ETV Bharat / entertainment

Swastika Mukherjee's New Film : এবার পর্দায় আসছেন 'শ্রীমতী' স্বস্তিকা, লঞ্চ হল পোস্টার - swastika mukherjee starrer shrimati is coming soon

৮ জুলাই মুক্তি পাবে অর্জুন দত্ত পরিচালিত 'শ্রীমতী'। শ্রীমতীর চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee Sohom Chakraborty New Film Shrimati)।

Swastika Mukherjee New Film
'শ্রীমতী' স্বস্তিকার আগমন ৮ জুলাই, এসে গেল পোস্টার
author img

By

Published : Apr 21, 2022, 12:52 PM IST

কলকাতা, 21 এপ্রিল : করোনার দাপট কমতেই ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একের পর এক ছবি । বলিউড টলিউড দু'তরফেই সামনে আসছে একের পর এক আটকে থাকা ছবির নাম ৷ এবার বাংলাতে মুক্তি পেতে চলেছে অর্জুন দত্ত পরিচালিত 'শ্রীমতী'। পর্দায় শ্রীমতীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee Sohom Chakraborty New Film Shrimati)।

উচ্চ মধ্যবিত্ত পরিবারের গল্প 'শ্রীমতী'। গল্পের নায়িকা শ্রী নিজের পরিবার এবং স্বামীর প্রেমসম্পর্ক অত্যন্ত মধুর । এহেন শ্রীমতীকে সমাজের চাকচিক্য আকর্ষণ করে । এক সময় তিনি দেখেন যে তিনি তাঁর নিজের পরিচয়ই হারিয়ে ফেলছেন । তারপর কী হয়, সেটাই দেখার এই ছবিতে । স্বামী অনিন্দ্য, ছেলে কুট্টুশ, শাশুড়ি মা প্রতিমা, ননদ বৃষ্টি এবং তাঁদের পরিচারিকা কাজলকে ঘিরেই শ্রী'র দিনযাপন ।

Swastika Mukherjee New Film
৮ জুলাই মুক্তি পাবে অর্জুন দত্ত পরিচালিত 'শ্রীমতী'

আরও পড়ুন : ক্ষমা চেয়ে পানমশলার বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, দান করবেন প্রাপ্ত টাকা

অনিন্দ্যর চরিত্রে সোহম চক্রবর্তী, মল্লিকার চরিত্রে বরখা বিস্ত সেনগুপ্ত, কাজলের চরিত্রে খেয়া চট্টোপাধ্যায়, বৃষ্টির চরিত্রে তৃণা সাহা, প্রতীমার চরিত্রে দেবযানী বসু, ডান্স টিচারের ভূমিকায় সুদর্শনা চক্রবর্তী এবং গল্পের জিম টিচারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন উদয় প্রতাপ সিং ।

Swastika Mukherjee Sohom Chakraborty New Film Shrimati
শ্রীমতীর চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়

গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা সবই দায়িত্বই রয়েছে অর্জুনের কাঁধে । সিনেমাটোগ্রাফিতে সুপ্রতীম ঢোল । সম্পাদনায় রয়েছেন সুজয় দত্ত রায় আর সঙ্গীত পরিচালনা করবেন সৌম্য ঋত। 'কেএসএস' প্রোডাকশনের ব্যানারে ৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'শ্রীমতী'। সামনে এল ছবির পোস্টার ।

কলকাতা, 21 এপ্রিল : করোনার দাপট কমতেই ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একের পর এক ছবি । বলিউড টলিউড দু'তরফেই সামনে আসছে একের পর এক আটকে থাকা ছবির নাম ৷ এবার বাংলাতে মুক্তি পেতে চলেছে অর্জুন দত্ত পরিচালিত 'শ্রীমতী'। পর্দায় শ্রীমতীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee Sohom Chakraborty New Film Shrimati)।

উচ্চ মধ্যবিত্ত পরিবারের গল্প 'শ্রীমতী'। গল্পের নায়িকা শ্রী নিজের পরিবার এবং স্বামীর প্রেমসম্পর্ক অত্যন্ত মধুর । এহেন শ্রীমতীকে সমাজের চাকচিক্য আকর্ষণ করে । এক সময় তিনি দেখেন যে তিনি তাঁর নিজের পরিচয়ই হারিয়ে ফেলছেন । তারপর কী হয়, সেটাই দেখার এই ছবিতে । স্বামী অনিন্দ্য, ছেলে কুট্টুশ, শাশুড়ি মা প্রতিমা, ননদ বৃষ্টি এবং তাঁদের পরিচারিকা কাজলকে ঘিরেই শ্রী'র দিনযাপন ।

Swastika Mukherjee New Film
৮ জুলাই মুক্তি পাবে অর্জুন দত্ত পরিচালিত 'শ্রীমতী'

আরও পড়ুন : ক্ষমা চেয়ে পানমশলার বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, দান করবেন প্রাপ্ত টাকা

অনিন্দ্যর চরিত্রে সোহম চক্রবর্তী, মল্লিকার চরিত্রে বরখা বিস্ত সেনগুপ্ত, কাজলের চরিত্রে খেয়া চট্টোপাধ্যায়, বৃষ্টির চরিত্রে তৃণা সাহা, প্রতীমার চরিত্রে দেবযানী বসু, ডান্স টিচারের ভূমিকায় সুদর্শনা চক্রবর্তী এবং গল্পের জিম টিচারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন উদয় প্রতাপ সিং ।

Swastika Mukherjee Sohom Chakraborty New Film Shrimati
শ্রীমতীর চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়

গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা সবই দায়িত্বই রয়েছে অর্জুনের কাঁধে । সিনেমাটোগ্রাফিতে সুপ্রতীম ঢোল । সম্পাদনায় রয়েছেন সুজয় দত্ত রায় আর সঙ্গীত পরিচালনা করবেন সৌম্য ঋত। 'কেএসএস' প্রোডাকশনের ব্যানারে ৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'শ্রীমতী'। সামনে এল ছবির পোস্টার ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.