ETV Bharat / entertainment

Sushmita Sen: বৃহন্নলাদের জন্য় ভালোবাসা ও শান্তির বার্তা সুস্মিতার - ট্রান্সজেন্ডারের ভূমিকায় সুস্মিতা সেন

'ইন্টারন্যাশানাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি' উপলক্ষ্যে সমস্ত তৃতীয় লিঙ্গের মানুষের জন্য় ভালোবাসা এবং শান্তির বার্তা দিলেন অভিনেত্রী সুস্মিতা সেন ৷

Sushmita Sen
গৌরির সঙ্গে ভিডিয়ো বানিয়ে ভালোবাসার বার্তা সুস্মিতার
author img

By

Published : Mar 31, 2023, 7:11 PM IST

হায়দরাবাদ, 31 মার্চ: বলি সুন্দরী সুস্মিতা সেন তাঁর আসন্ন ছবি 'তালি'-তে ফুটিয়ে তুলবেন ট্রান্সজেন্ডার অ্যাকটিভিস্ট গৌরি সাওয়ান্তের চরিত্রটি ৷ 31 মার্চ যখন গোটা বিশ্ব 'ইন্টারন্যাশানাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি' পালন করছে তখন গৌরির সঙ্গে নিজেই একটি ভিডিয়ো বানালেন সুস্মিতা ৷ সেখানে সমস্ত বৃহন্নলাদের প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন অভিনেত্রী ৷

এই ভিডিয়ো বার্তায় সুস্মিতা প্রথমেই যে বিষয়টি আলোচনা করেছেন তা হল বৃহন্নলাদের জন্য় তালি ঠিক কতটা গুরুত্বপূর্ণ ৷ মানুষের মনোযোগ পেতেই হোক বা আর টাকা চাইতেই হোক সবক্ষেত্রেই তালি হল বৃহন্নলাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি শব্দ ৷ সকলকে 'ইন্টারন্যাশানাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি'-র শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী বলেন, "যাঁরা তালি বাজাতেন, তাঁরাই এবার তালি বাজানো করাবেন ৷"

নায়িকা আরও বলেন,"সকলকে আজ ভালোবাসা, শান্তি আর সুখের বার্তা দিতে চাই ৷ আমাদের পৃথিবীর জন্য় এটা খুব দরকার ৷" ভিডিয়োটি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, "এবার তালি বাজবে সাহস বাড়াতে ৷ 'ইন্টারন্যাশানাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি' উপলক্ষ্যে আসুন হাত মেলান আরও সঙ্গবদ্ধ এবং সাম্যবাদী একটি পৃথিবী গড়ে তুলতে ৷" তাঁর এই দীর্ঘ বার্তা ছুঁয়ে গিয়েছে সকলকে ৷

রূপান্তরকামী মানুষদের সারা পৃথিবী জুড়েই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ৷ তৃতীয় লিঙ্গের এই মানুষেরা যাতে এই ধরনের বঞ্চনার স্বীকার না হন সেই কথা মাথায় রেখেই পালন করা হয় 'ইন্টারন্যাশানাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি' ৷ এই বিশেষ দিনে সমাজে বৃহন্নলাদের অবদান ঠিক কতখানি তা নিয়েও সকলকে সচেতন করার চেষ্টা করা হয় ৷

আরও পড়ুন: অভিনয়ে পা মিশুকের, আবেগী বার্তা বাবা প্রসেনজিতের

এই ছবিতে গৌরি সাওয়ান্তের ছোটবেলা থেকে কৈশোর, যৌবন সমস্তটাই দেখানো হবে ৷ দেখানো হবে কীভাবে তাঁর রূপান্তর হয় এবং তিনি ভারতের ট্রান্সজেন্ডার আন্দোলনের মুখ হয়ে ওঠেন ৷ 2014 সালে সুপ্রিম কোর্ট রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ বলে স্বীকৃতি দান করে ৷ এই লড়াইয়ে বড় ভূমিকা ছিল গৌরির ৷ তাঁর চরিত্রই এবার পর্দায় আনতে চলেছেন সুস্মিতা ৷

হায়দরাবাদ, 31 মার্চ: বলি সুন্দরী সুস্মিতা সেন তাঁর আসন্ন ছবি 'তালি'-তে ফুটিয়ে তুলবেন ট্রান্সজেন্ডার অ্যাকটিভিস্ট গৌরি সাওয়ান্তের চরিত্রটি ৷ 31 মার্চ যখন গোটা বিশ্ব 'ইন্টারন্যাশানাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি' পালন করছে তখন গৌরির সঙ্গে নিজেই একটি ভিডিয়ো বানালেন সুস্মিতা ৷ সেখানে সমস্ত বৃহন্নলাদের প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন অভিনেত্রী ৷

এই ভিডিয়ো বার্তায় সুস্মিতা প্রথমেই যে বিষয়টি আলোচনা করেছেন তা হল বৃহন্নলাদের জন্য় তালি ঠিক কতটা গুরুত্বপূর্ণ ৷ মানুষের মনোযোগ পেতেই হোক বা আর টাকা চাইতেই হোক সবক্ষেত্রেই তালি হল বৃহন্নলাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি শব্দ ৷ সকলকে 'ইন্টারন্যাশানাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি'-র শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী বলেন, "যাঁরা তালি বাজাতেন, তাঁরাই এবার তালি বাজানো করাবেন ৷"

নায়িকা আরও বলেন,"সকলকে আজ ভালোবাসা, শান্তি আর সুখের বার্তা দিতে চাই ৷ আমাদের পৃথিবীর জন্য় এটা খুব দরকার ৷" ভিডিয়োটি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, "এবার তালি বাজবে সাহস বাড়াতে ৷ 'ইন্টারন্যাশানাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি' উপলক্ষ্যে আসুন হাত মেলান আরও সঙ্গবদ্ধ এবং সাম্যবাদী একটি পৃথিবী গড়ে তুলতে ৷" তাঁর এই দীর্ঘ বার্তা ছুঁয়ে গিয়েছে সকলকে ৷

রূপান্তরকামী মানুষদের সারা পৃথিবী জুড়েই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ৷ তৃতীয় লিঙ্গের এই মানুষেরা যাতে এই ধরনের বঞ্চনার স্বীকার না হন সেই কথা মাথায় রেখেই পালন করা হয় 'ইন্টারন্যাশানাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি' ৷ এই বিশেষ দিনে সমাজে বৃহন্নলাদের অবদান ঠিক কতখানি তা নিয়েও সকলকে সচেতন করার চেষ্টা করা হয় ৷

আরও পড়ুন: অভিনয়ে পা মিশুকের, আবেগী বার্তা বাবা প্রসেনজিতের

এই ছবিতে গৌরি সাওয়ান্তের ছোটবেলা থেকে কৈশোর, যৌবন সমস্তটাই দেখানো হবে ৷ দেখানো হবে কীভাবে তাঁর রূপান্তর হয় এবং তিনি ভারতের ট্রান্সজেন্ডার আন্দোলনের মুখ হয়ে ওঠেন ৷ 2014 সালে সুপ্রিম কোর্ট রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ বলে স্বীকৃতি দান করে ৷ এই লড়াইয়ে বড় ভূমিকা ছিল গৌরির ৷ তাঁর চরিত্রই এবার পর্দায় আনতে চলেছেন সুস্মিতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.