙ্গে ছবি শেয়ার করুন' (Tamannaah Bhatia Vijay Varma Viral Video)৷
আরও পড়ুন: নয়া বছরে নতুন লুকে অনির্বাণ! হাজির 'মিথ্যে প্রেমের গান' এর টিজার
তমন্নাকে শেষ পর্দায় দেখা গিয়েছে শশাঙ্ক ঘোষ পরিচালিত 'প্ল্যান এ প্ল্যান বি'-এ ৷ এই ওটিটি প্রজেক্টে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন রিতেশ দেশমুখের সঙ্গে ৷ আরও একবার খুব তাড়াতাড়ি ওটিটিতে ফিরবেন তিনি ৷ ওটিটি প্রজেক্ট 'লাস্ট স্টোরিজ 2'-এ একইসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিজয় এবং তমন্না ৷ পরিচালক সুযোগ ঘোষের হাত ধরে নেটফ্লিক্সে আসছে এই প্রজেক্ট ৷