হায়দরাবাদ, 16 ডিসেম্বর: 'বাহুবলি' খ্যাত জুটি পরিচালক এসএস রাজামৌলি ও অভিনেতা প্রভাসের সম্পর্কের গভীরতা অনেকটাই ৷ দু'দশক ধরে ইন্ডাষ্ট্রিতে তাঁদের সম্পর্ক অটুট রয়েছে ৷ 2005 সালে ছত্রপতি ছবির হাত ধরে শুরু হয়েছিল সেই পথ চলা ৷ সেই বন্ধুত্বের কারণে 'সালার' ছবির প্রথম টিকিট কাটলেন পরিচালক রাজামৌলি ৷
মাইথ্রি মুভি মেকার্স তেলুগু ফিল্ম ডিস্ট্রিবিউশন হাউসের তরফে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করা হয়েছে ৷ পোস্টে জানানো হয়েছে এসএস রাজামৌলি নিজামের শহরের সালার ছবির উদ্বোধনী টিকিট কেটেছেন ৷ সকাল 7টার শোয়ের টিকিট কেটেছেন তিনি ৷ সেই টিকিট হাতে রাজামৌলির সঙ্গে দেখা গিয়েছে প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন, প্রশান্ত নীল ও মাইথ্রি মুভি মেকার্সের নবীন ইয়ারনেনিকে ৷ সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, " পাশে এস এস রাজামৌলি, দ্য প্রাইড অফ ইন্ডিয়ান সিনেমা এবং তাঁর হাতে ভারতের বিগেস্ট অ্যাকশন ফিল্ম সালার ছবির টিকিট নিজাম শহরের জন্য সকাল 7টার টিকিট বুক করা হল ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
প্রতিবেদনে বলা হয়েছে যে মিথ্রি মুভি মেকার্স নিজাম অঞ্চলে সালারের জন্য থিয়েট্রিক্যাল রাইটস সংগ্রহ করেছে ৷ 90.06 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে তার পরিবর্তে। 65 কোটি টাকা ফেরতযোগ্য নয়, বাকি 25.6 কোটি টাকা ফেরতযোগ্য। নিঃসন্দেহে, এই চুক্তি নিজাম অঞ্চলে ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।
মূলত নিজামের শহর বলতে বোঝানো হয়েছে হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদ শহর জুড়ে বিস্তীর্ণ এলাকাকে ৷ যেখানে আদিলাবাদ, খাম্মাম, মাহবুবনগর, করিমনগর, নালগোন্ডা, মেদক, নিজামবাদ, রাঙ্গারেডি এবং ওয়ারাঙ্গল-সহ বেশ কয়েকটি অঞ্চল এই নিজাম শহরকে ব্যাখ্যা করে ৷ চলচ্চিত্র শিল্পের দৃষ্টিকোণ থেকে বলা যায়, এই এলাকাটি কর্ণাটকের তিনটি জেলা-গুলবার্গ, বিদার এবং রাইচুর-এবং মারাঠাওয়াড়া অঞ্চলের সাতটি জেলা পর্যন্ত বিস্তৃত, যার মধ্যে রয়েছে ঔরঙ্গাবাদ, লাতুর, নান্দেদ, পারভানি, ভেদ, জালনা এবং ওসমানাবাদ। উল্লেখযোগ্যভাবে, নিজাম অঞ্চলটি সিনেমার বক্স-অফিসের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা ৷ এই এলাকা থেকেই তেলুগু চলচ্চিত্রের 50 শতাংশের বেশি আয় হয়ে থাকে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ছবির প্রযোজনার দায়িত্বে হোমবেল ফিল্মস ৷ এই প্রযোজনা সংস্থার হিট ছবি 'কেজিএফ' ও 'কান্তারা' ৷ প্রশান্ত নীল পরিচালিত 22 ডিসেম্বর মুক্তি পাবে 'সালার পার্ট ওয়ান–সিজফায়ার' ৷ শ্রুতি হাসান ও জগপতী বাবুকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় ৷ একই দিনে মুক্তি পাচ্ছে বলিউডে রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির 'ডাঙ্কি' ৷ ফলে বক্সঅফিসে বড় ক্ল্যাশ হতে চলেছে বড়দিনে উৎসবের আবহে ৷
আরও পড়ুন
3. নতুন বছর শুরুর আগেই অনুরাগীদের পার্টি সং উপহার হৃতিক-দীপিকার, প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম গান