মুম্বই, 6 অক্টোবর: ব্যক্তিগত জীবনের সমস্ত বিতর্ককে পাশ কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন সুস্মিতা সেন ৷ 'আরিয়া'-র দুরন্ত সাফল্যকে সঙ্গী করে প্রত্যাবর্তনে প্রাক্তন মিস ইউনিভার্স অভিনয় করছেন এক রূপান্তরকামীর চরিত্রে ৷ (Sushmita Sen to play transgender Gauri Sawant)৷ সুস্মিতা অভিনীত নয়া ওয়েব সিরিজটি গড়ে উঠেছে রূপান্তরকামী সমাজকর্মী গৌরি সাওয়ান্তের জীবনকে কেন্দ্র করে(Sushmita Sen New Series) ৷ বৃহস্পতিবার সামনে এল সেই সিরিজের প্রথম লুক ৷
'তালি' নামক এই ওয়েব সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রবি যাদব (Sushmita Sen New Series Taali)৷ অর্জুন সিং বরণ, আফিফা নাদিওয়ালা এবং কর্তক ডি নিশানদারের প্রযোজিত এই ওয়েব সিরিজটি কবে পর্দায় আসছে, তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ তবে প্রথম লুকেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন সুস্মিতা ৷ সুস্মিতার মতে গৌরি আদতে বিপ্লবের এক পুরোধা ৷ এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে তিনি গর্বিত এবং কৃতজ্ঞ ৷
প্রাক্তন মিস ইউনিভার্স সোশাল মিডিয়ায় লিখেছেন, "এত সুন্দর একটা মানুষের চরিত্রকে ফুটিয়ে তোলা আর তাঁর গল্পটিকে সারা বিশ্বের সামনে নিয়ে আসার চেয়ে গর্বের কিছুই হতে পারে না ।" প্রসঙ্গত গৌরির আগের নাম ছিল গনেশ ৷ তিনি পুনেতে বড় হয়ে ওঠেন ৷ 2013 সালে জাতীয় আইনী পরিষেবা কর্তৃপক্ষের (NALSA) কাছে যাঁরা আবেদন করেছিলেন তাঁদের মধ্যে এই মানুষটি ছিলেন অন্যতম ৷ এই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট 2014 সালে রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দেয় ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: রাবণ দহনে দিল্লিতে হাজির পর্দার রাম
সুস্মিতার প্রথম লুকেই বোঝা গিয়েছে কতখানি দৃঢ় প্রতিজ্ঞ তিনি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে ৷ লাল টিপ, রুদ্রাক্ষের মালা আর মেরুণ-সবুজে রাঙানো পোশাকে ফার্স্ট লুকে ধরা দিলেন 'আরিয়া'-খ্যাত অভিনেত্রী ৷ হাতের ভঙ্গিমায় রয়েছে তালি দেওয়ার কৌশল ৷ তাঁর এই নতুন কাজের জন্য সুস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন ভাই চারু আসপাও ৷