ETV Bharat / entertainment

The Kerala Story: বিতর্ক যেন 'পোয়া বারো', ন'দিনেই 100 কোটির ক্লাবে 'দ্য কেরালা স্টোরি' - 100 কোটির ঘরে দ্য কেরালা স্টোরি

100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে আদাহ শর্মা অভিনীত ও সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' ৷ পাশাপাশি 2023 এর সেকেন্ড হাইয়েস্ট গ্রোসিং ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি ৷

The Kerala Story B.O Collection
বক্সঅফিসে 100 কোটির ম্যাজিক দ্য কেরালা স্টোরির
author img

By

Published : May 14, 2023, 4:19 PM IST

হায়দরাবাদ, 14 মে: ব্যান আর বিতর্কও আটকাতে পারল না 'দ্য কেরল স্টোরি' ৷ উলটে তা যেন বয়ে আনল সৌভাগ্য ৷ ফলস্বরূপ মুক্তির কয়েকদিনের মধ্যেই বক্সঅফিসে 100 কোটির ক্লাবে ঢুকে গেল সুদীপ্ত সেনের এই ছবি ৷ মাত্র 9 দিনে এই ধরনের বিষয় নিয়ে ছবির সাফল্য ক'টা সিনেমা দেখাতে পেরেছে তা হাতে গুনে বলা যায় ৷ আপাতত 2023 এর সেকেন্ড হাইয়েস্ট গ্রসার ছবির তালিকায় জায়গা করে নিয়েছে 'দ্য কেরালা স্টোরি' ৷

ছবিতে ইনপুটস, প্রদেয় তথ্য নিয়ে বিতর্ক রয়েছে অনেক ৷ তবে আদাহ শর্মা, যোগিতা বিহানী, সোনিয়া বালানি, এবং সিদ্ধি ইদনানির অভিনয় এক্ষেত্রে কোনওভাবেই অনস্বীকার্য নয় ৷ তাঁদের অভিনয়শৈলী একটা ছবিকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছে, তা যাঁরা দেখেছেন তাঁরা এককথায় স্বীকার করে নিয়েছেন ৷ চিত্রনাট্যের পোক্ত বুনন, ক্যামেরার অসাধারণ কাজ আর অবশ্যই সাবলীল অভিনয় ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে দর্শকদের ৷ কোনও রকম বিভাজনের কথা না-বলে, শুধুমাত্র পারফরম্যান্সের বিচারে এই ছবি অনেক কিছু শেখায় ৷

রবিবার বক্সঅফিস সাফল্যের ফলাফল সামনে আসতেই উচ্ছ্বসিত ছবির পরিচালক থেকে কলাকুশলীরা ৷ ভারতে 5 মে প্রেক্ষাগৃহে এসেছিল এই ছবি ৷ 12 মে 37টি দেশে মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি' ৷ তবে শুধুমাত্র শনিবারই ভারতে এই ছবির বক্সঅফিস কালেকশন ছিল 19.5 কোটি টাকা ৷ মাত্র নয় দিনে এই ছবির কালেকশন প্রায় 112.99 কোটি টাকা ৷ ট্রেড অ্যানালিস্ট করণ আদর্শ টুইট করে ছবির সাফল্যের কথা জানিয়েছেন ৷

  • #TheKeralaStory is a ONE-HORSE RACE... Has a SUPER-SOLID [second] Sat, cruises past ₹ 💯 cr in style… The BIG JUMP was on the cards, given the trends… Biz on [second] Sun should be HUGE again… [Week 2] Fri 12.35 cr, Sat 19.50 cr. Total: ₹ 112.99 cr. #India biz. #Boxofficepic.twitter.com/unr9iCEFgj

    — taran adarsh (@taran_adarsh) May 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির গল্পের দিকে নজর দিলে জানা যায়, শালিনী উন্নিকৃষ্ণাণ নামে একটি হিন্দু মেয়েকে মুসলিম ধর্মগ্রহণ করতে বাধ্য করা হয় ৷ নার্স হতে চেয়েছিল সে, কিন্তু তাঁকে জীবন নিয়ে গিয়েছে অন্য পথে ৷ সন্ত্রাসবাদী গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তাঁর পরিণাম কী হয়েছিল? জানতে হলে দেখতে হবে 'দ্য কেরালা স্টোরি' ৷

আরও পড়ুন: দাবাং ট্যুর শেষে লাল-হলুদ আপ্যায়ণে আপ্লুত সলমন, কথা দিলেন 'শীঘ্রই ফিরব'

প্রসঙ্গত, তামিলনাড়ু ও বাংলায় এই ছবির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ মুক্তির কিছুদিনের মধ্যেই হল থেকে নামিয়ে নেওয়া হয়েছিল 'দ্য কেরালা স্টোরি' ৷ সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা ৷ অবশেষে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে দুই রাজ্যের সরকারকে ৷ জারি করা হয়েছে নোটিশও ৷

তবে অনেক নেটিজেনদের মতে, যে কোনও নিষেধ বিষয়ে মানুষের একটা অমোঘ টান থাকে ৷ চিত্রনাট্য, অভিনয় বাদ দিলে ছবির সাফল্যের পিছনে ব্যান আর বিতর্কের কৃতিত্বকেও অস্বীকার করা যায় না ৷

হায়দরাবাদ, 14 মে: ব্যান আর বিতর্কও আটকাতে পারল না 'দ্য কেরল স্টোরি' ৷ উলটে তা যেন বয়ে আনল সৌভাগ্য ৷ ফলস্বরূপ মুক্তির কয়েকদিনের মধ্যেই বক্সঅফিসে 100 কোটির ক্লাবে ঢুকে গেল সুদীপ্ত সেনের এই ছবি ৷ মাত্র 9 দিনে এই ধরনের বিষয় নিয়ে ছবির সাফল্য ক'টা সিনেমা দেখাতে পেরেছে তা হাতে গুনে বলা যায় ৷ আপাতত 2023 এর সেকেন্ড হাইয়েস্ট গ্রসার ছবির তালিকায় জায়গা করে নিয়েছে 'দ্য কেরালা স্টোরি' ৷

ছবিতে ইনপুটস, প্রদেয় তথ্য নিয়ে বিতর্ক রয়েছে অনেক ৷ তবে আদাহ শর্মা, যোগিতা বিহানী, সোনিয়া বালানি, এবং সিদ্ধি ইদনানির অভিনয় এক্ষেত্রে কোনওভাবেই অনস্বীকার্য নয় ৷ তাঁদের অভিনয়শৈলী একটা ছবিকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছে, তা যাঁরা দেখেছেন তাঁরা এককথায় স্বীকার করে নিয়েছেন ৷ চিত্রনাট্যের পোক্ত বুনন, ক্যামেরার অসাধারণ কাজ আর অবশ্যই সাবলীল অভিনয় ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে দর্শকদের ৷ কোনও রকম বিভাজনের কথা না-বলে, শুধুমাত্র পারফরম্যান্সের বিচারে এই ছবি অনেক কিছু শেখায় ৷

রবিবার বক্সঅফিস সাফল্যের ফলাফল সামনে আসতেই উচ্ছ্বসিত ছবির পরিচালক থেকে কলাকুশলীরা ৷ ভারতে 5 মে প্রেক্ষাগৃহে এসেছিল এই ছবি ৷ 12 মে 37টি দেশে মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি' ৷ তবে শুধুমাত্র শনিবারই ভারতে এই ছবির বক্সঅফিস কালেকশন ছিল 19.5 কোটি টাকা ৷ মাত্র নয় দিনে এই ছবির কালেকশন প্রায় 112.99 কোটি টাকা ৷ ট্রেড অ্যানালিস্ট করণ আদর্শ টুইট করে ছবির সাফল্যের কথা জানিয়েছেন ৷

  • #TheKeralaStory is a ONE-HORSE RACE... Has a SUPER-SOLID [second] Sat, cruises past ₹ 💯 cr in style… The BIG JUMP was on the cards, given the trends… Biz on [second] Sun should be HUGE again… [Week 2] Fri 12.35 cr, Sat 19.50 cr. Total: ₹ 112.99 cr. #India biz. #Boxofficepic.twitter.com/unr9iCEFgj

    — taran adarsh (@taran_adarsh) May 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির গল্পের দিকে নজর দিলে জানা যায়, শালিনী উন্নিকৃষ্ণাণ নামে একটি হিন্দু মেয়েকে মুসলিম ধর্মগ্রহণ করতে বাধ্য করা হয় ৷ নার্স হতে চেয়েছিল সে, কিন্তু তাঁকে জীবন নিয়ে গিয়েছে অন্য পথে ৷ সন্ত্রাসবাদী গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তাঁর পরিণাম কী হয়েছিল? জানতে হলে দেখতে হবে 'দ্য কেরালা স্টোরি' ৷

আরও পড়ুন: দাবাং ট্যুর শেষে লাল-হলুদ আপ্যায়ণে আপ্লুত সলমন, কথা দিলেন 'শীঘ্রই ফিরব'

প্রসঙ্গত, তামিলনাড়ু ও বাংলায় এই ছবির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ মুক্তির কিছুদিনের মধ্যেই হল থেকে নামিয়ে নেওয়া হয়েছিল 'দ্য কেরালা স্টোরি' ৷ সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা ৷ অবশেষে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে দুই রাজ্যের সরকারকে ৷ জারি করা হয়েছে নোটিশও ৷

তবে অনেক নেটিজেনদের মতে, যে কোনও নিষেধ বিষয়ে মানুষের একটা অমোঘ টান থাকে ৷ চিত্রনাট্য, অভিনয় বাদ দিলে ছবির সাফল্যের পিছনে ব্যান আর বিতর্কের কৃতিত্বকেও অস্বীকার করা যায় না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.