ETV Bharat / entertainment

Bhool Bhulaiyaa 2 : কৌতূহল বাড়াল 'ভুল ভুলাইয়া 2', কিসে এত ভয় পেলেন কিয়ারা-টাবু - Kiara Advani And Tabu Look in Bhool Bhulaiyaa 2

20 মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানীর বহু প্রতিক্ষিত ছবি 'ভুল ভুলাইয়া 2' ৷ এবার সামনে এল কিয়ারা এবং টাবুর প্রথম লুক (Kiara Advani And Tabu Look in Bhool Bhulaiyaa 2) ৷

Bhool Bhulaiyaa 2
কৌতুহল বাড়াল 'ভুল ভুলাইয়া 2', কিসে এত ভয় পেলেন কিয়ারা-টাবু
author img

By

Published : Apr 22, 2022, 3:39 PM IST

মুম্বই, 22 এপ্রিল: আর কিছুদিনের মধ্যেই পর্দায় আসতে চলেছে অক্ষয় কুমার-বিদ্যা বালন অভিনীত সুপারহিট 'ভুল ভুলাইয়া' ছবির পরবর্তী পর্ব ৷ নতুন এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানী ৷ ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টিজার ৷ যা যথেষ্ট কৌতূহল বাড়িয়েছে ৷ এরই মাঝে বৃহস্পতিবার নির্মাতারা সামনে এনেছিলেন কিয়ারার চরিত্রের প্রথম লুকও (Kiara Advani And Tabu Look in Bhool Bhulaiyaa 2) ৷

সেই মোশন পোস্টারটি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, "ঋতের সঙ্গে পরিচয় করুন ৷ ঠকবেন না, ও কিন্তু এত মিষ্টি নয় ৷" তাঁর ভয় পাওয়া চেহারা মন থেকে মুছে যাওয়ার আগেই এবার সামনে এল ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র টাবুর চরিত্রের প্রথম লুক ৷ ইনস্টাগ্রামে আজ নিজেই মোশন পোস্টারটি শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, "শয়তান নাকি পরী? নাকি মাঝামাঝি কেউ.." তাঁর লেখাই বলে দেয় চরিত্র নিয়ে কৌতূহল জাগিয়ে রাখতে চাইছেন টাবু ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আনিস বাজমি ৷ কাহিনি লিখেছেন ফারহাদ সামজি এবং আকাশ কৌশিক ৷

আরও পড়ুন : এবার করিশ্মার সঙ্গে এক পর্দায় যিশু, শুরু শ্যুটিং

ছবিটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামি 20 মে ৷ আসলে 'ভুল ভুলাইয়া'-র প্রথম পর্বটি ছিল 1993 সালের মালয়ালম চলচ্চিত্র 'মানিচিত্রাথাঝু'-এর রিমেক ৷ ভূষণ কুমার, মুরাদ খেতানি এবং কৃষাণ কুমারের প্রযোজনায় টি সিরিজের ব্যানারে এবার মুক্তি পেতে চলেছে এই কাহিনিরই পরবর্তী পর্ব ৷

মুম্বই, 22 এপ্রিল: আর কিছুদিনের মধ্যেই পর্দায় আসতে চলেছে অক্ষয় কুমার-বিদ্যা বালন অভিনীত সুপারহিট 'ভুল ভুলাইয়া' ছবির পরবর্তী পর্ব ৷ নতুন এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানী ৷ ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টিজার ৷ যা যথেষ্ট কৌতূহল বাড়িয়েছে ৷ এরই মাঝে বৃহস্পতিবার নির্মাতারা সামনে এনেছিলেন কিয়ারার চরিত্রের প্রথম লুকও (Kiara Advani And Tabu Look in Bhool Bhulaiyaa 2) ৷

সেই মোশন পোস্টারটি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, "ঋতের সঙ্গে পরিচয় করুন ৷ ঠকবেন না, ও কিন্তু এত মিষ্টি নয় ৷" তাঁর ভয় পাওয়া চেহারা মন থেকে মুছে যাওয়ার আগেই এবার সামনে এল ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র টাবুর চরিত্রের প্রথম লুক ৷ ইনস্টাগ্রামে আজ নিজেই মোশন পোস্টারটি শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, "শয়তান নাকি পরী? নাকি মাঝামাঝি কেউ.." তাঁর লেখাই বলে দেয় চরিত্র নিয়ে কৌতূহল জাগিয়ে রাখতে চাইছেন টাবু ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আনিস বাজমি ৷ কাহিনি লিখেছেন ফারহাদ সামজি এবং আকাশ কৌশিক ৷

আরও পড়ুন : এবার করিশ্মার সঙ্গে এক পর্দায় যিশু, শুরু শ্যুটিং

ছবিটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামি 20 মে ৷ আসলে 'ভুল ভুলাইয়া'-র প্রথম পর্বটি ছিল 1993 সালের মালয়ালম চলচ্চিত্র 'মানিচিত্রাথাঝু'-এর রিমেক ৷ ভূষণ কুমার, মুরাদ খেতানি এবং কৃষাণ কুমারের প্রযোজনায় টি সিরিজের ব্যানারে এবার মুক্তি পেতে চলেছে এই কাহিনিরই পরবর্তী পর্ব ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.