কলকাতা, 22 মার্চ: শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে নিয়ে 'দেবী চৌধুরানী' তৈরি করতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ৷ বুধবার সকালে নতুন ছবির চিত্রনাট্যের একটি ঝলক শেয়ার করলেন তিনি ৷ ছবিতে ভবাণী পাঠকের চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ।শ্রাবন্তীকে দেখা যাবে 'দেবী চৌধুরানী' রূপে ৷ এদিন সকালে একটি ছোট্ট রিলস শেয়ার করেছেন পরিচালক (Subhrajit shares Script Of Devi Chowdhurani)৷
রিলসে দেখা গিয়েছে তাঁর নতুন ছবির চিত্রনাট্য প্রস্তুত ৷ আর তারই পাতা উলটে প্রথম ঝলক দেখিয়েছেন তিনি ৷ ছবি নিয়ে লেখেন, 'কিছু মানুষ সাফল্য়ের স্বপ্ন দেখেন । কিন্তু খুব কম মানুষই আছেন যাঁরা প্রতিদিন নিয়ম করে সকালে উঠে স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন ৷' ভিডিয়ো দেখেই বোঝা গিয়েছে চিত্রনাট্যটি তাঁর কাছে প্রায় স্বপ্ন পূরণের মতো হতে চলেছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শুভ্রজিৎ গতবছরই তাঁর অভিযাত্রিক ছবির জন্য় জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন ৷ সেই ছবিতে ছিলেন দিতিপ্রিয়া থেকে শুরু করে অর্জুন চক্রবর্তীরা ৷ আর এবার তিনি একেবারে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখাতে চান বঙ্কিমের কালজয়ী উপন্য়াসকে ৷ তাঁর মতে, এই ছবি জুড়ে থাকবে অ্যাকশন এবং থ্রিলার ৷ তিনি এই ছবিকে দেখছন অ্যাকশন ছবি হিসাবে ৷ ভারতের স্বাধীনতার আগের বিদ্রোহের কাহিনির পটভূমিতে তৈরি এই উপন্য়াসকে একেবারে অন্য়ভাবে পাঠকের সামনে হাজির করতে চান তিনি ৷
ছবির অ্যাকশন দৃশ্য়ের জন্য় রয়েছেন শ্য়ামজি ও তাঁর দল ৷ এর আগে 'বাজিরাও মস্তানি' এবং 'পদ্মাবত'-এর মতো ছবিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ প্রসেনজিৎ, শ্রাবন্তীরা ছাড়াও ছবিতে রয়েছেন দর্শনা বনিক থেকে শুরু করে বিবৃতি চট্টোপাধ্য়ায়রা অভিনয় করছেন ৷ প্রসেনজিৎ এবং শ্রাবন্তী এর আগেই কাজ করেছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের ছবিতে ৷ ছবির নাম ছিল 'কাবেরী অন্তর্ধান' ৷ ছবিতে তাঁদের অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সকলের ৷
আরও পড়ুন: 'না জানিয়েই' বাদ জয়তীর গান, 'ইন্দুবালা ভাতের হোটেল' নির্মাতাদের উপর ক্ষুব্ধ গায়িকা; পাশে লোপামুদ্রা