ETV Bharat / entertainment

Sukhee Trailer: পঞ্জাবি গৃহবধূর আত্ম অনুসন্ধানের কাহিনি নিয়ে হাজির 'সুখী', মুক্তি পেল ছবির ট্রেলার - শিল্পা শেট্টি

'সুখী' ছবির ট্রেলার নিয়ে হাজির অভিনেত্রী শিল্পা শেট্টি ৷ এক পঞ্জাবি গৃহবধূর নস্টালজিক কাহিনি তুলে ধরবে এই ছবি ৷

Sukhee trailer
মুক্তি পেল সুখীর ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 7:59 PM IST

হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: বুধবার 'সুখী' ছবির ট্রেলার নিয়ে হাজির হলেন শিল্পা শেট্টি ৷ মুম্বইয়ের একটি অনুষ্ঠানে মুক্তি পেল এই ট্রেলারটি ৷ ছবির মাধ্যমে উঠে আসবে আত্ম অনুসন্ধানের একটি কাহিনি ৷ নিজের মধ্যে নতুন এক মানুষকে আবিষ্কারের কাহিনি ৷ ছবিতে উইট আর নস্টালজিয়ার এক সুন্দর মিশেল পেতে চলেছেন অনুরাগীরা ৷

পঞ্জাবি এক গৃহবধূকে কেন্দ্র রেখে আবর্তিত হয় এই কাহিনিটি ৷ তার নাম সুখপ্রীত সুখী কালরা ৷ যার বয়স 38 বছর ৷ সারাদিন সে ঘর আর পরিবার নিয়ে ব্যস্ত ৷ এসব থেকে মুক্তি পেতে সুখী ঠিক করে স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করতে সে দিল্লি যাবে ৷ প্রায় দুই দশক পর স্কুলের বন্ধুদের সঙ্গে তাঁর দেখা হতে চলেছে ৷ এই জার্নিতে সুখী নিজের ভিতর সেই পুরোনো তরুণী সুখীকে খুঁজে পায় ৷ যার বয়স 17 বছর ৷ প্রাণবন্ত এই তরুণীকে পরবর্তী জীবনে যেতে হয়েছে বহু চ্যালেঞ্জের মধ্য দিয়ে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ভালো মা হতে গিয়ে ভালো স্ত্রী হতে গিয়ে সে হারিয়ে ফেলেছিল তার ভিতরের নারীটিকে ৷ তাঁকে সেই পুরোনো সুখীর কাছে ফিরিয়ে দেয় এই জার্নিটি ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সোনাল যোশি ৷ প্রযোজনার ভার সামলাচ্ছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, বিক্রম মালহোত্রা এবং শিখা শর্মা ৷ শিল্পাকে এখানে যে ধরনের চরিত্রে দেখা গিয়েছে আগে কখনওই তাঁকে সেই ধরনের চরিত্রে দেখা যায়নি ৷

আরও পড়ুন: ভূতের কাণ্ড নাকি হত্যা রহস্য ? মুক্তি পেল হরনাথ চক্রবর্তীর 'তারকার মৃত্য়ু'র টিজার

শিল্পার সঙ্গেই ছবিতে দেখা যাবে কুশা কপিলা, দিলনাজ ইরানি, পাভলিন গুজরাল, চৈতন্য চৌধুরী এবং অমিত সাধকে ৷ আগামী 22 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ অন্যদিকে শিল্পা আগামিদিনে জুটি বাঁধতে চলেছেন রোহিত শেট্টির সঙ্গে ৷ সিদ্ধার্থ মালহোত্রা ও বিবেক ওবেরয়ের সঙ্গে তিনি অভিনয় করবেন ইন্ডিয়ান পুলিশ ফোর্স ওয়েব সিরিজে ৷ এই সিরিজের হাত ধরেই ওটিটিতে অভিষেক করতে চলেছেন এই অভিনেত্রী ৷

হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: বুধবার 'সুখী' ছবির ট্রেলার নিয়ে হাজির হলেন শিল্পা শেট্টি ৷ মুম্বইয়ের একটি অনুষ্ঠানে মুক্তি পেল এই ট্রেলারটি ৷ ছবির মাধ্যমে উঠে আসবে আত্ম অনুসন্ধানের একটি কাহিনি ৷ নিজের মধ্যে নতুন এক মানুষকে আবিষ্কারের কাহিনি ৷ ছবিতে উইট আর নস্টালজিয়ার এক সুন্দর মিশেল পেতে চলেছেন অনুরাগীরা ৷

পঞ্জাবি এক গৃহবধূকে কেন্দ্র রেখে আবর্তিত হয় এই কাহিনিটি ৷ তার নাম সুখপ্রীত সুখী কালরা ৷ যার বয়স 38 বছর ৷ সারাদিন সে ঘর আর পরিবার নিয়ে ব্যস্ত ৷ এসব থেকে মুক্তি পেতে সুখী ঠিক করে স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করতে সে দিল্লি যাবে ৷ প্রায় দুই দশক পর স্কুলের বন্ধুদের সঙ্গে তাঁর দেখা হতে চলেছে ৷ এই জার্নিতে সুখী নিজের ভিতর সেই পুরোনো তরুণী সুখীকে খুঁজে পায় ৷ যার বয়স 17 বছর ৷ প্রাণবন্ত এই তরুণীকে পরবর্তী জীবনে যেতে হয়েছে বহু চ্যালেঞ্জের মধ্য দিয়ে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ভালো মা হতে গিয়ে ভালো স্ত্রী হতে গিয়ে সে হারিয়ে ফেলেছিল তার ভিতরের নারীটিকে ৷ তাঁকে সেই পুরোনো সুখীর কাছে ফিরিয়ে দেয় এই জার্নিটি ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সোনাল যোশি ৷ প্রযোজনার ভার সামলাচ্ছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, বিক্রম মালহোত্রা এবং শিখা শর্মা ৷ শিল্পাকে এখানে যে ধরনের চরিত্রে দেখা গিয়েছে আগে কখনওই তাঁকে সেই ধরনের চরিত্রে দেখা যায়নি ৷

আরও পড়ুন: ভূতের কাণ্ড নাকি হত্যা রহস্য ? মুক্তি পেল হরনাথ চক্রবর্তীর 'তারকার মৃত্য়ু'র টিজার

শিল্পার সঙ্গেই ছবিতে দেখা যাবে কুশা কপিলা, দিলনাজ ইরানি, পাভলিন গুজরাল, চৈতন্য চৌধুরী এবং অমিত সাধকে ৷ আগামী 22 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ অন্যদিকে শিল্পা আগামিদিনে জুটি বাঁধতে চলেছেন রোহিত শেট্টির সঙ্গে ৷ সিদ্ধার্থ মালহোত্রা ও বিবেক ওবেরয়ের সঙ্গে তিনি অভিনয় করবেন ইন্ডিয়ান পুলিশ ফোর্স ওয়েব সিরিজে ৷ এই সিরিজের হাত ধরেই ওটিটিতে অভিষেক করতে চলেছেন এই অভিনেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.