হায়দরাবাদ, 23 মার্চ: অনুভব সিনহার মতো বহু পরিচালক আজও দরাজ কণ্ঠে কঙ্গনা রানাওয়াতের অভিনয় দক্ষতার কথা স্বীকার করেন ৷ তবে এই বলিউড ডিভা যত না চর্চায় থাকেন তাঁর অভিনয়ের জন্য় তার থেকে অনেক বেশি আলোচিত হন বিতর্কিত মন্তব্য করে ৷ কেউ কেউ তো তাঁর ক্যুইন ছবির কথা মাথায় রেখে তাঁকে বলিউডের 'কন্ট্রোভার্সি ক্যুইন'ও আখ্যা দিয়েছেন ৷ আজ এহেন অভিনেত্রীর জন্মদিন ৷ নায়িকার জন্মদিনে আসুন ফিরে দেখি তাঁর কিছু বিতর্কিত মন্তব্য় যা আজও সমান চর্চিত নানা মহলে (Controversial Comments of Kangana Ranaut) ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এক সময় 'গ্য়াংস্টার এ লভ স্টোরি' ছবির হাত ধরে চর্চায় উঠে আসা ক্যুইন কঙ্গনা 'ও লমহে', 'কাইটস', 'ওয়ান্স আপঅন এ টাইম ইন মুম্বই', 'তন্নু ওয়েডস মন্নু', 'রিভলবার রানি', 'মনিকর্নিকা: দ্য় ক্যুইন অফ ঝাঁসি'-র মতো একাধিক ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ সম্প্রতি অবশ্য় বক্স অফিসে তেমন সাফল্য পাননি তিনি । তাঁর শেষ ছবি 'ধাকড়' দর্শকদের মন কাড়তে ব্যর্থ। তবে খুব তাড়াতাড়ি 'এমারজেন্সি' ছবির হাত ধরে আবারও পর্দায় ফিরবেন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কঙ্গনা প্রথম চর্চায় উঠে আসেন আদিত্য পঞ্চোলির সঙ্গে তাঁর সম্পর্ককে কেন্দ্র করে ৷ আদিত্য় ছিলেন কঙ্গনার অভিনয় জগতের গডফাদার ৷ বেশ কিছু বছর একসঙ্গেই ছিলেন দু'জন ৷ কিন্তু কিছুদিন পর একটি টিভি শো-তে কঙ্গনা অভিযোগ করেন, তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন আদিত্য ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এরপর অবশ্যই বলতে হয় করণের শোয়ে কঙ্গনার সেই বিতর্কিত মন্তব্যের কথা ৷ সঈফ আলি খানের সঙ্গে করণের ঘরে কফি খেতে এসে তাঁকেই 'নেপোটিজমের পতাকাবাহক' বলে অভিহিত করেন অভিনেত্রী ৷ তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় বলিউডে ৷ এই পর্বের ক্লিপিং নিয়ে পরেও একাধিকবার মন্তব্য করেছেন কঙ্গনা ৷ তাঁর চোখে করণ 'স্বজন পোষণের মাফিয়া' ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কঙ্গনা-হৃতিক সম্পর্ক নিয়েও চর্চা হয়েছে বারবার ৷ কঙ্গনা তো হৃতিককে 'বোধ বুদ্ধি হীন প্রাক্তন' বলেও উল্লেখ করেন ৷ তাঁর দাবি ছিল 2013 সালে কঙ্গনা যখন 'কৃষ 3' ছবির জন্য় কাজ করছেন তখন তাঁকে একের পর এক মেইল করতেন হৃতিক ৷ এই বিতর্ক প্রসঙ্গেই তিনি লেখেন, ' পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেল আর আমার বোধ বুদ্ধিহীন প্রাক্তন এখনও একই জায়গায় থেমে ৷'
কঙ্গনা এবং উদ্ধব ঠাকরে বিতর্ক তো রীতিমতো চর্চায় উঠেছিল কিছুদিন আগে ৷ কঙ্গনা তাঁর বক্তব্যে মুম্বইকে 'পাক নিয়ন্ত্রিত কাশ্মীর'-এর সঙ্গেও তুলনা করেছিলেন ৷ তাঁর এই ধরনের মন্তব্য নিয়ে তীব্র শোরগোল তৈরি হয় ৷ বে আইনি নির্মানের অভিযোগে কঙ্গনার অফিসে ভেঙে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে ৷ এই নিয়েও মন্তব্য করতে ছাড়েননি অভিনেত্রী ৷ সরাসরি তৎকালীন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেকে আক্রমণ করে তিনি বলেন, 'উদ্ধব ঠাকরে আজ আমার ঘর ভেঙেছেন । কাল আপনার অহংকার ভেঙে পড়বে ৷'
আরও পড়ুন: জন্মদিনে প্রাণের ভানুভূষণকে মিস করছেন সুদীপা চট্টোপাধ্যায়
সম্প্রতি এক টিভি চ্য়ানেলে স্বাধীনতা আন্দোলন নিয়েও বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি ৷ কিছুদিন আগে 1947 সালের স্বাধীনতা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "ওটা স্বাধীনতা নয়, ভিক্ষা ছিল ৷ স্বাধীনতা বলতে যা বোঝায় তা মিলেছে 2014 সালে" ৷ তাঁর এই মন্তব্যও চর্চিত হয়েছে নানা মহলে ৷ কঙ্গনার নানা মন্তব্য বারবার বিতর্কের কারণ হয়েছে ৷ একইভাবে তাঁর অভিনীত ছবির আয় নিয়েই বিতর্ক তৈরি হয়েছে বারবার ৷ এত বিতর্কের জন্য একসময় টুইটারে তাঁর অ্যাকাউন্টটিও বন্ধ হয়ে যায়। সম্প্রতি সেটি ফিরে পান নায়িকা । অ্যাকাউন্ট ফিরে পেতেই আবার নিজের পুরনো ভূমিকায় ফিরেছেন অভিনেত্রী ।