ETV Bharat / entertainment

'বয়সের সঙ্গেই পরিণত হয়েছি , শাহরুখের কাছে কৃতজ্ঞ-' তিন খানের সঙ্গে সম্পর্কের সমীকরণে মুখ খুললেন সানি - Salman Khan

Sunny Deol: 'গদর 2' সাফল্যের পর সানি দেওলের হাতে রয়েছে আমির খানের প্রোডাকশনের ছবি ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির সাফল্য থেকে শাহরুখের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন অভিনেতা ৷

Etv Bharat
তিন খানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সানি
author img

By PTI

Published : Dec 24, 2023, 6:29 PM IST

মুম্বই, 24 ডিসেম্বর: চলতি বছর দেওল পরিবারের সিনে কেরিয়ার কেটেছে দুদার্ন্ত ৷ সানি দেওলের 'গদর 2', ধর্মেন্দ্রর 'রকি অউর রানি কি প্রেমকাহানি' ও ববি দেওলের 'অ্যানিম্যাল' বক্সঅফিসে সাফল্য লাভ করেছে ৷ আর এই বছরেই শাহরুখ খানের সঙ্গে সম্পর্কের শীতলতা কমেছে সানির ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা, সলমন খান ও আমির খানের নতুন ছবি নিয়ে মুখ খোলেন গদর অভিনেতা ৷

সকলেই জানেন, 1993 সালে যশ চোপড়া পরিচালিত ডর ছবির শুটিংয়ের সময় শাহরুখ খানের সঙ্গে মতবিরোধ হয়েছিল সানির ৷ তারপর থেকে তাঁদের সম্পর্কে চিড় ধরে ৷ ছবিতে ছিলেন জুহি চাওলাও ৷ সেই ছবি রবিবার সম্পন্ন করেছে 30 বছর৷ অন্যদিকে, 'গদর 2'-এর সাকসেস পার্টিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে ৷ সেই খবর আসে চর্চায় ৷ সাক্ষাৎকারে সানি বলেন, "আমি শাহরুখের কাছে কৃতজ্ঞ ৷ আমার মনে আছে, যখন শাহরুখ জওয়ান ছবির প্রোমোশনের জন্য দুবাইতে ছিল আমার ওর সঙ্গে কথা হয় ৷ আমি তাঁকে পার্টিতে আমন্ত্রণ জানাই ৷ ভেবেছিলাম তিনি আসবেন না ৷ কিন্তু দুবাই থেকে একেবারে আমার পার্টিতে আসেন ৷ কিছুক্ষণের জন্য সেখানে এসেছিল ৷ আমি ওর সঙ্গে কথা বলার সুযোগ পাইনি ৷ কিন্তু যখনই আমাদের কথা হবে সেটা ভালো হবে জানি ৷"

এরপর বাদশার সঙ্গে সম্পর্কে চিড় প্রসঙ্গে 66 বছর বয়সী অভিনেতা বলেন, "সময়ের সঙ্গে অভিনেতা হিসাবে এমনটা হয়েছে ৷ তখন আমাদের বয়স কম ছিল ৷ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিণত হয়েছি ৷ জীবনের বাস্তবতা সম্পর্কে আরও বেশি ধারণা হয়েছে ৷ এখন সবকিছুর পরিবর্তন হয়ে গিয়েছে ৷ আর এটাই সবচেয়ে ভালো ৷ সময় খারাপ সবকিছু ভুলিয়ে দেয় ৷" এরপর সলমন খান সম্পর্কে জিৎ অভিনেতা বলেন, "আমরা গোয়াতে প্রায় দু-তিন ঘণ্টা সময় কাটিয়েছি একসঙ্গে ৷ আমরা নানা বিষয় নিয়ে হেসেছি, মজা করেছি ৷ এমনকী, আমরা একসঙ্গে কিছু একটা করার পরিকল্পনাও করেছি ৷ সলমন ভীষণ আবেগী ৷ আমি জানি, ও আমাকে কতটা ভালোবাসে ৷ এমনই সম্পর্ক ওর সঙ্গে আমার ৷"

'গদর 2' বক্সঅফিসে ব্লকব্লাস্টার হিট করার পর সানিকে দেখা যাবে লাহোর 1947 ছবিতে ৷ যেটি প্রযোজনা করছে আমির খানের প্রোডাকশন হাউস ৷ সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষি ৷ আমির খানের সঙ্গে কাজ প্রসঙ্গে সানি বলেন, "আমির গদর টু-এর পার্টিতে এসেছিল ৷ আমাকে বলেছিল দেখা করতে ৷ তারপরেই ওর সঙ্গে সাক্ষাৎ করি এবং ছবি সম্পর্কে কথা বলি ৷ ভগবান সত্যিই দয়ালু আমার প্রতি ৷ খুব তাড়াতাড়ি আমরা ছবির শুটিং শুরু করব ৷"

এরপর 'গদর 2' ছবির সাকসেস পার্টি নিয়ে অভিনেতা জানান, এই বুদ্ধিটা দিয়েছিল ছোটবেলার বন্ধু করিম ৷ বলিউড ইন্ডাষ্ট্রির নতুন থেকে পুরনো সকল সহকর্মী থেকে শুরু করে তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ একটা পজিটিভ ভাইবস কাজ করছিল ৷ এই ভালোলাগা, আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না বলে সাক্ষাৎকারে জানান সানি দেওল ৷

আরও পড়ুন

1. বক্স অফিসে সালারের তাণ্ডব অব্যাহত, অনেক পেছনে শাহরুখের ডাঙ্কি; কার কত আয় ?

2. নীল বেনারসিতে অপ্সরা দীপিকা, চার্মিং রণবীর-সলমন, মুম্বই পুলিশের অ্যানুয়াল ইভেন্টে তারকাদের হাট

3. 'শিকারপুর' থেকে 'দশম অবতার'- বছরের সেরা ওয়েব সিরিজ ও ফিল্ম একনজরে

মুম্বই, 24 ডিসেম্বর: চলতি বছর দেওল পরিবারের সিনে কেরিয়ার কেটেছে দুদার্ন্ত ৷ সানি দেওলের 'গদর 2', ধর্মেন্দ্রর 'রকি অউর রানি কি প্রেমকাহানি' ও ববি দেওলের 'অ্যানিম্যাল' বক্সঅফিসে সাফল্য লাভ করেছে ৷ আর এই বছরেই শাহরুখ খানের সঙ্গে সম্পর্কের শীতলতা কমেছে সানির ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা, সলমন খান ও আমির খানের নতুন ছবি নিয়ে মুখ খোলেন গদর অভিনেতা ৷

সকলেই জানেন, 1993 সালে যশ চোপড়া পরিচালিত ডর ছবির শুটিংয়ের সময় শাহরুখ খানের সঙ্গে মতবিরোধ হয়েছিল সানির ৷ তারপর থেকে তাঁদের সম্পর্কে চিড় ধরে ৷ ছবিতে ছিলেন জুহি চাওলাও ৷ সেই ছবি রবিবার সম্পন্ন করেছে 30 বছর৷ অন্যদিকে, 'গদর 2'-এর সাকসেস পার্টিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে ৷ সেই খবর আসে চর্চায় ৷ সাক্ষাৎকারে সানি বলেন, "আমি শাহরুখের কাছে কৃতজ্ঞ ৷ আমার মনে আছে, যখন শাহরুখ জওয়ান ছবির প্রোমোশনের জন্য দুবাইতে ছিল আমার ওর সঙ্গে কথা হয় ৷ আমি তাঁকে পার্টিতে আমন্ত্রণ জানাই ৷ ভেবেছিলাম তিনি আসবেন না ৷ কিন্তু দুবাই থেকে একেবারে আমার পার্টিতে আসেন ৷ কিছুক্ষণের জন্য সেখানে এসেছিল ৷ আমি ওর সঙ্গে কথা বলার সুযোগ পাইনি ৷ কিন্তু যখনই আমাদের কথা হবে সেটা ভালো হবে জানি ৷"

এরপর বাদশার সঙ্গে সম্পর্কে চিড় প্রসঙ্গে 66 বছর বয়সী অভিনেতা বলেন, "সময়ের সঙ্গে অভিনেতা হিসাবে এমনটা হয়েছে ৷ তখন আমাদের বয়স কম ছিল ৷ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিণত হয়েছি ৷ জীবনের বাস্তবতা সম্পর্কে আরও বেশি ধারণা হয়েছে ৷ এখন সবকিছুর পরিবর্তন হয়ে গিয়েছে ৷ আর এটাই সবচেয়ে ভালো ৷ সময় খারাপ সবকিছু ভুলিয়ে দেয় ৷" এরপর সলমন খান সম্পর্কে জিৎ অভিনেতা বলেন, "আমরা গোয়াতে প্রায় দু-তিন ঘণ্টা সময় কাটিয়েছি একসঙ্গে ৷ আমরা নানা বিষয় নিয়ে হেসেছি, মজা করেছি ৷ এমনকী, আমরা একসঙ্গে কিছু একটা করার পরিকল্পনাও করেছি ৷ সলমন ভীষণ আবেগী ৷ আমি জানি, ও আমাকে কতটা ভালোবাসে ৷ এমনই সম্পর্ক ওর সঙ্গে আমার ৷"

'গদর 2' বক্সঅফিসে ব্লকব্লাস্টার হিট করার পর সানিকে দেখা যাবে লাহোর 1947 ছবিতে ৷ যেটি প্রযোজনা করছে আমির খানের প্রোডাকশন হাউস ৷ সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষি ৷ আমির খানের সঙ্গে কাজ প্রসঙ্গে সানি বলেন, "আমির গদর টু-এর পার্টিতে এসেছিল ৷ আমাকে বলেছিল দেখা করতে ৷ তারপরেই ওর সঙ্গে সাক্ষাৎ করি এবং ছবি সম্পর্কে কথা বলি ৷ ভগবান সত্যিই দয়ালু আমার প্রতি ৷ খুব তাড়াতাড়ি আমরা ছবির শুটিং শুরু করব ৷"

এরপর 'গদর 2' ছবির সাকসেস পার্টি নিয়ে অভিনেতা জানান, এই বুদ্ধিটা দিয়েছিল ছোটবেলার বন্ধু করিম ৷ বলিউড ইন্ডাষ্ট্রির নতুন থেকে পুরনো সকল সহকর্মী থেকে শুরু করে তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ একটা পজিটিভ ভাইবস কাজ করছিল ৷ এই ভালোলাগা, আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না বলে সাক্ষাৎকারে জানান সানি দেওল ৷

আরও পড়ুন

1. বক্স অফিসে সালারের তাণ্ডব অব্যাহত, অনেক পেছনে শাহরুখের ডাঙ্কি; কার কত আয় ?

2. নীল বেনারসিতে অপ্সরা দীপিকা, চার্মিং রণবীর-সলমন, মুম্বই পুলিশের অ্যানুয়াল ইভেন্টে তারকাদের হাট

3. 'শিকারপুর' থেকে 'দশম অবতার'- বছরের সেরা ওয়েব সিরিজ ও ফিল্ম একনজরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.