ETV Bharat / entertainment

Pathaan Second Song: 'পাঠান'-এর দ্বিতীয় গানমুক্তির তারিখ ঘোষণা করলেন কিং খান - Jhoome Jo Pathaan

'পাঠান'-এর দ্বিতীয় গান 'ঝুমে জো পাঠান'-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন কিং খান(Pathaan second song Jhoome Jo Pathaan) ৷

Etv Bharat
দ্বিতীয় গান মুক্তির তারিখ ঘোষণা করলেন কিং খান
author img

By

Published : Dec 21, 2022, 4:01 PM IST

মুম্বই, 21 ডিসেম্বর: তাঁর আগামী ছবি 'পাঠান' নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ প্রথম গান 'বেশরম রং' রিলিজ হতে না-হতেই শুরু হয়েছে ট্রলিং ৷ কারও দাবি এই ছবি এখনই বয়কট করা দরকার ৷ কারও দাবি দীপিকার এই 'অশ্লীল নাচ' বাদ না-দিলে তাঁরা ছবিটি রিলিজ করতে দেবেন না ৷ ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Minister Narottam Mishra on pathaan) ৷ বিতর্কের মধ্যেই 'পাঠান'-এর দ্বিতীয় গান 'ঝুমে জো পাঠান'-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন কিং খান(Pathaan second song Jhoome Jo Pathaan) ৷

বুধবার ইনস্টাগ্রামে গানের কিছু পোস্টার শেয়ার করে এসআরকে জানিয়েছেন, 'ঝুমে জো পাঠান, মেরি জান মেহফিল লুট জায়ে!...ধৈর্য ধরুন, কাল ঠিক সকাল এগারোটায় ৷ পাঠানের প্রতিশ্রুতি রইল ৷' এই গান নিয়ে মুখ খুলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দও ৷ পরিচালক বলেন, "ঝুমে জো পাঠান গানটিকে পাঠান-এর স্পিরিট বলা যেতে পারে ৷ যা অনন্য শাহরুখ ফুটিয়ে তুলেছেন ছবিতে ৷ এই গান তুলে ধরবে সুপার স্পাই পাঠানের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলিকে ৷ তাঁর শক্তি, তাঁর আত্মবিশ্বাস এমনভাবে ফুটে ওঠে তাতে যে কেউ এই গানের সঙ্গে নেচে উঠবে (Jhoome Jo Pathaan song from Pathaan) ৷"

সিদ্ধার্থ জানিয়েছেন গানটিতে কাওয়ালির একটি আধুনিক ফর্মকে তুলে ধরা হয়েছে ৷ দীপিকা এবং শাহরুখের রসায়ন আরও দেখা যাবে এই গানে ৷ নতুন বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হিন্দির সঙ্গে সঙ্গে তামিল এবং তেলেগুতেও একই দিনে মুক্তি পাবে ছবিটি (Pathan will be released on 25 January 2023) ৷ এর আগে শাহরুখের 57তম জন্মদিনে সামনে এল বহু প্রতীক্ষিত এই ছবির টিজার (Shah Rukh Khan unveils Pathaan teaser) ৷ আর টিজারেই ইঙ্গিত মিলেছিল দেশাত্মবোধ, অ্য়াকশন এবং সাসপেন্সের একটা জমজমাট পটবয়লার হতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন: 'শ্বেত পাথরের থালা' নিয়ে শুরু হচ্ছে 'সাহিত্যের সেরা সময়' এর দ্বিতীয় অধ্যায়

বর্তমানে 'পাঠান' ছাড়াও বলিউডের 'বাদশা'র হাতে রয়েছে রাজকুমার হিরানির একটি ছবি ৷ ছবির নাম 'ডাঙ্কি' ৷ শরণার্থীদের বিষয় নিয়ে তৈরি সেই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে ৷ আদতে আগামী বছর মোট তিনটি ছবি নিয়ে পর্দায় কামব্যাক করছেন বলিউডের বাজিগর ৷ 'পাঠান' এবং 'ডাঙ্কি' ছাড়াও তাঁর হাতে রয়েছে পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশন থ্রিলার 'জওয়ান' ৷

মুম্বই, 21 ডিসেম্বর: তাঁর আগামী ছবি 'পাঠান' নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ প্রথম গান 'বেশরম রং' রিলিজ হতে না-হতেই শুরু হয়েছে ট্রলিং ৷ কারও দাবি এই ছবি এখনই বয়কট করা দরকার ৷ কারও দাবি দীপিকার এই 'অশ্লীল নাচ' বাদ না-দিলে তাঁরা ছবিটি রিলিজ করতে দেবেন না ৷ ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Minister Narottam Mishra on pathaan) ৷ বিতর্কের মধ্যেই 'পাঠান'-এর দ্বিতীয় গান 'ঝুমে জো পাঠান'-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন কিং খান(Pathaan second song Jhoome Jo Pathaan) ৷

বুধবার ইনস্টাগ্রামে গানের কিছু পোস্টার শেয়ার করে এসআরকে জানিয়েছেন, 'ঝুমে জো পাঠান, মেরি জান মেহফিল লুট জায়ে!...ধৈর্য ধরুন, কাল ঠিক সকাল এগারোটায় ৷ পাঠানের প্রতিশ্রুতি রইল ৷' এই গান নিয়ে মুখ খুলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দও ৷ পরিচালক বলেন, "ঝুমে জো পাঠান গানটিকে পাঠান-এর স্পিরিট বলা যেতে পারে ৷ যা অনন্য শাহরুখ ফুটিয়ে তুলেছেন ছবিতে ৷ এই গান তুলে ধরবে সুপার স্পাই পাঠানের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলিকে ৷ তাঁর শক্তি, তাঁর আত্মবিশ্বাস এমনভাবে ফুটে ওঠে তাতে যে কেউ এই গানের সঙ্গে নেচে উঠবে (Jhoome Jo Pathaan song from Pathaan) ৷"

সিদ্ধার্থ জানিয়েছেন গানটিতে কাওয়ালির একটি আধুনিক ফর্মকে তুলে ধরা হয়েছে ৷ দীপিকা এবং শাহরুখের রসায়ন আরও দেখা যাবে এই গানে ৷ নতুন বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হিন্দির সঙ্গে সঙ্গে তামিল এবং তেলেগুতেও একই দিনে মুক্তি পাবে ছবিটি (Pathan will be released on 25 January 2023) ৷ এর আগে শাহরুখের 57তম জন্মদিনে সামনে এল বহু প্রতীক্ষিত এই ছবির টিজার (Shah Rukh Khan unveils Pathaan teaser) ৷ আর টিজারেই ইঙ্গিত মিলেছিল দেশাত্মবোধ, অ্য়াকশন এবং সাসপেন্সের একটা জমজমাট পটবয়লার হতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন: 'শ্বেত পাথরের থালা' নিয়ে শুরু হচ্ছে 'সাহিত্যের সেরা সময়' এর দ্বিতীয় অধ্যায়

বর্তমানে 'পাঠান' ছাড়াও বলিউডের 'বাদশা'র হাতে রয়েছে রাজকুমার হিরানির একটি ছবি ৷ ছবির নাম 'ডাঙ্কি' ৷ শরণার্থীদের বিষয় নিয়ে তৈরি সেই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে ৷ আদতে আগামী বছর মোট তিনটি ছবি নিয়ে পর্দায় কামব্যাক করছেন বলিউডের বাজিগর ৷ 'পাঠান' এবং 'ডাঙ্কি' ছাড়াও তাঁর হাতে রয়েছে পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশন থ্রিলার 'জওয়ান' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.