ETV Bharat / entertainment

Celebs on Saraswati Puja: সরস্বতী পুজোর প্রেম ! স্মৃতিপটে ডুব দিলেন মানসী-স্বস্তিকা-রুকমা - Swastika Dutta on Saraswati puja

তারকাদের সরস্বতী পুজো কেমন কাটত ছোটবেলায় তা জানার আগ্রহ রয়েছে কমবেশি সকলেরই (Celebs on Saraswati Puja) ৷ এবার এই নিয়ে মুখ খুললেন মানসী, স্বস্তিকা এবং রুকমা ৷

Swastika And Others Share Their Thoughts on Saraswati puja
সরস্বতী পুজোর প্রেম নিয়ে মুখ খুললেন মানসী স্বস্তিকা রুকমা
author img

By

Published : Jan 25, 2023, 5:37 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: সরস্বতী পুজো মানেই বাঙালির প্রেমের দিন ৷ স্কুল হোক বা কলেজ, বাঙালির 'প্রোপোজ ডে' থেকে 'ভ্যালেন্টাইন্স', সবটাই এই দিনে ৷ এই পুজোর দিনগুলি কেমন কাটাতেন তারকারা ? জানতে ইটিভি ভারত হাজির হয়েছিল মানসী সেনগুপ্ত, রুকমা রায় এবং স্বস্তিকা দত্তের কাছে । কী বললেন সুন্দরীরা ?

অভিনেত্রী মানসী সেনগুপ্ত এই ডুব দিলেন তাঁর স্কুল বয়সে ৷ তিনি বলেন, "সরস্বতী পুজো ঘিরে অনেক প্রোপোজ পেয়েছি । কিন্তু প্রেমটা হয়নি । এমনিতে বাড়িতেই আমাকে প্রাইভেট টিউটর পড়াতে আসতেন । ইলেভেনে যখন উঠলাম তখন আমার কোচিং-এ যাওয়া শুরু হল । সেই বছরের সরস্বতী পুজোটা ছিল আমার কাছে দারুণ । ওরকম সরস্বতী পুজো আর ফিরে আসেনি আমার জীবনে । কী দারুণ অনুভূতি । খুব সেজেছিলাম । শাড়ি তো পড়েইছিলাম ।"

তাঁর ভালো লাগার গল্পে ডুব দিয়ে মানসী বলেন, "আমার সঙ্গে একই কোচিং-এ পড়ত একটি ছেলে । সে আমাকে দেখত খুব, অনেকদিন ধরেই কানাঘুষো শুনছিলাম । শাড়ি পরে ওই দিনই আমাকে তার প্রথম দেখা । আড়চোখে দেখছিল সে আমাকে । সহজ বাংলায় ঝাড়ি বলে সেটাকে । সে আর আমি একসঙ্গেই অঞ্জলি দিলাম । সরস্বতী পুজোর দিনই আমাকে প্রোপোজ করল । সেদিনের প্রেম সেদিনই শেষ হয়ে গিয়েছিল । পরে না বলে দিই তাকে। আর এখন তো শ্যুটিং করেই কেটে যায় । তবে, এবার ছুটি 26 জানুয়ারি বলে। আমার শ্বশুরবাড়িতে জোড়া ইলিশ পুজো হয় । এবার আমার নতুন ফ্ল্যাটে নিজের উদ্যোগে পুজো করব । জোড়া ইলিশ গরম করে তুলব ঘরে । দারুণ মজা এবার (Manasi Sengupta on Saraswati Puja) ।"

অভিনেত্রী রুকমা রায়ও এদিন তাঁর প্রেমের কাহিনির ঝুলি উপুড় করে দেন ৷ অভিনেত্রী বলেন, "প্রেমটা অন্য সময়ে ছিল । সেটা হয়ত সরস্বতী পুজো পর্যন্ত চলত । কিন্তু সরস্বতী পুজো বলে আলাদা করে প্রেমের কোনও স্মৃতি নেই আমার । তবে, এই দিনটা মানেই শাড়ি পরা । মায়ের ব্লাউজ নিয়ে পরা (Rooqma Ray on Saraswati Puja)।"

আরও পড়ুন: আসছে নতুন কাজ, দুরন্ত লুকে প্রচারে ঝড় তুললেন রাইমা

স্বস্তিকা দত্ত বলেন, "সরস্বতী পুজোয় এক্স লাভারদের সঙ্গে ঘুরতাম। আর এখন তো শোভনদের বাড়িতেই যাই। ওদের বাড়িতে খুব সুন্দর সরস্বতী পুজো হয়। যেহেতু গানের বাড়ি । তাই ওখানেই কেটে যায় সরস্বতী পুজো । এবারও সেভাবেই কেটে যাবে ৷ সরস্বতী পুজো এলেই মনে পড়ে দাদু বেঁচে থাকতে বেল পাতায় পুজোর পরদিন লেখাত সরস্বতৈ নমঃ । এখন আর লেখা হয় না ( Swastika Dutta on Saraswati Puja)।"

কলকাতা, 25 জানুয়ারি: সরস্বতী পুজো মানেই বাঙালির প্রেমের দিন ৷ স্কুল হোক বা কলেজ, বাঙালির 'প্রোপোজ ডে' থেকে 'ভ্যালেন্টাইন্স', সবটাই এই দিনে ৷ এই পুজোর দিনগুলি কেমন কাটাতেন তারকারা ? জানতে ইটিভি ভারত হাজির হয়েছিল মানসী সেনগুপ্ত, রুকমা রায় এবং স্বস্তিকা দত্তের কাছে । কী বললেন সুন্দরীরা ?

অভিনেত্রী মানসী সেনগুপ্ত এই ডুব দিলেন তাঁর স্কুল বয়সে ৷ তিনি বলেন, "সরস্বতী পুজো ঘিরে অনেক প্রোপোজ পেয়েছি । কিন্তু প্রেমটা হয়নি । এমনিতে বাড়িতেই আমাকে প্রাইভেট টিউটর পড়াতে আসতেন । ইলেভেনে যখন উঠলাম তখন আমার কোচিং-এ যাওয়া শুরু হল । সেই বছরের সরস্বতী পুজোটা ছিল আমার কাছে দারুণ । ওরকম সরস্বতী পুজো আর ফিরে আসেনি আমার জীবনে । কী দারুণ অনুভূতি । খুব সেজেছিলাম । শাড়ি তো পড়েইছিলাম ।"

তাঁর ভালো লাগার গল্পে ডুব দিয়ে মানসী বলেন, "আমার সঙ্গে একই কোচিং-এ পড়ত একটি ছেলে । সে আমাকে দেখত খুব, অনেকদিন ধরেই কানাঘুষো শুনছিলাম । শাড়ি পরে ওই দিনই আমাকে তার প্রথম দেখা । আড়চোখে দেখছিল সে আমাকে । সহজ বাংলায় ঝাড়ি বলে সেটাকে । সে আর আমি একসঙ্গেই অঞ্জলি দিলাম । সরস্বতী পুজোর দিনই আমাকে প্রোপোজ করল । সেদিনের প্রেম সেদিনই শেষ হয়ে গিয়েছিল । পরে না বলে দিই তাকে। আর এখন তো শ্যুটিং করেই কেটে যায় । তবে, এবার ছুটি 26 জানুয়ারি বলে। আমার শ্বশুরবাড়িতে জোড়া ইলিশ পুজো হয় । এবার আমার নতুন ফ্ল্যাটে নিজের উদ্যোগে পুজো করব । জোড়া ইলিশ গরম করে তুলব ঘরে । দারুণ মজা এবার (Manasi Sengupta on Saraswati Puja) ।"

অভিনেত্রী রুকমা রায়ও এদিন তাঁর প্রেমের কাহিনির ঝুলি উপুড় করে দেন ৷ অভিনেত্রী বলেন, "প্রেমটা অন্য সময়ে ছিল । সেটা হয়ত সরস্বতী পুজো পর্যন্ত চলত । কিন্তু সরস্বতী পুজো বলে আলাদা করে প্রেমের কোনও স্মৃতি নেই আমার । তবে, এই দিনটা মানেই শাড়ি পরা । মায়ের ব্লাউজ নিয়ে পরা (Rooqma Ray on Saraswati Puja)।"

আরও পড়ুন: আসছে নতুন কাজ, দুরন্ত লুকে প্রচারে ঝড় তুললেন রাইমা

স্বস্তিকা দত্ত বলেন, "সরস্বতী পুজোয় এক্স লাভারদের সঙ্গে ঘুরতাম। আর এখন তো শোভনদের বাড়িতেই যাই। ওদের বাড়িতে খুব সুন্দর সরস্বতী পুজো হয়। যেহেতু গানের বাড়ি । তাই ওখানেই কেটে যায় সরস্বতী পুজো । এবারও সেভাবেই কেটে যাবে ৷ সরস্বতী পুজো এলেই মনে পড়ে দাদু বেঁচে থাকতে বেল পাতায় পুজোর পরদিন লেখাত সরস্বতৈ নমঃ । এখন আর লেখা হয় না ( Swastika Dutta on Saraswati Puja)।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.