ETV Bharat / entertainment

Swara Bhasker: বাবা হওয়ার আগে কী ধরনের অনুশীলন করছেন ফাহাদ? জানালেন স্বরা - Swara Bhasker

Swara Bhasker on Fahad Ahmad: বাবা হওয়ার জন্য় কী কী কর্তব্য পালন করতে হবে তার অনুশীলন নাকি এখন থেকেই করে রাখছেন ফাহাদ ৷ এমনটাই জানালেন স্বরা ৷

Pic Swara Bhasker  Instagram
বাবা হওয়ার জন্য অনুশীলন ফাহাদের
author img

By

Published : Aug 18, 2023, 11:55 AM IST

হায়দরাবাদ, 18 অগস্ট: এনআরসি বিরোধী মিছিল থেকে বন্ধুত্ব আর তারপর আইনি বিয়ে ৷ অভিনেত্রী স্বরা ভাস্করের বিয়ের কাহিনি কোনও ছবির চিত্রনাট্যের থেকে কোনও অংশে কম নয় ৷ ইতিমধ্যেই আবার তাঁদের পরিবারের নতুন সদস্যের আগমনের কথাও ঘোষণা করেছেন অভিনেত্রী ৷ গত জুন মাসে অভিনেত্রী জানান মা হতে চলেছেন তিনি ৷ আর এবার তিনি জানালেন, বাবা হওয়ার আগে ঠিক কী ধরনের অনুশীলন করছেন ফাহাদ ৷

স্বরা এদিন ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন যেখানে ফাহাদকে দেখা গিয়েছে তাঁর প্রিয় পোষ্য গালিবের সঙ্গে ৷ গালিব আসলে এই তারকা দম্পতির প্রিয় বিড়াল ৷ ছবিতে দেখা যায়, গালিবকে কোলে নিয়ে আদর করছেন ফহাদ ৷ ছবির উপর একটি 'হার্ট শেপ' এঁকে দিয়ে স্বরা লিখেছেন, "গালিবের ওপরেই ফহাদ তাঁর বাবা হওয়ার পর যা যা কর্তব্য পালন করতে হবে তার কিছু অনুশীলন করে রাখছে ৷"

স্বরা কয়েকদিন আগেও শেয়ার করেছিলেন তাঁর বেবিবাম্প ফটোশুটের কিছু ঝলক ৷ আর সেই ছবিগুলি বেশ ভাইরালও হয় সোশালে ৷ সেখানেও উল্লেখ ছিল মিষ্টি এই বিড়ালটির ৷ এমনকী তাঁকেই নিজের প্রথম সন্তান বলেও ঘোষণা করেছেন স্বরা ৷ সেদিন তিনি লিখেছিলেন, "নতুন সদস্যের কথা মাথায় রেখে আমাদের ঘরে একটি দোলনা আনা হয়েছে ৷ আর কে তার দখল নিল দেখুন ৷ ফহাদ এই তোমার প্রথম সন্তান ৷"

Pic Swara Bhasker  Instagram
স্বরার নতুন স্টোরি

আরও পড়ুন: ডিরেক্টর মার্ক সিজাক অ্যাকশন শেখাবেন 'টাইগার' সলমনকে !

গত 6 জানুয়ারি আইনি মতে প্রায় কাউকে কিছু না জানিয়েই বিয়ে সেরেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও সমাজবাদী পার্টির নেতা ফহাদ আহমেদ ৷ এরপর আনুষ্ঠানিকভাবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন গত মার্চ মাসে ৷ মার্চে এই নব দম্পতি যে রিসেপশনের আয়োজন করেন তাতে হাজির ছিলেন রাজনৈতিক জগৎ এবং অভিনয় জগতের একাধিক তারকা ৷ আর তারপরেই সামনে আসে মাতৃত্বের ঘোষণা ৷

হায়দরাবাদ, 18 অগস্ট: এনআরসি বিরোধী মিছিল থেকে বন্ধুত্ব আর তারপর আইনি বিয়ে ৷ অভিনেত্রী স্বরা ভাস্করের বিয়ের কাহিনি কোনও ছবির চিত্রনাট্যের থেকে কোনও অংশে কম নয় ৷ ইতিমধ্যেই আবার তাঁদের পরিবারের নতুন সদস্যের আগমনের কথাও ঘোষণা করেছেন অভিনেত্রী ৷ গত জুন মাসে অভিনেত্রী জানান মা হতে চলেছেন তিনি ৷ আর এবার তিনি জানালেন, বাবা হওয়ার আগে ঠিক কী ধরনের অনুশীলন করছেন ফাহাদ ৷

স্বরা এদিন ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন যেখানে ফাহাদকে দেখা গিয়েছে তাঁর প্রিয় পোষ্য গালিবের সঙ্গে ৷ গালিব আসলে এই তারকা দম্পতির প্রিয় বিড়াল ৷ ছবিতে দেখা যায়, গালিবকে কোলে নিয়ে আদর করছেন ফহাদ ৷ ছবির উপর একটি 'হার্ট শেপ' এঁকে দিয়ে স্বরা লিখেছেন, "গালিবের ওপরেই ফহাদ তাঁর বাবা হওয়ার পর যা যা কর্তব্য পালন করতে হবে তার কিছু অনুশীলন করে রাখছে ৷"

স্বরা কয়েকদিন আগেও শেয়ার করেছিলেন তাঁর বেবিবাম্প ফটোশুটের কিছু ঝলক ৷ আর সেই ছবিগুলি বেশ ভাইরালও হয় সোশালে ৷ সেখানেও উল্লেখ ছিল মিষ্টি এই বিড়ালটির ৷ এমনকী তাঁকেই নিজের প্রথম সন্তান বলেও ঘোষণা করেছেন স্বরা ৷ সেদিন তিনি লিখেছিলেন, "নতুন সদস্যের কথা মাথায় রেখে আমাদের ঘরে একটি দোলনা আনা হয়েছে ৷ আর কে তার দখল নিল দেখুন ৷ ফহাদ এই তোমার প্রথম সন্তান ৷"

Pic Swara Bhasker  Instagram
স্বরার নতুন স্টোরি

আরও পড়ুন: ডিরেক্টর মার্ক সিজাক অ্যাকশন শেখাবেন 'টাইগার' সলমনকে !

গত 6 জানুয়ারি আইনি মতে প্রায় কাউকে কিছু না জানিয়েই বিয়ে সেরেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও সমাজবাদী পার্টির নেতা ফহাদ আহমেদ ৷ এরপর আনুষ্ঠানিকভাবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন গত মার্চ মাসে ৷ মার্চে এই নব দম্পতি যে রিসেপশনের আয়োজন করেন তাতে হাজির ছিলেন রাজনৈতিক জগৎ এবং অভিনয় জগতের একাধিক তারকা ৷ আর তারপরেই সামনে আসে মাতৃত্বের ঘোষণা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.