কলকাতা, 21 মার্চ: 'যে রাঁধে সে চুল বাঁধে, তারই কাঁধে এ সংসার' টিভির পর্দায় এক সময় অনেকেই শুনেছেন এমন একটি গানের লাইন ৷ আজ শুভশ্রীর জন্য় ঠিক এই লাইনটিই ব্যবহার করা যেতে পারে ৷ একদিকে তিনি ব্যস্ত অভিনেত্রী, আবার একইসঙ্গে তিনি তো মা ৷ আর তাই ছেলের ছোটখাট সাফল্যেও তিনি যে মেতে উঠবেন সেটাই তো স্বাভাবিক ৷ আজ বড় স্কুলের পথে ইউভান ৷ আর সেই দিনটা তিনি সেলিব্রেট করবেন না তাও কি হয় (Raj Subhashree Pics With Yuvaan)?
বুধবার সকালেই বাবা-মায়ের সঙ্গে ক্যামেরাবন্দি হল ছোট্ট ইউভান ৷ ইউভানকে এদিন শুভশ্রী সাজিয়েছিলেন কালো পোশাকে ৷ ঠিক যেমন পোশাক পরতে হয় স্নাতক ডিগ্রি লাভের সময় ৷ এই পোশাকেই ছেলেকে কোলে তুলে স্কুলের দিকে রওনা দেন এই তারকা জুটি ৷ আজকের এই বিশেষ দিনে ছেলের ছবি শেয়ার করতে ভোলেননি রাজও ৷ তিনি গাড়িতে বসে ছবি শেয়ার করেছিলেন সকালেই ৷
শুভশ্রী এদিন ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, 'গ্র্যাজুয়েশন ডে এবার বড়দের স্কুলের পথে' ৷ ফ্রেমবন্দি মা ছেলের আদুরে উপাখ্য়ান পছন্দ করেছেন নেটপাড়ারাও ৷ কেউ ইউভানকে আশীর্বাদ করেছেন, কেউ আবার মা ছেলের ভালোবাসার ছবি দেখে মুগ্ধ ৷ তাঁদের দু'জনের এই রসায়ন ছিল নজর কাড়া ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অভিনয়ের কথা বলতে গেলে শুভশ্রী এখন প্রশংসা কুড়োচ্ছেন তাঁর 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজের জন্য় ৷ দেশভাগের উপর ভিত্তি করে তৈরি লেখক কল্লোল লাহিড়ির উপন্যাস নিয়েই এই সিরিজটি বানিয়েছেন দেবালয় ৷ এই সিরিজেই প্রধান চরিত্রে রয়েছেন শুভশ্রী ৷ অন্যদিকে রাজের কথা বলতে গেলে তিনি এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী সিরিজের শ্যুটিং নিয়ে ৷ রাজনীতির পাশাপাশি পরিচালক রাজের কাজও যে সমান দমে চলেছে তার উদাহরণ হল 'আবার প্রলয়' সিরিজটি ৷ এই সিরিজে দেখা যাবে রাজের বিখ্যাত ছবি 'প্রলয় আসছে'র পরবর্তী গল্প ৷
আরও পড়ুন: মিসেস চ্যাটার্জি থেকে মিশেল ম্যাকনেলি... জন্মদিনে ফিরে দেখা পর্দার দাপুটে রানিকে