ETV Bharat / entertainment

SS Rajamouli on RRR sequel: শুরু হয়েছে 'ট্রিপল আর' সিক্যুয়েল তৈরির কাজ , জানালেন রাজামৌলি - SS Rajamouli on RRR sequel

'আরআরআর' ছবির পরবর্তী পর্বের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই জানালেন পরিচালক এসএস রাজামৌলি(SS Rajamouli working on RRR sequel script) ৷

SS Rajamouli on RRR sequel
শুরু হয়ে গিয়েছে 'আরআরআর 2' ছবির কাজ , জানালেন রাজামৌলি
author img

By

Published : Dec 13, 2022, 7:25 PM IST

Updated : Dec 13, 2022, 11:04 PM IST

মুম্বই, 13 ডিসেম্বর: ব্লকবাস্টার 'আরআরআর' ছবির পরবর্তী পর্বের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই ৷ জানালেন পরিচালক এসএস রাজামৌলি ৷ রামচরণ এবং জুনিয়র এনটিআর জুটির এই ছবির হাত ধরে 'বাহুবলী' সিরিজের পর ফের একবার দেশব্যাপী সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন রাজামৌলি ৷ শুধু যে এই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে তা নয়, আলোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন ছবির কলাকুশলীরা ৷ এই ছবির দ্বিতীয় পর্ব কি আসবে? এ প্রশ্ন ছবি দেখার পর থেকেই উঠেছিল ৷ গত মার্চে মুক্তি পেয়েছিল ছবির প্রথম পর্ব ৷ এবার পরবর্তী পর্ব নিয়ে কাজ শুরু করার জন্য় বছরও ঘুরল না (SS Rajamouli working on RRR sequel script)৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্প্রতি পরিচালক রাজামৌলি জানিয়েছিলেন তাঁরা প্রাথমিকভাবে এই ছবির একটি সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন কিন্তু তাঁদের কাছে যে আইডিয়াগুলি ছিল, তা দুরন্ত নয় ৷ তবে কয়েক সপ্তাহ আগে তিনি একটি দারুণ আইডিয়া নিয়ে কাজ শুরু করেছেন ৷ যদিও পুরো বিষয়টাই এখন রয়েছে লেখালেখির পর্যায়ে ৷ অর্থাৎ, পুরো গল্পটি তৈরি হলেই তিনি বলতে পারবেন যে 'আরআরআর' ছবির পরবর্তী পর্ব ঠিক কেমন হবে? তবে কাজ শুরু হয়ে গিয়েছে (RRR sequel is Coming Soon)৷

তিনি বলেন, "আরআরআর সিক্যুয়েল তৈরি হচ্ছে ৷ আমরা প্রাথমিকভাবে এই ছবির পার্ট 2 তৈরির কথা ভেবেছিলাম ৷ আমাদের কাছে যে আইডিয়াগুলি ছিল সেগুলি ভালো তবে মোটেই দুরন্ত আইডিয়া নয় ৷ তাই আমি বিষয়টিকে ফেলে রেখেছিলাম ৷ তবে কয়েক সপ্তাহ আগে একটা আইডিয়া আমাদের মাথায় এসেছে ৷ যেটা আমাদের মনে হয়েছে বানানো দরকার ৷ পুরো বিষয়টাই এখন রয়েছে লেখালেখির স্তরে ৷ লেখা শেষ হলেই আমি এ নিয়ে কথা বলতে পারব (SS Rajamouli on RRR 2) ৷"

আরও পড়ুন: যেতে বসেছিল প্রাণ, ভিড় থেকে খুদে ফ্যানকে উদ্ধার করলেন রণবীর

প্রসঙ্গত, ইতিমধ্য়েই এসএস রাজামৌলির 'আরআরআর' (RRR) গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ৷ অ-ইংরেজি ভাষা বিভাগে 'সেরা ছবি'র জন্য মনোনীত হয়েছে এই ছবি ৷ এই ছবির জন্য় এর আগেও পুরস্কৃত হয়েছেন রাজামৌলি ৷ সম্প্রতি 'আরআরআর'-এর জন্য় নিউইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেল (এনওয়াইএফসিসি) থেকে 'সেরা পরিচালক' হিসাবে পুরস্কৃত হয়েছিলেন এই দক্ষিণী পরিচালক ৷

মুম্বই, 13 ডিসেম্বর: ব্লকবাস্টার 'আরআরআর' ছবির পরবর্তী পর্বের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই ৷ জানালেন পরিচালক এসএস রাজামৌলি ৷ রামচরণ এবং জুনিয়র এনটিআর জুটির এই ছবির হাত ধরে 'বাহুবলী' সিরিজের পর ফের একবার দেশব্যাপী সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন রাজামৌলি ৷ শুধু যে এই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে তা নয়, আলোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন ছবির কলাকুশলীরা ৷ এই ছবির দ্বিতীয় পর্ব কি আসবে? এ প্রশ্ন ছবি দেখার পর থেকেই উঠেছিল ৷ গত মার্চে মুক্তি পেয়েছিল ছবির প্রথম পর্ব ৷ এবার পরবর্তী পর্ব নিয়ে কাজ শুরু করার জন্য় বছরও ঘুরল না (SS Rajamouli working on RRR sequel script)৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্প্রতি পরিচালক রাজামৌলি জানিয়েছিলেন তাঁরা প্রাথমিকভাবে এই ছবির একটি সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন কিন্তু তাঁদের কাছে যে আইডিয়াগুলি ছিল, তা দুরন্ত নয় ৷ তবে কয়েক সপ্তাহ আগে তিনি একটি দারুণ আইডিয়া নিয়ে কাজ শুরু করেছেন ৷ যদিও পুরো বিষয়টাই এখন রয়েছে লেখালেখির পর্যায়ে ৷ অর্থাৎ, পুরো গল্পটি তৈরি হলেই তিনি বলতে পারবেন যে 'আরআরআর' ছবির পরবর্তী পর্ব ঠিক কেমন হবে? তবে কাজ শুরু হয়ে গিয়েছে (RRR sequel is Coming Soon)৷

তিনি বলেন, "আরআরআর সিক্যুয়েল তৈরি হচ্ছে ৷ আমরা প্রাথমিকভাবে এই ছবির পার্ট 2 তৈরির কথা ভেবেছিলাম ৷ আমাদের কাছে যে আইডিয়াগুলি ছিল সেগুলি ভালো তবে মোটেই দুরন্ত আইডিয়া নয় ৷ তাই আমি বিষয়টিকে ফেলে রেখেছিলাম ৷ তবে কয়েক সপ্তাহ আগে একটা আইডিয়া আমাদের মাথায় এসেছে ৷ যেটা আমাদের মনে হয়েছে বানানো দরকার ৷ পুরো বিষয়টাই এখন রয়েছে লেখালেখির স্তরে ৷ লেখা শেষ হলেই আমি এ নিয়ে কথা বলতে পারব (SS Rajamouli on RRR 2) ৷"

আরও পড়ুন: যেতে বসেছিল প্রাণ, ভিড় থেকে খুদে ফ্যানকে উদ্ধার করলেন রণবীর

প্রসঙ্গত, ইতিমধ্য়েই এসএস রাজামৌলির 'আরআরআর' (RRR) গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ৷ অ-ইংরেজি ভাষা বিভাগে 'সেরা ছবি'র জন্য মনোনীত হয়েছে এই ছবি ৷ এই ছবির জন্য় এর আগেও পুরস্কৃত হয়েছেন রাজামৌলি ৷ সম্প্রতি 'আরআরআর'-এর জন্য় নিউইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেল (এনওয়াইএফসিসি) থেকে 'সেরা পরিচালক' হিসাবে পুরস্কৃত হয়েছিলেন এই দক্ষিণী পরিচালক ৷

Last Updated : Dec 13, 2022, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.