ETV Bharat / entertainment

Jawan Trailer Net Review: 'শতাব্দীর সেরা ট্রেলার', অ্যাটলি-শাহরুখ জুটির প্রশংসা বুঁদ অনুরাগীরা - SRK Jawan Trailer

'জওয়ান' ছবির ট্রেলার নিয়ে উচ্ছ্বসিত নেটপাড়া ৷ অ্যাটলি-শাহরুখ গড়তে চলেছেন ইতিহাস দাবি অনুরাগীদের ৷

Pic SRK Instagram
জওয়ান নিয়ে ট্রেলার নিয়ে উচ্ছ্বসিত নেটপাড়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 5:39 PM IST

হায়দরাবাদ, 31 অগস্ট: 'পাঠান' ছবির সাফল্যের পর 'জওয়ান' ছবির দিকে তাকিয়েছিলেন শাহরুখ অনুরাগীরা ৷ আর অ্যাটলি কুমারের কাজে যে তাঁরা ভীষণ খুশি তা বোঝা গেল ট্রেলার মুক্তি পেতে না পেতেই ৷ শাহরুখের এই ছবির ঝলক সামনে এসেছে 2 ঘণ্টাও হয়নি ৷ আর প্রথম দুই ঘণ্টাতেই ট্রেলারটি দেখে ফেললেন 2.5 মিলিয়নের বেশি মানুষ ৷ কেউ ধন্যবাদ জানিয়েছেন অ্যাটলিকে আবার কেউ বুঁদ শাহরুখের সংলাপে ৷

Pic Twitter
জওয়ান ট্রেলারে মজেছে ভক্তকূল

ট্রেলারে নানা রূপে দেখা গিয়েছে শাহরুখকে ৷ আর তাঁর এই বিভিন্ন অবতার বেশ নজর কেড়েছে সকলের ৷ একজন অনুরাগী লেখেন, "এরকম একটা ট্রেলার আমার ধারনার বাইরে ছিল ৷ ভীষণ মজার ৷ মনে হচ্ছে শাহরুখের সবচেয়ে ভালো ছবি এটাই হতে চলেছে ৷" আরেকজনের কথায়, "10 বারেরও বেশি এই ট্রেলারটা দেখে ফেলেছি ৷ যতবার ওই সংলাপটা শুনছি 'বেটে কো হাত লাগানে সে প্যাহলে বাপ সে বাত কর' ততবার লোম খাড়া হয়ে যাচ্ছে ৷ সিনেমার ইতিহাসে তৈরি সবচেয়ে সুন্দর ট্রেলার ৷ শতাব্দীর সেরা ট্রেলার ৷"

Pic Twitter
জওয়ান ট্রেলারকে শতাব্দীর সেরা দাবি নেটিজেনদের

আরেকজন নেটিজেন লেখেন, "এই ধরনের দৃশ্য়গুলো সহজেই জনতার ঝড়কে হলে পৌঁছে দেবে ৷" আরেকজন অনুরাগী একে শতাব্দীর সেরা ট্রেলার বলেও উল্লেখ করেছেন ৷ কেউ আবার শাহরুখের 'চক দে ইন্ডিয়া' ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন ৷ সেখানে দেখা যায় ভারতীয় হকি দলের জয়ের পর খুশিতে চোখে জল কোচ শাহরুখের ৷ এই ছবির দৃশ্য়কে আজকের সঙ্গে তুলনা করে এক অনুরাগী লিখেছেন, "আরও একবার তুমি করে দেখালে অ্যাটলি ৷ তুমি এবারও নিজেকে ছাপিয়ে গিয়েছ ৷ সিনেমার ইতিহাসে এমন ট্রেলার তৈরি হয়নি ৷"

আরও পড়ুন: 'ম্যায় যব ভিলেন বানতা হুঁ না', খলনায়ক শাহরুখে পাগল অনুরাগীরা, মুক্তি পেল ট্রেলার
সব মিলিয়ে ট্রেলার দেখে অনুরাগীরা যে খুশি এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এবার আগামীতে ছবিটি কতখানি মন জয় করতে পারবে ফ্যানেদের তার উত্তর দেবে সময় ৷ জওয়ান রূপী শাহরুখ পর্দায় আসবেন আগামী 7 সেপ্টেম্বর ৷ হোম প্রোডাকশনস রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারেই মুক্তি পাবে এই ছবি ৷

হায়দরাবাদ, 31 অগস্ট: 'পাঠান' ছবির সাফল্যের পর 'জওয়ান' ছবির দিকে তাকিয়েছিলেন শাহরুখ অনুরাগীরা ৷ আর অ্যাটলি কুমারের কাজে যে তাঁরা ভীষণ খুশি তা বোঝা গেল ট্রেলার মুক্তি পেতে না পেতেই ৷ শাহরুখের এই ছবির ঝলক সামনে এসেছে 2 ঘণ্টাও হয়নি ৷ আর প্রথম দুই ঘণ্টাতেই ট্রেলারটি দেখে ফেললেন 2.5 মিলিয়নের বেশি মানুষ ৷ কেউ ধন্যবাদ জানিয়েছেন অ্যাটলিকে আবার কেউ বুঁদ শাহরুখের সংলাপে ৷

Pic Twitter
জওয়ান ট্রেলারে মজেছে ভক্তকূল

ট্রেলারে নানা রূপে দেখা গিয়েছে শাহরুখকে ৷ আর তাঁর এই বিভিন্ন অবতার বেশ নজর কেড়েছে সকলের ৷ একজন অনুরাগী লেখেন, "এরকম একটা ট্রেলার আমার ধারনার বাইরে ছিল ৷ ভীষণ মজার ৷ মনে হচ্ছে শাহরুখের সবচেয়ে ভালো ছবি এটাই হতে চলেছে ৷" আরেকজনের কথায়, "10 বারেরও বেশি এই ট্রেলারটা দেখে ফেলেছি ৷ যতবার ওই সংলাপটা শুনছি 'বেটে কো হাত লাগানে সে প্যাহলে বাপ সে বাত কর' ততবার লোম খাড়া হয়ে যাচ্ছে ৷ সিনেমার ইতিহাসে তৈরি সবচেয়ে সুন্দর ট্রেলার ৷ শতাব্দীর সেরা ট্রেলার ৷"

Pic Twitter
জওয়ান ট্রেলারকে শতাব্দীর সেরা দাবি নেটিজেনদের

আরেকজন নেটিজেন লেখেন, "এই ধরনের দৃশ্য়গুলো সহজেই জনতার ঝড়কে হলে পৌঁছে দেবে ৷" আরেকজন অনুরাগী একে শতাব্দীর সেরা ট্রেলার বলেও উল্লেখ করেছেন ৷ কেউ আবার শাহরুখের 'চক দে ইন্ডিয়া' ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন ৷ সেখানে দেখা যায় ভারতীয় হকি দলের জয়ের পর খুশিতে চোখে জল কোচ শাহরুখের ৷ এই ছবির দৃশ্য়কে আজকের সঙ্গে তুলনা করে এক অনুরাগী লিখেছেন, "আরও একবার তুমি করে দেখালে অ্যাটলি ৷ তুমি এবারও নিজেকে ছাপিয়ে গিয়েছ ৷ সিনেমার ইতিহাসে এমন ট্রেলার তৈরি হয়নি ৷"

আরও পড়ুন: 'ম্যায় যব ভিলেন বানতা হুঁ না', খলনায়ক শাহরুখে পাগল অনুরাগীরা, মুক্তি পেল ট্রেলার
সব মিলিয়ে ট্রেলার দেখে অনুরাগীরা যে খুশি এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এবার আগামীতে ছবিটি কতখানি মন জয় করতে পারবে ফ্যানেদের তার উত্তর দেবে সময় ৷ জওয়ান রূপী শাহরুখ পর্দায় আসবেন আগামী 7 সেপ্টেম্বর ৷ হোম প্রোডাকশনস রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারেই মুক্তি পাবে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.