হায়দরাবাদ, 21 অক্টোবর: ঈশ্বরী পাটনী বলেছিলেন, 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' ৷ পৃথিবীর সব মা, সন্তানদের দুধে ভাতে পরিপূর্ণ করে রাখতেই চান ৷ সন্তানের হাসিমুখ দেখতে মা পারেন না, এমন কোনও কাজই নেই ৷ কিন্তু সবসময় মানুষ যা চায়, হয় তার উলটো ৷ দেবীপক্ষে এমনই এক অনুভূতি গ্রাস করেছেন অভিনেত্রী স্বরা ভাস্করকে ৷ নিজের কোলে শুয়ে থাকা সন্তানের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে গাজার অসংখ্য সন্তানহারা মায়েদের স্মরণ করেছেন অভিনেত্রী ৷
তিনি সন্তানের দিকে তাকিয়ে যে স্বর্গসুখ পান সেই সুখ থেকে আজ বঞ্চিত মধ্য-প্রাচ্যের বহু নারী ৷ তাঁদের অব্যক্ত বেদনাই যেন ভাষা পেয়েছে স্বরার লেখনীতে ৷ নবরাত্রির সপ্তমীতে স্বরা সোশাল মিডিয়ায় লিখেছেন, "একজন সদ্য হওয়া মা জানেন, নবজাতকের দিকে তাকিয়ে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় ৷ আমিও সেই মায়েদের মধ্যে একজন ৷ আমি নিশ্চিত, আমার মতো পৃথিবীর বিভিন্ন প্রান্তের মায়েদেরও একই অনুভব হয় ৷ কিন্তু এখন আমার মনে ভয়ঙ্কর কিছু ভাবনা আসছে ৷ আমার শান্ত, ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে ভাবছি, আজ যদি ছোট্ট এই শিশু গাজায় জন্ম নিত, আমি কি তাকে বাঁচাতে পারতাম... প্রার্থণা করি যেন কখনও তাকে এই পরিস্থিতিতে পরতে না হয় ৷ ভাবি আমার সন্তান কত সৌভাগ্যবান ৷ আর গাজার সেই সব শিশুদের জীবন কতটা অভিশপ্ত, যেখানে বন্দি আকাশের নীচে জন্ম হওয়ার পর তাদের প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ৷ "
তিনি আরও লেখেন, "বর্তমানে নৈতিকতার যে অবক্ষয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তা অকল্পনীয় ৷ হাসপাতাল, আশ্রয়কেন্দ্র ও গির্জায় শিশুদের উপর যেভাবে বোমা বর্ষণ করা হচ্ছে উপরি শক্তির নির্দেশে তাতে বোঝা যায়, কোন অন্ধকার সময়ে বাস করছি আমরা ৷ সকল ভগবানের কাছে প্রার্থণা গাজার সেই সকল শিশুদের রক্ষা করুন সবরকম যন্ত্রণা ও মৃত্যু থেকে ৷ কারণ এই পৃথিবী তাদের রক্ষা করবে না ৷" অভিনেত্রীর এই পোস্টে মন্তব্য করেছেন শাহরুখ পত্নী গৌরি খান ৷ তিনি লিখেছেন, "ভগবান তোমার সন্তান ও পৃথিবীর সকল মায়েদের সন্তানকে রক্ষা করুন ৷ তোমাকে এবং তোমার সন্তানকে অনেক ভালোবাসা ৷
আরও পড়ুন: বিধ্বস্ত গাজায় কাঁপছে শিশু! বর্বরতার প্রতিবাদ মোনালির, 'বুদ্ধিহীন মহিলা' আখ্যা নেটিজেনদের