কলকাতা, 10 জুলাই: বাংলা ছবি তো বটেই, এই পরিচালক বানাচ্ছেন হিন্দি ছবিও। হিন্দি ছবিতে পরিচালক হিসেবে হ্যাটট্রিক হয়ে গেল সৃজিত মুখোপাধ্যায়ের। 'বেগমজান', 'শেরদিল'-এর পর এবার 'সাবাশ মিঠু', নয়া নাম যুক্ত হল তাঁর পরিচালিত হিন্দি ছবির তালিকায়। 'সাবাশ মিঠু'র প্রচারে শনিবার কলকাতায় সৃজিত নিয়ে এসেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ এবং পর্দার মিতালি তাপসী পান্নুকে। মিতালি রাজের বায়োপিক বানিয়ে খুশি সৃজিত (Srijit Mukherji Proud of Taapsee Pannu for act in Shabaash Mithu)।
একইসঙ্গে খুশি এবং আপ্লুত তাপসীর মিতালি হয়ে ওঠার নিষ্ঠা দেখে। ইডেনে ছবির প্রচারে এসে তাপসীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, "মিতালি হয়ে ওঠার জন্য তাপসী দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। ভোরবেলা উঠে প্র্যাকটিস করেছেন। ওঁর নিষ্ঠা আর অদম্য উৎসাহ দেখে আমি সত্যিই খুশি। তাপসী আমার খুব প্রিয় অভিনেত্রী। ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেকদিনের। ফাইনালি সেটা ওয়ার্ক আউট করল। তাও আবার আমার প্রিয় খেলা ক্রিকেটের দৌলতে।"
তিনি আরও বলেন, "এই ছবি আমার জীবনের প্রথম স্পোর্টস ফিল্ম । আর সেটা মিতালি রাজের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারকে নিয়ে। আমি ভীষণ খুশি। একটা চার বছরের জার্নি এত কম সময়ে বলা কঠিন। তবু বলব তাপসী দারুণ পরিশ্রম করেছেন আমার এই ছবিতে কাজ করার জন্য, এটা আমার বড় পাওয়া।"
আরও পড়ুন : 'সাবাশ মিঠু'র প্রচারে ইডেনে পর্দা ও বাস্তবের মিতালি সঙ্গে সৃজিত
তাপসীও সাংবাদিক সম্মেলনে জানান, সৃজিতের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা ভালো । তাঁর কাছে জানতে চাওয়া হয় যে তিনি ভবিষ্যতে আর খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করবেন কি না ? তাপসীর সাফ জবাব, "না।" সূত্রের খবর, অনুশীলন করতে গিয়ে একবার পায়ের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। তবু নিজের লক্ষ্যে ছিলেন অবিচল। এই ছবিতে তাঁর সঙ্গে তাঁর টিমে যাঁরা খেলেছেন তাঁরা প্রত্যেকেই প্রশিক্ষিত ক্রিকেটার।" মিতালি রাজের প্রতি অনুরাগের কথা জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এসে মিতালির কায়দাতেই চেয়ারে বসেন অভিনেত্রী। এমনকী কেশসজ্জাতেও ছিল মিতালির ছোঁয়া। ইডেনের সবুজ গালিচায় দাঁড়িয়ে একান্তে সময় কাটান মিতালি ও তাপসী । সারাক্ষণ সঙ্গী ছিলেন পরিচালক সৃজিত। আগামী 15 জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'সাবাশ মিঠু'।