ETV Bharat / entertainment

Tamannaah Bhatia on Vijay Varma: বিজয়ই তাঁর 'সুখের আশ্রয়', সম্পর্কের গুঞ্জনে সিলমোহর তমন্নার - Tamannaah Bhatia Vijay Varma love story

বিজয় বর্মার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে এবার সিলমোহর দিলেন তমন্না ভাটিয়া ৷ জানালেন বিজয়ই তাঁর 'সুখের আশ্রয়' ৷

Tamannaah Bhatia on Vijay Varma
বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে সিলমোহর তমন্নার
author img

By

Published : Jun 13, 2023, 2:22 PM IST

হায়দরাবাদ, 13 জুন: তমন্না ভাটিয়া-বিজয় বর্মার সম্পর্ক নিয়ে গুজব চলে আসছে অনেকদিন থেকেই ৷ অবশেষে কী তাতে সিলমোহর পড়ল? তমন্নার সাম্প্রতিক বক্তব্যের পর তেমনটাই মত অনুরাগীদের ৷ গতবছর গোয়ায় একটি সেলেব পার্টি থেকে তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে চুম্বনে আবদ্ধ হতে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে ৷ পরে অবশ্য এই ভাইরাল ভিডিয়োটি সরিয়ে দেওয়া হয় ৷ কিন্তু তখন থেকেই তমন্না এবং বিজয়কে নিয়ে গুজবের শুরু ৷ এবার বিজয়কে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ৷ জানালেন, বিজয় এমন একজন মানুষ যিনি তাঁকে নিয়ে ভীষণ যত্নবান ৷ আর তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলোই তাঁর 'সুখের আশ্রয়' ৷

আগামী দিনে 'লাস্ট স্টোরিস 2' প্রজেক্টে একসঙ্গে অভিনয় করতে চলেছেন তমন্না-বিজয় ৷ তাঁদের এই প্রজেক্টে দেখা গিয়েছে বেশ কয়েকটি অন্তরঙ্গ মুহূর্তে ৷ এবার সম্প্রতি একটি ইন্টারভিউতে তমন্না জানান, "কারোর প্রতি শুধু তো কেউ এই কারণে আকৃষ্ট হয়না যে তিনি তাঁর কো স্টার ৷ আমি তো কত কো স্টারের সঙ্গে কাজ করেছি ৷" তমন্না এটাই জানান, তাঁদের কাজের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷

বিজয়কে নিয়ে বলতে গিয়ে তমন্না বলেন, "ও এমন একজন যে নিজের সমস্ত আত্ম অহংকার (ইগো) ছেড়ে আমার কাছে এসেছিল ৷ যার জেরে আমার পক্ষেই আত্ম অহংকার ফেলে রেখে ওর দিকে এগিয়ে যাওয়া সহজ হয়েছে ৷" তাঁর মতে ভারতে সাধারণত একজন নারীকে সম্পর্কের জন্য অনেক অনেক পরিবর্তন করতে হয় তবে তিনি এমন একজন মানুষ চেয়েছিলেন যিনি তাঁর তৈরি পৃথিবীকে বুঝতে পারবেন এবং তার অংশ হতে চাইবেন ৷ সেটাই করেন বিজয় ৷

আরও পড়ুন: গিরিশ মালিকের হিন্দি ছবিতে আফগানি পারকেশনিস্টের চরিত্রে বিক্রম ঘোষ

তাই বিজয়কে নিয়ে বলতে গিয়ে তমন্না বলেন, "বিজয় এমন একজন মানুষ যে আমায় নিয়ে ভীষণ যত্নবান আর হ্যাঁ ওই আমার সুখের আশ্রয় ৷" অমিত রবীন্দ্রনাথ শর্মা, কঙ্কণা সেনশর্মা, আর বাল্কি এবং সুজয় ঘোষের পরিচালনায় ওটিটিতে আসতে চলেছে 'লাস্ট স্টোরিস 2' ৷ 29 জুন থেকে শুরু হতে চলেছে এই প্রজেক্টটির স্ট্রিমিং ৷

হায়দরাবাদ, 13 জুন: তমন্না ভাটিয়া-বিজয় বর্মার সম্পর্ক নিয়ে গুজব চলে আসছে অনেকদিন থেকেই ৷ অবশেষে কী তাতে সিলমোহর পড়ল? তমন্নার সাম্প্রতিক বক্তব্যের পর তেমনটাই মত অনুরাগীদের ৷ গতবছর গোয়ায় একটি সেলেব পার্টি থেকে তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে চুম্বনে আবদ্ধ হতে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে ৷ পরে অবশ্য এই ভাইরাল ভিডিয়োটি সরিয়ে দেওয়া হয় ৷ কিন্তু তখন থেকেই তমন্না এবং বিজয়কে নিয়ে গুজবের শুরু ৷ এবার বিজয়কে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ৷ জানালেন, বিজয় এমন একজন মানুষ যিনি তাঁকে নিয়ে ভীষণ যত্নবান ৷ আর তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলোই তাঁর 'সুখের আশ্রয়' ৷

আগামী দিনে 'লাস্ট স্টোরিস 2' প্রজেক্টে একসঙ্গে অভিনয় করতে চলেছেন তমন্না-বিজয় ৷ তাঁদের এই প্রজেক্টে দেখা গিয়েছে বেশ কয়েকটি অন্তরঙ্গ মুহূর্তে ৷ এবার সম্প্রতি একটি ইন্টারভিউতে তমন্না জানান, "কারোর প্রতি শুধু তো কেউ এই কারণে আকৃষ্ট হয়না যে তিনি তাঁর কো স্টার ৷ আমি তো কত কো স্টারের সঙ্গে কাজ করেছি ৷" তমন্না এটাই জানান, তাঁদের কাজের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷

বিজয়কে নিয়ে বলতে গিয়ে তমন্না বলেন, "ও এমন একজন যে নিজের সমস্ত আত্ম অহংকার (ইগো) ছেড়ে আমার কাছে এসেছিল ৷ যার জেরে আমার পক্ষেই আত্ম অহংকার ফেলে রেখে ওর দিকে এগিয়ে যাওয়া সহজ হয়েছে ৷" তাঁর মতে ভারতে সাধারণত একজন নারীকে সম্পর্কের জন্য অনেক অনেক পরিবর্তন করতে হয় তবে তিনি এমন একজন মানুষ চেয়েছিলেন যিনি তাঁর তৈরি পৃথিবীকে বুঝতে পারবেন এবং তার অংশ হতে চাইবেন ৷ সেটাই করেন বিজয় ৷

আরও পড়ুন: গিরিশ মালিকের হিন্দি ছবিতে আফগানি পারকেশনিস্টের চরিত্রে বিক্রম ঘোষ

তাই বিজয়কে নিয়ে বলতে গিয়ে তমন্না বলেন, "বিজয় এমন একজন মানুষ যে আমায় নিয়ে ভীষণ যত্নবান আর হ্যাঁ ওই আমার সুখের আশ্রয় ৷" অমিত রবীন্দ্রনাথ শর্মা, কঙ্কণা সেনশর্মা, আর বাল্কি এবং সুজয় ঘোষের পরিচালনায় ওটিটিতে আসতে চলেছে 'লাস্ট স্টোরিস 2' ৷ 29 জুন থেকে শুরু হতে চলেছে এই প্রজেক্টটির স্ট্রিমিং ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.