ETV Bharat / entertainment

Taapsee in saree: 'শাড়িতেই নারী', নিউইয়র্কের রাস্তায় তাপসীর নতুন লুকে মজেছে নেটপাড়া - Taapsee in saree

নিউইয়র্কে প্রেমিক ও বোনের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত অভিনেত্রী তাপসী পান্নু ৷ ছুটির মেজাজে তাঁর ফ্যাশন সেন্স নজর কেড়েছে অনুরাগীদের ৷

Taapsee in saree
নিউইয়র্কের রাস্তায় তাপসীর নতুন লুক
author img

By

Published : May 7, 2023, 8:11 PM IST

হায়দরাবাদ, 7 মে: কাজ থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়ে ছুটির মুডে রয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু ৷ নিউইয়র্কের রাস্তায় বোন ও প্রেমিকের সঙ্গে হলিডে-তে রয়েছেন তিনি ৷ অভিনেত্রীর ছুটির মেজাজের বেশ কিছু ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায় ৷ নেপথ্যের কারণ যদিও তাঁর প্রেমিক নয় ৷ তাপসীর অসামান্য ফ্যাশন সেন্স এখন 'টক অফ দ্য টাউন' ৷ শাড়ির সঙ্গে স্নিকার পড়ে বিদেশের মাটিতে তাপসীর অন্যরকম লুকে মজেছেন নেটিজেনরা ৷

বোন শগুন ও প্রেমিক ম্যাথিয়াস বো-এর সঙ্গে নিউয়র্কে ছুটি কাটাতে গিয়েছেন 'বদলা' অভিনেত্রী ৷ সেই ছবি সামনে আসতেই মুগ্ধ অনুরাগীরা ৷ ছবিতে দেখা গিয়েছে, পার্পল রঙের শাড়ির সঙ্গে সাদা টপ পড়েছেন তাপসী ৷ পায়ে সাদা স্নীকার্স ৷ হাতে জলের একটা গ্লাস নিয়ে পোজ দিয়েছেন তিনি ৷ ক্যাপশনে লিখেছেন, ক্লিয়াররি অ্যান্টি-বার পার্সন ৷ দ্বিতীয় ছবিতে তাপসীকে দেখা গিয়েছে, এক কফি শপে বসে রয়েছেন তিনি ৷ হাতে কফি মগ ৷ ক্যাপশনে লিখেছেন, এখন আরও বেশি ভালো লাগছে ৷ বিদেশের মাটিতে শাড়ির সঙ্গে স্নিকার্স পড়ে অভিনেত্রীর এই ফ্যাশন সেন্স পছন্দ করেছেন নেটিজেনরা ৷

Taapsee in saree
নিউইয়র্কের রাস্তায় তাপসীর নতুন লুক

আরও পড়ুন: ভক্তদের অনুরোধ রেখে সেলফি পোস্ট শাহরুখের

অভিনেত্রী তাপসীর বোন শগুন পান্নুও নিজের সোশাল অ্যাকাউন্টে বেশ কিছু গ্রুপ ছবি শেয়ার করেছেন ৷ মূলত, কিছুদিনের জন্য রাজকুমার হিরানির পরবর্তী ছবি 'ডানকি'-র শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন তাপসী পান্নু ৷ প্রথমবার শাহরুখ খানের বিপরীতে স্ক্রিন শেয়ার করছেন তিনি ৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিকি কৌশলও ৷ ছবির ঘোষণার পর থেকেই 'ডানকি' নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন, রাজকুমার হিরানী, অভিজিৎ জোশী ও কণিকা ধিলোঁ ৷ প্রযোজনার দায়িত্বে রাজকুমার হিরানী ও গৌরী খান ৷ 'ডানকি'-র শ্যুটিং শুরু হয়েছে গত বছরের এপ্রিল থেকে ৷ সম্প্রতি এই ছবির শ্যুটিংয়ের জন্য কাশ্মীরও গিয়েছিলেন শাহরুখ খান ও তাপসী পান্নু ৷

Taapsee in saree
নিউইয়র্কের রাস্তায় তাপসীর নতুন লুক

হায়দরাবাদ, 7 মে: কাজ থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়ে ছুটির মুডে রয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু ৷ নিউইয়র্কের রাস্তায় বোন ও প্রেমিকের সঙ্গে হলিডে-তে রয়েছেন তিনি ৷ অভিনেত্রীর ছুটির মেজাজের বেশ কিছু ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায় ৷ নেপথ্যের কারণ যদিও তাঁর প্রেমিক নয় ৷ তাপসীর অসামান্য ফ্যাশন সেন্স এখন 'টক অফ দ্য টাউন' ৷ শাড়ির সঙ্গে স্নিকার পড়ে বিদেশের মাটিতে তাপসীর অন্যরকম লুকে মজেছেন নেটিজেনরা ৷

বোন শগুন ও প্রেমিক ম্যাথিয়াস বো-এর সঙ্গে নিউয়র্কে ছুটি কাটাতে গিয়েছেন 'বদলা' অভিনেত্রী ৷ সেই ছবি সামনে আসতেই মুগ্ধ অনুরাগীরা ৷ ছবিতে দেখা গিয়েছে, পার্পল রঙের শাড়ির সঙ্গে সাদা টপ পড়েছেন তাপসী ৷ পায়ে সাদা স্নীকার্স ৷ হাতে জলের একটা গ্লাস নিয়ে পোজ দিয়েছেন তিনি ৷ ক্যাপশনে লিখেছেন, ক্লিয়াররি অ্যান্টি-বার পার্সন ৷ দ্বিতীয় ছবিতে তাপসীকে দেখা গিয়েছে, এক কফি শপে বসে রয়েছেন তিনি ৷ হাতে কফি মগ ৷ ক্যাপশনে লিখেছেন, এখন আরও বেশি ভালো লাগছে ৷ বিদেশের মাটিতে শাড়ির সঙ্গে স্নিকার্স পড়ে অভিনেত্রীর এই ফ্যাশন সেন্স পছন্দ করেছেন নেটিজেনরা ৷

Taapsee in saree
নিউইয়র্কের রাস্তায় তাপসীর নতুন লুক

আরও পড়ুন: ভক্তদের অনুরোধ রেখে সেলফি পোস্ট শাহরুখের

অভিনেত্রী তাপসীর বোন শগুন পান্নুও নিজের সোশাল অ্যাকাউন্টে বেশ কিছু গ্রুপ ছবি শেয়ার করেছেন ৷ মূলত, কিছুদিনের জন্য রাজকুমার হিরানির পরবর্তী ছবি 'ডানকি'-র শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন তাপসী পান্নু ৷ প্রথমবার শাহরুখ খানের বিপরীতে স্ক্রিন শেয়ার করছেন তিনি ৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিকি কৌশলও ৷ ছবির ঘোষণার পর থেকেই 'ডানকি' নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন, রাজকুমার হিরানী, অভিজিৎ জোশী ও কণিকা ধিলোঁ ৷ প্রযোজনার দায়িত্বে রাজকুমার হিরানী ও গৌরী খান ৷ 'ডানকি'-র শ্যুটিং শুরু হয়েছে গত বছরের এপ্রিল থেকে ৷ সম্প্রতি এই ছবির শ্যুটিংয়ের জন্য কাশ্মীরও গিয়েছিলেন শাহরুখ খান ও তাপসী পান্নু ৷

Taapsee in saree
নিউইয়র্কের রাস্তায় তাপসীর নতুন লুক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.