ETV Bharat / entertainment

Subhashree-Yuvaan New Video: বাবার সঙ্গে পরিচালনার পর মায়ের মেক-আপের দায়িত্বে ইউভান ! ভাইরাল আদুরে মুহূর্ত - শুভশ্রীর মেকাআপের দায়িত্বে ইউভান

শুভশ্রীর মেকআপে এবার হাত লাগাল শ্রীমান ইউভান ৷ মা ছেলের আদুরে মুহূর্তে মাতোয়ারা নেটপাড়া ৷ এর আগে বাবার কোলে বসে পরিচালকের মতো আচার-আচরণ করতে দেখা গিয়েছিল ইউভানকে।

Subhashree Yuvaan New Video
শুভশ্রীর মেকাআপের দায়িত্বে ইউভান
author img

By

Published : Jun 1, 2023, 6:33 PM IST

কলকাতা, 1 জুন: জেহ থেকে শুরু করে আব্রামের মতো রাজ-শুভশ্রীর পুত্র শ্রীমান ইউভানও নেটপাড়ার সেনসেশন ৷ মা ছেলের খুনসুটির নানা ঝলক মাঝে মাঝেই শোরগোল ফেলে দেয় সোশাল মিডিয়ায় ৷ ঠিক যেমন কিছুদিন আগেই দেখা গিয়েছিল 'আবার প্রলয়'-এর শ্যুটিংয়ে পৌঁছে গিয়েছে ছোট্ট ইউভান ৷ আর সেখানে গিয়ে বাবার কোল দখল করে বসে মাইক নিয়ে ডিরেকশন দিচ্ছে ৷ আর এবার তার দেখা মিলল মায়ের মেকআপ রুমে ৷

এক সময় কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষ নিজের হাতে তাঁর নায়িকাদের মেকআপ করতেন ৷ নিজে নায়িকাদের না-সাজালে তাঁর পছন্দ হত না এবার বাবার সঙ্গে পরিচালনার দায়িত্ব পালন করার পর ঘষে ঘষে মায়ের মেকআপ করতে দেখা গেল ইউভানকে ৷ ছেলেকে না-থামিয়ে বরং তাকে মজার ছলে মেকআপ শেখানোরই চেষ্টা করলেন অভিনেত্রী ৷ আর মা ছেলের এই মিষ্টি মুহূর্ত ভাইরাল হল সোশালে ৷

বুধবার রাতে নিজেই এই ভিডিয়োটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ শুভশ্রী অবশ্য় ছেলের সঙ্গে প্রায়শই নানা ধরনের ভিডিয়ো শেয়ার করেই থাকেন ৷ কিছুদিন আগেই একটি ভিডিয়োতে ইউভানকে দেখা গিয়েছিল শাঁখ বাজাতে ৷ সেখানে আবার শাঁখ বাজিয়ে মায়ের কাছে প্রশংসাও পেয়েছিল সে ৷

Subhashree Yuvaan New Video
মা ছেলের আদুরে ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: বোলপুরে ব্যোমকেশের শ্যুটিংয়ের ফাঁকে ব্যাট হাতে ময়দানে দেব

অভিনয় নিয়ে কথা বলতে গেলে মানতেই হয় সব মিলিয়ে শুভশ্রী 'সুপার মম' ৷ মা হিসেবে তিনি সামলান পরিবারের সমস্ত দায়ভার ৷ আবার সমানভাবে প্রফেশনাল কেরিয়ারেও নিজেকে ভেঙে আাবার নতুন করে গড়েছেন তিনি ৷ তাঁকে শেষবার দেখা গিয়েছে 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজে ৷ দেবালয় ভট্টাচার্যের পরিচালিত এই সিরিজে একজন অশীতিপর বৃদ্ধার চরিত্র ফুটিয়ে তুলেছিলেন শুভশ্রী ৷ তঁর অভিনয় রীতিমতো সকলের নজর কেড়েছে ৷ এবার আগামীদিনে আবার কী চমক নিয়ে হাজির হতে চলেছেন এই নায়িকা তার জন্য়ই অপেক্ষায় অনুরাগীরা ৷

কলকাতা, 1 জুন: জেহ থেকে শুরু করে আব্রামের মতো রাজ-শুভশ্রীর পুত্র শ্রীমান ইউভানও নেটপাড়ার সেনসেশন ৷ মা ছেলের খুনসুটির নানা ঝলক মাঝে মাঝেই শোরগোল ফেলে দেয় সোশাল মিডিয়ায় ৷ ঠিক যেমন কিছুদিন আগেই দেখা গিয়েছিল 'আবার প্রলয়'-এর শ্যুটিংয়ে পৌঁছে গিয়েছে ছোট্ট ইউভান ৷ আর সেখানে গিয়ে বাবার কোল দখল করে বসে মাইক নিয়ে ডিরেকশন দিচ্ছে ৷ আর এবার তার দেখা মিলল মায়ের মেকআপ রুমে ৷

এক সময় কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষ নিজের হাতে তাঁর নায়িকাদের মেকআপ করতেন ৷ নিজে নায়িকাদের না-সাজালে তাঁর পছন্দ হত না এবার বাবার সঙ্গে পরিচালনার দায়িত্ব পালন করার পর ঘষে ঘষে মায়ের মেকআপ করতে দেখা গেল ইউভানকে ৷ ছেলেকে না-থামিয়ে বরং তাকে মজার ছলে মেকআপ শেখানোরই চেষ্টা করলেন অভিনেত্রী ৷ আর মা ছেলের এই মিষ্টি মুহূর্ত ভাইরাল হল সোশালে ৷

বুধবার রাতে নিজেই এই ভিডিয়োটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ শুভশ্রী অবশ্য় ছেলের সঙ্গে প্রায়শই নানা ধরনের ভিডিয়ো শেয়ার করেই থাকেন ৷ কিছুদিন আগেই একটি ভিডিয়োতে ইউভানকে দেখা গিয়েছিল শাঁখ বাজাতে ৷ সেখানে আবার শাঁখ বাজিয়ে মায়ের কাছে প্রশংসাও পেয়েছিল সে ৷

Subhashree Yuvaan New Video
মা ছেলের আদুরে ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: বোলপুরে ব্যোমকেশের শ্যুটিংয়ের ফাঁকে ব্যাট হাতে ময়দানে দেব

অভিনয় নিয়ে কথা বলতে গেলে মানতেই হয় সব মিলিয়ে শুভশ্রী 'সুপার মম' ৷ মা হিসেবে তিনি সামলান পরিবারের সমস্ত দায়ভার ৷ আবার সমানভাবে প্রফেশনাল কেরিয়ারেও নিজেকে ভেঙে আাবার নতুন করে গড়েছেন তিনি ৷ তাঁকে শেষবার দেখা গিয়েছে 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজে ৷ দেবালয় ভট্টাচার্যের পরিচালিত এই সিরিজে একজন অশীতিপর বৃদ্ধার চরিত্র ফুটিয়ে তুলেছিলেন শুভশ্রী ৷ তঁর অভিনয় রীতিমতো সকলের নজর কেড়েছে ৷ এবার আগামীদিনে আবার কী চমক নিয়ে হাজির হতে চলেছেন এই নায়িকা তার জন্য়ই অপেক্ষায় অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.