ETV Bharat / entertainment

Jacqueline Fernandez: 'জীবন নরক বানিয়ে দিয়েছে সুকেশ', আদালতে বললেন জ্যাকলিন - সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে জ্যাকলিনের মন্তব্য

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ দাবি করেছেন, তাঁর জীবন নরক বানিয়ে দিয়েছে সুকেশ ৷ বুধবার আদালতকে একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তিনি ৷

Jacqueline Fernandez
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ দাবি করেছেন তাঁর জীবন নরক বানিয়ে দিয়েছে সুকেশ
author img

By

Published : Jan 19, 2023, 4:05 PM IST

মুম্বই, 19 জানুয়ারি: আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে এর আগে একাধিকবার জেরা করেছে আদালত ৷ কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে যে 200 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলা রয়েছে সেই সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে এই বলিউড অভিনেত্রীরও ৷ এবার বুধবার আদালতে জ্যাকলিন জানালেন তাঁর আবেগের সঙ্গে ছিনিমিনি খেলেছে সুকেশ ৷ তাঁর জীবনকে নরক বানিয়ে দিয়েছে ৷ তিনি আরও দাবি করেছেন সুকেশের সহযোগী পিঙ্কি যখন তাঁর কাছে আসেন তিনি দাবি করেছিলেন সুকেশ একজন সরকারি কর্মকর্তা ৷

জ্যাকলিন তাঁর বিবৃতিতে আরও জানিয়েছেন, সুকেশ তাঁকে বলেছিল জয়ললিতা তার পিসি ৷ আর সে সান টিভির মালিক ৷ জ্যাকলিন বলেন, "চন্দ্রশেখর নিজেকে সান টিভির মালিক হিসাবে পরিচয় দিয়েছিল ৷ আর সে নিজেও আমার ফ্যান তাই তার মতে আমার দক্ষিণী চলচ্চিত্রে কাজ করা উচিত ৷ চন্দ্রশেখর দাবি করেছিল তাদের হাতে অনেক নতুন প্রজেক্ট আছে ৷ তাই আমাদের দক্ষিণের ছবিতে কাজ করতে হলে তা একসঙ্গে করা উচিত ৷"

জ্যাকলিন আরও বলেন, "সুকেশ আমাকে বিভ্রান্ত করেছে, আমার কেরিয়ার, আমার জীবন এবং জীবিকাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে ৷" জ্যাকলিন আরও জানিয়েছেন তিনি অনেক পরে জানতে পেরেছেন সুকেশের আসল পরিচয় ৷ যখন সুকেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসাবে পরিচয় দিতে গিয়ে ধরা পড়ে তখনই তিনি তার আসল পরিচয় জানতে পারেন ৷ অভিনেত্রী আরও জানান, পিঙ্কিও তাঁর সঙ্গে প্রতারণা করেছে কারণ সে সুকেশের আসল পরিচয় তাঁর কাছে প্রকাশ করেনি ৷

আরও পড়ুন: তিনি 'ম্যাডলি বাঙালি', জন্মদিনে ফিরে দেখা বাঙালির 'অঞ্জন পর্ব'

গত 16 জানুয়ারি এই একই আদালতে জ্যাকলিন কর্মসূত্রে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়ার আবেদন জানান ৷ তাঁর আবেদনে উল্লেখ করা হয়েছিল তিনি 27 জানুয়ারি কিছু পেশাদারি কাজের জন্য় দিল্লি যেতে চান ৷ 25 জানুয়ারি এই মামলার শুনানি ধার্য করেছে আদালত ৷ ঠিক কী অভিযোগ রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে ? তদন্তকারীদের অভিযোগ, নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মতো সেলিব্রেটিরা সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ ৷

মুম্বই, 19 জানুয়ারি: আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে এর আগে একাধিকবার জেরা করেছে আদালত ৷ কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে যে 200 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলা রয়েছে সেই সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে এই বলিউড অভিনেত্রীরও ৷ এবার বুধবার আদালতে জ্যাকলিন জানালেন তাঁর আবেগের সঙ্গে ছিনিমিনি খেলেছে সুকেশ ৷ তাঁর জীবনকে নরক বানিয়ে দিয়েছে ৷ তিনি আরও দাবি করেছেন সুকেশের সহযোগী পিঙ্কি যখন তাঁর কাছে আসেন তিনি দাবি করেছিলেন সুকেশ একজন সরকারি কর্মকর্তা ৷

জ্যাকলিন তাঁর বিবৃতিতে আরও জানিয়েছেন, সুকেশ তাঁকে বলেছিল জয়ললিতা তার পিসি ৷ আর সে সান টিভির মালিক ৷ জ্যাকলিন বলেন, "চন্দ্রশেখর নিজেকে সান টিভির মালিক হিসাবে পরিচয় দিয়েছিল ৷ আর সে নিজেও আমার ফ্যান তাই তার মতে আমার দক্ষিণী চলচ্চিত্রে কাজ করা উচিত ৷ চন্দ্রশেখর দাবি করেছিল তাদের হাতে অনেক নতুন প্রজেক্ট আছে ৷ তাই আমাদের দক্ষিণের ছবিতে কাজ করতে হলে তা একসঙ্গে করা উচিত ৷"

জ্যাকলিন আরও বলেন, "সুকেশ আমাকে বিভ্রান্ত করেছে, আমার কেরিয়ার, আমার জীবন এবং জীবিকাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে ৷" জ্যাকলিন আরও জানিয়েছেন তিনি অনেক পরে জানতে পেরেছেন সুকেশের আসল পরিচয় ৷ যখন সুকেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসাবে পরিচয় দিতে গিয়ে ধরা পড়ে তখনই তিনি তার আসল পরিচয় জানতে পারেন ৷ অভিনেত্রী আরও জানান, পিঙ্কিও তাঁর সঙ্গে প্রতারণা করেছে কারণ সে সুকেশের আসল পরিচয় তাঁর কাছে প্রকাশ করেনি ৷

আরও পড়ুন: তিনি 'ম্যাডলি বাঙালি', জন্মদিনে ফিরে দেখা বাঙালির 'অঞ্জন পর্ব'

গত 16 জানুয়ারি এই একই আদালতে জ্যাকলিন কর্মসূত্রে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়ার আবেদন জানান ৷ তাঁর আবেদনে উল্লেখ করা হয়েছিল তিনি 27 জানুয়ারি কিছু পেশাদারি কাজের জন্য় দিল্লি যেতে চান ৷ 25 জানুয়ারি এই মামলার শুনানি ধার্য করেছে আদালত ৷ ঠিক কী অভিযোগ রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে ? তদন্তকারীদের অভিযোগ, নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মতো সেলিব্রেটিরা সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.