ETV Bharat / entertainment

Ambani Ganesh Chaturthi Celebrations: হাজির টিম 'জওয়ান', আম্বানির বাসভবনে গণেশ চতুর্থীর উৎসব যেন চাঁদের হাট - শাহরুখ সকলের বাসভাবনেই আয়োজিত হয়েছে গণেশ পুজোর

মুকেশ আম্বানির গণেশ চতুর্থীর উৎসবে বসল চাঁদের হাট ৷ পুরো পরিবার নিয়ে হাজির হন শাহরুখ ৷ ছিলেন সলমন খান, আলিয়া ভাট, ঐশ্বরিয়া রাই বচ্চন, কিয়ারা আদবানি, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংরাও ৷

Ambani Ganesh Chaturthi Celebrations
মুকেশ আম্বানির গণেশ চতুর্থীর উৎসবে হাজির শাহরুখ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 12:37 PM IST

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: গণেশ পুজো নিয়ে মাতোয়ারা বি-টাউনের সেলেব মহল ৷ ইতিমধ্যেই ইনস্টাগ্রাম ছেয়ে গিয়েছে গণপতির পুজোর নানান ঝলকে ৷ সলমন, শাহরুখ সকলের বাসভবনেই আয়োজিত হয়েছে গণেশ পুজো ৷ তবে মঙ্গলবার মুকেশ আম্বানি আয়োজিত গণেশ চতুর্থীর উৎসবে হাজির হল গোটা বি-টাউন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উপস্থিত ছিলেন শাহরুখ খান ও তাঁর পরিবার ৷ শুধু তাই নয়, তাঁর নতুুন ছবি 'জওয়ান'-এর অন্যান্য কলাকুশলীরাও বাদ যাননি ৷ মুকেশ ও নীতা আম্বানির বাড়িতে এদিন দেখা গেল শাহরুখ-কন্যা সুহানা খান, পুত্র আবরাম এবং স্ত্রী গৌরিকে ৷ গৌরির মা সবিতা চিব্বরও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷ শাহরুখের 'জওয়ান' ছবির কো-স্টার নয়নতারা এবং পরিচালক অ্যাটলি কুমারও হাজির ছিলেন অনুষ্ঠানে ৷ পাপারাৎজিদের জন্য এদিন পুরো পরিবারের সঙ্গে হাসিমুখে পোজ দেন শাহরুখ ৷ প্রত্যেককেই এদিন দেখা গিয়েছে ট্র্যাডিশনাল পোশাকে ৷ সুহানাকে এদিন দেখা গিয়েছে আইভরি রঙের স্যুটে ৷ অন্যদিকে কিং খান এদিনও নজর কাড়েন পাঠানি মেজাজে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

হলুদ পোশাকে এদিন নিজেকে সাজিয়েছিলেন পরিচালক অ্যাটলি কুমারের স্ত্রী প্রিয়া ৷ অ্যাটলির পরনেও এদিন ছিল ট্র্যাডিশনাল পোশাক ৷ শুধু 'জওয়ান' ছবির কলাকুশলীরা নন, সঙ্গে সলমন খান, আলিয়া ভাট, ঐশ্বর্য রাই বচ্চন, কিয়ারা আদবানি, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং আরও অনেকেই হাজির ছিলেন এই অনুষ্ঠানে ৷ রঙিন পোশাকে মুকেশ আম্বানির বাড়ির পুজো এককথায় চাঁদের হাট ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: বিনোদন জগতে শোকের ছায়া! 30 বছর কোমায় থাকার পর প্রয়াত জনপ্রিয় অভিনেতা বাবু

গণপতির পুজোর জন্য প্রসিদ্ধ মায়ানগরী মুম্বই ৷ 'লালবাগ চা রাজা'-কে একবার দর্শন করার জন্য ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ ৷ সেলেব মহলেরও অনেককেই দেখা গিয়েছে এই পুজোয় ৷ তালিকায় রয়েছেন কার্তিক আরিয়ান, বরুণ শর্মা, পুলকিত সম্রাটের মতো অনেক তারকাই ৷ পাশাপাশি শিল্পপতি মুকেশ আম্বানির আয়োজিত পুজোতেও দেখা মিলল এক টুকরো বলিউডের ৷

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: গণেশ পুজো নিয়ে মাতোয়ারা বি-টাউনের সেলেব মহল ৷ ইতিমধ্যেই ইনস্টাগ্রাম ছেয়ে গিয়েছে গণপতির পুজোর নানান ঝলকে ৷ সলমন, শাহরুখ সকলের বাসভবনেই আয়োজিত হয়েছে গণেশ পুজো ৷ তবে মঙ্গলবার মুকেশ আম্বানি আয়োজিত গণেশ চতুর্থীর উৎসবে হাজির হল গোটা বি-টাউন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উপস্থিত ছিলেন শাহরুখ খান ও তাঁর পরিবার ৷ শুধু তাই নয়, তাঁর নতুুন ছবি 'জওয়ান'-এর অন্যান্য কলাকুশলীরাও বাদ যাননি ৷ মুকেশ ও নীতা আম্বানির বাড়িতে এদিন দেখা গেল শাহরুখ-কন্যা সুহানা খান, পুত্র আবরাম এবং স্ত্রী গৌরিকে ৷ গৌরির মা সবিতা চিব্বরও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷ শাহরুখের 'জওয়ান' ছবির কো-স্টার নয়নতারা এবং পরিচালক অ্যাটলি কুমারও হাজির ছিলেন অনুষ্ঠানে ৷ পাপারাৎজিদের জন্য এদিন পুরো পরিবারের সঙ্গে হাসিমুখে পোজ দেন শাহরুখ ৷ প্রত্যেককেই এদিন দেখা গিয়েছে ট্র্যাডিশনাল পোশাকে ৷ সুহানাকে এদিন দেখা গিয়েছে আইভরি রঙের স্যুটে ৷ অন্যদিকে কিং খান এদিনও নজর কাড়েন পাঠানি মেজাজে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

হলুদ পোশাকে এদিন নিজেকে সাজিয়েছিলেন পরিচালক অ্যাটলি কুমারের স্ত্রী প্রিয়া ৷ অ্যাটলির পরনেও এদিন ছিল ট্র্যাডিশনাল পোশাক ৷ শুধু 'জওয়ান' ছবির কলাকুশলীরা নন, সঙ্গে সলমন খান, আলিয়া ভাট, ঐশ্বর্য রাই বচ্চন, কিয়ারা আদবানি, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং আরও অনেকেই হাজির ছিলেন এই অনুষ্ঠানে ৷ রঙিন পোশাকে মুকেশ আম্বানির বাড়ির পুজো এককথায় চাঁদের হাট ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: বিনোদন জগতে শোকের ছায়া! 30 বছর কোমায় থাকার পর প্রয়াত জনপ্রিয় অভিনেতা বাবু

গণপতির পুজোর জন্য প্রসিদ্ধ মায়ানগরী মুম্বই ৷ 'লালবাগ চা রাজা'-কে একবার দর্শন করার জন্য ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ ৷ সেলেব মহলেরও অনেককেই দেখা গিয়েছে এই পুজোয় ৷ তালিকায় রয়েছেন কার্তিক আরিয়ান, বরুণ শর্মা, পুলকিত সম্রাটের মতো অনেক তারকাই ৷ পাশাপাশি শিল্পপতি মুকেশ আম্বানির আয়োজিত পুজোতেও দেখা মিলল এক টুকরো বলিউডের ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.