ETV Bharat / entertainment

SRK on Rani New Film: অবশ্যই দেখুন মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে, ভূয়সী প্রশংসা শাহরুখের - মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ের প্রশংসা শাহরুখের

'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবির প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ ৷ তিনি লিখলেন, 'আমার রানি কেন্দ্রীয় চরিত্রে সত্যি একজন রানির মতোই উজ্জ্বল (SRK Reaction on Mrs Chatterjee Vs Norway )৷'

SRK on Rani New Film
মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
author img

By

Published : Mar 17, 2023, 9:48 AM IST

Updated : Mar 17, 2023, 10:02 AM IST

মুম্বই, 17 মার্চ: মুক্তি পেল অসীমা ছিব্বর পরিচালিত 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ৷ এক মায়ের সত্য়ি লড়াইয়ের কাহিনি নিয়ে তৈরি এই ছবি দেখার জন্য় বহুদিন ধরে অপেক্ষায় দর্শকরা ৷ রানি মুখোপাধ্য়ায়, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এই ছবিতে দেখানো হয়েছে এক প্রবাসী বাঙালি দম্পতির গল্প ৷ যারা তাঁদের পরিবার নিয়ে নরওয়েতে থাকতেন ৷ আর সেখানেই আইনের মারপ্যাঁচে তাঁদের দুই সন্তানকে কেড়ে নেয় রাষ্ট্র ৷ দাবি করা হয় তাঁরা সঠিকভাবে সন্তান মানুষ করতে অক্ষম ৷ এক মায়ের লড়াইয়ের কাহিনি এবার এই ছবি মন ছুঁয়ে গেল বলিউডের বাদশাহ কিং খানেরও ৷

বৃহস্পতিবার রাতে টুইট করে ছবির ভূয়সী প্রশংসা করেছেন কিং খান ৷ তিনি লেখেন, 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে ছবির গোটা টিম মারাত্মক পরিশ্রম করেছে ৷ আমার রানি কেন্দ্রীয় চরিত্রে সত্যি একজন রানির মতোই উজ্জ্বল ৷ অসমান্য সহমর্মীতা দিয়ে একজন নারীর লড়াইয়ের গল্পকে তুলে ধরেছেন পরিচালক অসীমা ৷ জিম, অনির্বাণ, নমিত, সৌম্য়, গৌরি সকলেই দারুণ ৷ অবশ্যই দেখার মতো একটি ছবি (SRK Reaction on Mrs Chatterjee Vs Norway)৷'

বাস্তবে প্রবাসী বাঙালি দম্পতি সাগরিকা এবং অনুরূপ ভট্টাচার্য 2011 সালে এই সমস্য়ার সম্মুখীন হন ৷ নরওয়ে ওয়েলফেয়ার সার্ভিসেসের পক্ষ থেকে দাবি করা হয় সন্তানদের সঠিকভাবে পালন করতে পারছেন না তাঁরা ৷ আর তাই 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তাঁদের দুই সন্তান থাকবে রাষ্ট্রের হেফাজতে ৷ এই লড়াইয়ে সবাই যখন ভয় পেয়ে পিছিয়ে পড়ে তখন একা মা তাঁর সন্তানের জন্য় লড়াই চালান রাষ্ট্রের সঙ্গে ৷ রানির এই সিনেমায় ফুটে উঠেছে সেই মায়ের লড়াইয়ের কাহিনি ৷ নিজেকে ভালো মা হিসাবে প্রমাণ করতে যাঁকে ঠোক্কর খেতে হয়েছে আদালতের দরজায় দরজায় ৷

আরও পড়ুন: 'লাঞ্চটা আগে ঠিক সময়ে করতে শিখুক' ছেলে যুগকে নিয়ে কেন এমন কথা বললেন অজয়

ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিয়ো ৷ অনির্বাণ এবং রানি ছাড়াও ছবিতে রয়েছেন নীনা গুপ্তা, জিম, সৌম্য মুখোপাধ্য়ায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ শাহরুখ যেভাবে এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন দর্শকদের রায়ও কি তেমনটাই হবে? বলে দেবে সময়ই ৷ যদিও এই ছবি যে বিষয় নিয়ে তৈরি তা যে ভীষণ গুরুত্বপূর্ণ এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷

মুম্বই, 17 মার্চ: মুক্তি পেল অসীমা ছিব্বর পরিচালিত 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ৷ এক মায়ের সত্য়ি লড়াইয়ের কাহিনি নিয়ে তৈরি এই ছবি দেখার জন্য় বহুদিন ধরে অপেক্ষায় দর্শকরা ৷ রানি মুখোপাধ্য়ায়, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এই ছবিতে দেখানো হয়েছে এক প্রবাসী বাঙালি দম্পতির গল্প ৷ যারা তাঁদের পরিবার নিয়ে নরওয়েতে থাকতেন ৷ আর সেখানেই আইনের মারপ্যাঁচে তাঁদের দুই সন্তানকে কেড়ে নেয় রাষ্ট্র ৷ দাবি করা হয় তাঁরা সঠিকভাবে সন্তান মানুষ করতে অক্ষম ৷ এক মায়ের লড়াইয়ের কাহিনি এবার এই ছবি মন ছুঁয়ে গেল বলিউডের বাদশাহ কিং খানেরও ৷

বৃহস্পতিবার রাতে টুইট করে ছবির ভূয়সী প্রশংসা করেছেন কিং খান ৷ তিনি লেখেন, 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে ছবির গোটা টিম মারাত্মক পরিশ্রম করেছে ৷ আমার রানি কেন্দ্রীয় চরিত্রে সত্যি একজন রানির মতোই উজ্জ্বল ৷ অসমান্য সহমর্মীতা দিয়ে একজন নারীর লড়াইয়ের গল্পকে তুলে ধরেছেন পরিচালক অসীমা ৷ জিম, অনির্বাণ, নমিত, সৌম্য়, গৌরি সকলেই দারুণ ৷ অবশ্যই দেখার মতো একটি ছবি (SRK Reaction on Mrs Chatterjee Vs Norway)৷'

বাস্তবে প্রবাসী বাঙালি দম্পতি সাগরিকা এবং অনুরূপ ভট্টাচার্য 2011 সালে এই সমস্য়ার সম্মুখীন হন ৷ নরওয়ে ওয়েলফেয়ার সার্ভিসেসের পক্ষ থেকে দাবি করা হয় সন্তানদের সঠিকভাবে পালন করতে পারছেন না তাঁরা ৷ আর তাই 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তাঁদের দুই সন্তান থাকবে রাষ্ট্রের হেফাজতে ৷ এই লড়াইয়ে সবাই যখন ভয় পেয়ে পিছিয়ে পড়ে তখন একা মা তাঁর সন্তানের জন্য় লড়াই চালান রাষ্ট্রের সঙ্গে ৷ রানির এই সিনেমায় ফুটে উঠেছে সেই মায়ের লড়াইয়ের কাহিনি ৷ নিজেকে ভালো মা হিসাবে প্রমাণ করতে যাঁকে ঠোক্কর খেতে হয়েছে আদালতের দরজায় দরজায় ৷

আরও পড়ুন: 'লাঞ্চটা আগে ঠিক সময়ে করতে শিখুক' ছেলে যুগকে নিয়ে কেন এমন কথা বললেন অজয়

ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিয়ো ৷ অনির্বাণ এবং রানি ছাড়াও ছবিতে রয়েছেন নীনা গুপ্তা, জিম, সৌম্য মুখোপাধ্য়ায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ শাহরুখ যেভাবে এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন দর্শকদের রায়ও কি তেমনটাই হবে? বলে দেবে সময়ই ৷ যদিও এই ছবি যে বিষয় নিয়ে তৈরি তা যে ভীষণ গুরুত্বপূর্ণ এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷

Last Updated : Mar 17, 2023, 10:02 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.