ETV Bharat / entertainment

Tamannaah-Vijay: স্পেশাল স্ক্রিনিংয়েও জমে উঠল রসায়ন, চোখে চোখ রেখে হারিয়ে গেলেন বিজয়-তমন্না - চোখে চোখ রেখে হারিয়ে গেলেন বিজয় তমন্না

'লাস্ট স্টোরিজ 2'-এর স্ক্রিনিংয়ে হাজির বিজয়-তমন্না ৷ ছিলেন ম্রুণাল ঠাকুর, অঙ্গদ বেদি, কঙ্কনা সেন শর্মা-সহ আরও অনেকেই ৷

Tamannaah Vijay
লাস্ট স্টোরিজ 2 এর স্ক্রিনিংয়ে বিজয় তমন্না
author img

By

Published : Jun 28, 2023, 10:39 PM IST

হায়দরাবাদ, 28 জুন: সম্প্রতি তারকা জুটি তমন্না ভাটিয়া-বিজয় বর্মার সম্পর্কে সিলমোহর পড়েছে ৷ এখন দু'জনেই ব্য়স্ত তাঁদের আসন্ন অ্যান্থোলজি অর্থাৎ স্বল্প দৈর্ঘের ছবির সংকলন 'লাস্ট স্টোরিজ 2'-এর প্রচার নিয়ে ৷ মঙ্গলবার মুম্বইয়ে 'লাস্ট স্টোরিজ 2'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে হাজির হলেন বিজয়-তমন্না ৷ এই প্রথমবার একসঙ্গে পর্দায় জুটি বাঁধলেন তাঁরা ৷ তা সকলেই অপেক্ষা করে রয়েছেন তাঁদের এই প্রজেক্ট কেমন হয়, তা জানার জন্য় ৷

এই অনুষ্ঠানের বিভিন্ন ছবি ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ম্রুণাল ঠাকুর থেকে অঙ্গদ বেদী, কঙ্কনা সেন শর্মা থেকে তিলোত্তমা সোম সকলেই এদিন হাজির হন এই অনুষ্ঠানে ৷ তবে অনুষ্ঠানের লাইমলাইটের বেশির ভাগটাই আদায় করে নিলেন বিজয়-তমন্না ৷ রেড কার্পেটে দাঁড়িয়েও চোখে চোখ রেখে যেভাব হারিয়ে গেলেন দু'জনে তা নজর এড়াল না কারোরই ৷

পাপারাৎজির শেয়ার করা ঝলকে তমন্নাকে এদিন দেখা গেল সাদা শার্ট আর ঝলমলে মিনি স্কার্টে ৷ আর অন্য়দিকে বিজয় ক্য়ামেরার সামনে এলে ফ্লোরাল শার্ট আর কালো প্যান্টে ৷ সঙ্গে ছিল ম্যাচিং ব্লেজারও ৷ বিজয়-তমন্নার রসায়ন যে রীতিমতো জমে উঠছে অনস্ক্রিনেও তার কিছুটা প্রমাণ মিলেছে ট্রেলারেই ৷ জানা গিয়েছে, এই কাজটি করতে গিয়েই নাকি তাঁদের রসায়ন আরও গভীর হয়েছে ৷

আরও পড়ুন: অনুরাগীদের সারপ্রাইজ দিয়ে দ্বিতীয়বার মা হতে চলার ঘোষণা শুভশ্রীর

চারজন পরিচালকের তৈরি চারটি ছোট ছোট কাজ নিয়ে তৈরি হয়েছে 'লাস্ট স্টোরিজ 2' ৷ রয়েছেন আর বাল্কি, অমিত রবীন্দ্রনাথ শর্মা, কঙ্কনা সেনশর্মা এবং সুজয় ঘোষ ৷ এর মধ্য়ে সুজয়ের কাজেই জুটি বেঁধেছেন বিজয়-তমন্না ৷ এই তারকা জুটির প্রেমের কাহিনি অবশ্য প্রকাশ্যে যায়নি ৷ কিন্তু হঠাৎই গোয়া থেকে তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে তাঁদের দেখা যায় চুম্বনে আবদ্ধ হতে ৷ সেই থেকেই ছড়িয়ে পড়ে গুজব ৷ 'লাস্ট স্টোরিজ 2'-এ অভিনয় করতে চলেছেন কাজল, অমৃতা সুভাষ, নীনা গুপ্তা এবং কুমুদ মিশ্র । আগামী 29 জুন প্রিমিয়ার হতে চলেছে এই অ্য়ান্থোলজির ৷

হায়দরাবাদ, 28 জুন: সম্প্রতি তারকা জুটি তমন্না ভাটিয়া-বিজয় বর্মার সম্পর্কে সিলমোহর পড়েছে ৷ এখন দু'জনেই ব্য়স্ত তাঁদের আসন্ন অ্যান্থোলজি অর্থাৎ স্বল্প দৈর্ঘের ছবির সংকলন 'লাস্ট স্টোরিজ 2'-এর প্রচার নিয়ে ৷ মঙ্গলবার মুম্বইয়ে 'লাস্ট স্টোরিজ 2'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে হাজির হলেন বিজয়-তমন্না ৷ এই প্রথমবার একসঙ্গে পর্দায় জুটি বাঁধলেন তাঁরা ৷ তা সকলেই অপেক্ষা করে রয়েছেন তাঁদের এই প্রজেক্ট কেমন হয়, তা জানার জন্য় ৷

এই অনুষ্ঠানের বিভিন্ন ছবি ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ম্রুণাল ঠাকুর থেকে অঙ্গদ বেদী, কঙ্কনা সেন শর্মা থেকে তিলোত্তমা সোম সকলেই এদিন হাজির হন এই অনুষ্ঠানে ৷ তবে অনুষ্ঠানের লাইমলাইটের বেশির ভাগটাই আদায় করে নিলেন বিজয়-তমন্না ৷ রেড কার্পেটে দাঁড়িয়েও চোখে চোখ রেখে যেভাব হারিয়ে গেলেন দু'জনে তা নজর এড়াল না কারোরই ৷

পাপারাৎজির শেয়ার করা ঝলকে তমন্নাকে এদিন দেখা গেল সাদা শার্ট আর ঝলমলে মিনি স্কার্টে ৷ আর অন্য়দিকে বিজয় ক্য়ামেরার সামনে এলে ফ্লোরাল শার্ট আর কালো প্যান্টে ৷ সঙ্গে ছিল ম্যাচিং ব্লেজারও ৷ বিজয়-তমন্নার রসায়ন যে রীতিমতো জমে উঠছে অনস্ক্রিনেও তার কিছুটা প্রমাণ মিলেছে ট্রেলারেই ৷ জানা গিয়েছে, এই কাজটি করতে গিয়েই নাকি তাঁদের রসায়ন আরও গভীর হয়েছে ৷

আরও পড়ুন: অনুরাগীদের সারপ্রাইজ দিয়ে দ্বিতীয়বার মা হতে চলার ঘোষণা শুভশ্রীর

চারজন পরিচালকের তৈরি চারটি ছোট ছোট কাজ নিয়ে তৈরি হয়েছে 'লাস্ট স্টোরিজ 2' ৷ রয়েছেন আর বাল্কি, অমিত রবীন্দ্রনাথ শর্মা, কঙ্কনা সেনশর্মা এবং সুজয় ঘোষ ৷ এর মধ্য়ে সুজয়ের কাজেই জুটি বেঁধেছেন বিজয়-তমন্না ৷ এই তারকা জুটির প্রেমের কাহিনি অবশ্য প্রকাশ্যে যায়নি ৷ কিন্তু হঠাৎই গোয়া থেকে তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে তাঁদের দেখা যায় চুম্বনে আবদ্ধ হতে ৷ সেই থেকেই ছড়িয়ে পড়ে গুজব ৷ 'লাস্ট স্টোরিজ 2'-এ অভিনয় করতে চলেছেন কাজল, অমৃতা সুভাষ, নীনা গুপ্তা এবং কুমুদ মিশ্র । আগামী 29 জুন প্রিমিয়ার হতে চলেছে এই অ্য়ান্থোলজির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.