নয়াদিল্লি, 29 জানুয়ারি: প্রথম সপ্তাহেই শাহরুখ খানের (Shah Rukh Khan News) পাঠান অভূতপূর্ব সাফল্য পাওয়ায় আপ্লুত প্রেক্ষাগৃহের মালিকরা ৷ এই সময়টায় শাহরুখকে যেন উদযাপন করছে মুম্বইয়ের আইকনিক মারাঠা মন্দির থিয়েটার (SRK films at Maratha Mandir)৷ বর্তমানে পাঠানের পাশাপাশি সেখানে প্রদর্শিত হচ্ছে বলিউডের বাদশার আর এক সুপারহিট ফিল্ম দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (DDLJ-Pathaan at Maratha Mandir)৷
'বহু বছর পর এমন উৎসাহ দর্শকদের মধ্যে': 1995 সালে ডিডিএলজে মুক্তি পাওয়ার পর থেকে তা প্রদর্শিত হচ্ছে মারাঠা মন্দিরে (Dilwale Dulhania Le Jayenge at Maratha Mandir)৷ পাঠানের সাফল্য এবং এই ছবি নিয়ে দর্শকদের উত্সাহ সম্পর্কে বলতে গিয়ে এই প্রেক্ষাগৃহের এক্সিকিউটিভ ডিরেক্টর মনোজ দেশাই বলেন, "অনেক বছর পরে এমন উত্সাহ দেখা গিয়েছে ।"
মারাঠা মন্দিরে একদিকে পাঠান অন্যদিকে ডিডিএলজে: দেশাই মুম্বইতে G7 মাল্টিপ্লেক্সেরও এক্সিকিউটিভ ডিরেক্টর । তিনি আরও বলেছেন, "জি 7 মাল্টিপ্লেক্সে 1000-1000 আসনের ধারণক্ষমতার 2টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে । যখন 2000 জন লোক ছবিটি দেখছেন, তখন আরও 2000 জন বাইরে দাঁড়িয়ে আছেন এবং কিছু লোক আলাদাভাবে টিকিট কেনার জন্য সেখানে রয়েছেন । যেদিন ছবিটি মুক্তি পেয়েছে সেদিন সেখানে পা রাখার জায়গা ছিল না । শনিবারও কালেকশন খুব ভালো এবং রবিবার হাউসফুল হয়ে রয়েছে । আমার দ্বিতীয় থিয়েটার মারাঠা মন্দিরে শুধু শাহরুখ আছে । তাঁর ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে একদিকে 28 বছর ধরে চলছে আর এখন পাঠান অন্যদিকে (DDLJ and Pathaan running simultaneously)।"
বয়কটে আপত্তি প্রেক্ষাগৃহের মালিকদের: পাঠান মুক্তির আগে শাহরুখ অভিনীত ছবি বয়কটের জন্য প্রচার চালানো হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে কিছু আপত্তিকর শব্দও ব্যবহার করা হয়েছিল । মনোজ দেশাই জনগণকে কোনও ছবি বয়কট না করার অনুরোধ করেছেন । তাঁর মতে, শাহরুখের ক্ষেত্রে এ ধরনের কথা বলা উচিত নয় ।
তিনি বলেন, "ফিল্মগুলি বিনোদনের জন্য তৈরি করা হয় । এটিকে বিনোদন হিসাবে দেখা উচিত । হিন্দু-মুসলিম এই শিল্পে বা দর্শকদের মধ্যে কাজ করে না । কোনও দর্শক হিন্দু বা মুসলিম দেখে টিকিট কাটেন না । তাঁরা তাঁদের পছন্দের মুভিটি দেখেন ৷"
আরও পড়ুন: সলমন তো সর্বকালের সেরা, পাঠান মুক্তির পর প্রথম প্রশ্নোত্তর পর্বে এসে বললেন শাহরুখ
কঙ্গনার মন্তব্যের বিরোধিতা: বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেছেন ছবিটির নাম 'ভারতীয় পাঠান' হওয়া উচিত ছিল ৷ তাঁর এই মন্তব্যকেও মানতে চাননি দেশাই ৷ তিনি এ প্রসঙ্গে বলেছেন, "কঙ্গনা রানাওয়াত একজন বড় এবং ভালো অভিনেত্রী । তাঁর ভালো কথা বলা উচিত । আমরা খুদা গাওয়াহ ফিল্মটি তৈরি করেছি, যেখানে আফগানী পাঠানদের দেখানো হয়েছে । পাঠানই পাঠান । এখন কী এ দেশে বিভিন্ন এলাকার পাঠানদের দেখানো উচিত ?"
এখনও পর্যন্ত দুরন্ত সাফল্য পাঠানের: বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, পাঠান হল বলিউডের সবচেয়ে বড় ওপেনার কারণ এটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী 106 কোটি টাকা আয় করেছে । এই ছবিতে চার বছর পর এসআরকে রূপালী পর্দায় প্রত্যাবর্তন করেছে । এটি একটি অ্যাকশন-স্পাই ফিল্ম । সলমন খান টাইগার ফিল্ম থেকে তাঁর চরিত্রে একটি বর্ধিত ক্যামিয়োতে উপস্থিত হয়েছেন ৷ এ ছাড়াও এই ছবিতে আছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন ৷