কলকাতা, 21 জুলাই: বাংলায় প্রথম 'ক্রপ ইউনিভার্স' নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্য়ায় ৷ বলিউডে তাঁর 'ক্রপ ইউনিভার্স' বা 'পুলিশি দুনিয়া' তৈরির জন্য় বিখ্যাত হয়ে আছেন রোহিত শেট্টি ৷ তিনি উপহার দিয়েছেন সিম্বা, সূর্যবংশী, সিংহমের মতো একাধিক সৎ পুলিশ অফিসারকে ৷ যাদের অনুরাগী সংখ্যা নেহাত কম নয় ৷ সেরকমই প্রবীর কিংবা দেবদত্ত পোদ্দারের মতো পুলিশ অফিসারদের জন্ম হয়েছে সৃজিতের হাত ধরে ৷ এবার তাঁর নতুন ছবি 'দশম অবতার'-এর শুটিং শুরু করে দিলেন পরিচালক ৷ এই ছবিতেই এক ছাতার নীচে আসতে চলেছেন পোদ্দার এবং প্রবীর ৷
বৃহস্পতিবার সকালে লোগো লঞ্চে হাজির হন ছবির কলাকুশলীরা ৷ ছবিতে থাকছেন, ওপার বাংলার অভিনেত্রী জয়া আহসানও ৷ তার সঙ্গে এবার দেখা যাবে যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কেও ৷ এদিন বুম্বাদা নিজেই শেয়ার করেছেন একটি ভিডিয়ো ৷ সেখানে লেখা হয়েছে, "ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকেই আমাদের যাত্রা আবার শুরু হল ৷ দশম অবতার-এর শুটিং আজ থেকে শুরু হল ৷"
ভিডিয়োতে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের কণ্ঠে 'বাইশে শ্রাবণ' ছবির সেই বিখ্য়াত শেষ সংলাপ ৷ 'হে বন্ধু বিদায়' ৷ তারপর একইভাবে সেই গুলির শব্দ ৷ এরপর বৃহস্পতিবারের লোগো লঞ্চ এবং মহরতের বেশকিছু ঝলক দেখা গিয়েছে ভিডিয়োতে ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ এবং জিয়ো স্টুডিয়োজ ৷ এর আগেই ছবির একটি অ্যানাউন্সমেন্ট ভিডিয়োও শেয়ার করেছিলেন নির্মাতারা ৷
আরও পড়ুন: 'শিবপুর' ছবির প্রিক্যুয়েল আরও ভয়ংকর, জানালেন রাজদীপ
প্রসেনজিতের হাতে এই ছবি ছাড়াও বর্তমানে রয়েছে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ছবির কাজ ৷ আগামীতে শুভ্রজিতের 'দেবী চৌধুরানী' ছবিতেও ভবানী পাঠক চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি ৷ ইতিমধ্যে বলিউডেও পা রেখেছেন বুম্বাদা ৷ সম্প্রতি তাঁর যে দু'টি কাজ মুক্তি পেয়েছে দু'টোই দারুণভাবে দর্শকের মন জয় করেছে ৷ এবার অপেক্ষা সৃজিতের এই নতুন ছবির ৷ পুজোয় মুক্তি পেতে চলেছে 'দশম অবতার' ৷ ছবির সুরের দায়িত্বে রয়েছেন অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত ৷ আর গানের দায়িত্বে রয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং রূপম ইসলাম ৷