ETV Bharat / entertainment

Srijit Praises Chanchal কারাগার দেখে দরাজ সার্টিফিকেট, সৃজিতের মূল্যায়ণে কৃতজ্ঞ চঞ্চল - Chanchal Chowdhury

চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) চোখ দু'টি অভিনয় শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে সংরক্ষণ করা উচিত ৷ কারাগার দেখে ওপার বাংলার অভিনেতাকে এই ভাষাতেই দরাজ সার্টিফিকেট দিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক (Srijit Mukherjee praises Chanchal Chowdhury after Watching Karagar) ৷

Etv Bharat
সৃজিতের মূল্যায়ণে কৃতজ্ঞ চঞ্চল
author img

By

Published : Aug 28, 2022, 9:51 PM IST

কলকাতা, 28 অগস্ট: সংলাপহীন অভিনয়, নির্বাক দু'টি চোখজুড়ে অকল্পনীয় সব অভিব্যক্তি ৷ 'তকদীর'-এর পর 'কারাগার'৷ তাঁর অভিনয় ফের মন ছুঁয়ে গিয়েছে এপার বাংলার ৷ হইচই নামক ওটিটি-তে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীদের তালিকায় রয়েছেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ও (Srijit Mukherjee) ৷ চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) চোখ দু'টি অভিনয় শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে সংরক্ষণ করা উচিত ৷ কারাগার দেখে ওপার বাংলার অভিনেতাকে এই ভাষাতেই দরাজ সার্টিফিকেট দিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক (Srijit Mukherjee praises Chanchal Chowdhury after Watching Karagar) ৷ যা মন ছুঁয়ে গিয়েছে নেটপাড়ার ৷

আর 'সাবাশ মিঠু' (Shabaash Mithu) পরিচালকের প্রশংসা এবং মূল্যায়ণ দেখে কীভাবে চুপ থাকবেন চঞ্চল ৷ আপ্লুত অভিনেতা তাই কলকাতার পরিচালককে পালটা লিখলেন, "এত বড় মূল্যায়ণ !!! কৃতজ্ঞতা ও ভালোবাসা দাদা ৷" কিন্তু কারাগার দেখে উৎফুল্ল সৃজিত তো সহজে থামার পাত্র নন ৷ চঞ্চল চৌধুরীর কৃতজ্ঞতাসূচক মন্তব্যের পালটা দেন সৃজিৎ ৷

সেখানে সৃজিৎ বললেন, "আপনার মতো শিল্পীর মূল্যায়ণ করার ধৃষ্টতা আমার নেই ৷ শুধু সাধারণ দর্শক হিসেবে মনে হল আপনি গোটা উপমহাদেশের গর্ব ৷" সামাজিক মাধ্যমে ওপার বাংলার কোনও অভিনেতার এমন প্রশংসা কলকাতার কোনও পরিচালক এর আগে করেছেন কি না সন্দেহ ৷ সৃজিতের চঞ্চল-স্তুতিকে তাই বিরলই বলা চলে ৷

আরও পড়ুন: ঢাকের তালে ধুনুচি নাচ অভিনেতাদের, কাছের মানুষের ট্রেলার লঞ্চে আগাম শারদীয়া

গত 18 অগস্ট হইচই'য়ে মুক্তি পেয়েছে সৈয়দ আহমেদ শাওকি (Syed Ahmed Shawki) পরিচালিত নয়া ওয়েব সিরিজ 'কারাগার'৷ যেখানে কারাগারে বন্দি বোবা এক আসামীর চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরী ৷ আর সিজন-1'এর সফল্যের পর চলতি বছরের শেষে অথবা আগামী মরশুমের শুরুতে কারাগারের সিজন-2 আসার সম্ভাবনা বেড়ে গিয়েছে কয়েকগুণ ৷

কলকাতা, 28 অগস্ট: সংলাপহীন অভিনয়, নির্বাক দু'টি চোখজুড়ে অকল্পনীয় সব অভিব্যক্তি ৷ 'তকদীর'-এর পর 'কারাগার'৷ তাঁর অভিনয় ফের মন ছুঁয়ে গিয়েছে এপার বাংলার ৷ হইচই নামক ওটিটি-তে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীদের তালিকায় রয়েছেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ও (Srijit Mukherjee) ৷ চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) চোখ দু'টি অভিনয় শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে সংরক্ষণ করা উচিত ৷ কারাগার দেখে ওপার বাংলার অভিনেতাকে এই ভাষাতেই দরাজ সার্টিফিকেট দিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক (Srijit Mukherjee praises Chanchal Chowdhury after Watching Karagar) ৷ যা মন ছুঁয়ে গিয়েছে নেটপাড়ার ৷

আর 'সাবাশ মিঠু' (Shabaash Mithu) পরিচালকের প্রশংসা এবং মূল্যায়ণ দেখে কীভাবে চুপ থাকবেন চঞ্চল ৷ আপ্লুত অভিনেতা তাই কলকাতার পরিচালককে পালটা লিখলেন, "এত বড় মূল্যায়ণ !!! কৃতজ্ঞতা ও ভালোবাসা দাদা ৷" কিন্তু কারাগার দেখে উৎফুল্ল সৃজিত তো সহজে থামার পাত্র নন ৷ চঞ্চল চৌধুরীর কৃতজ্ঞতাসূচক মন্তব্যের পালটা দেন সৃজিৎ ৷

সেখানে সৃজিৎ বললেন, "আপনার মতো শিল্পীর মূল্যায়ণ করার ধৃষ্টতা আমার নেই ৷ শুধু সাধারণ দর্শক হিসেবে মনে হল আপনি গোটা উপমহাদেশের গর্ব ৷" সামাজিক মাধ্যমে ওপার বাংলার কোনও অভিনেতার এমন প্রশংসা কলকাতার কোনও পরিচালক এর আগে করেছেন কি না সন্দেহ ৷ সৃজিতের চঞ্চল-স্তুতিকে তাই বিরলই বলা চলে ৷

আরও পড়ুন: ঢাকের তালে ধুনুচি নাচ অভিনেতাদের, কাছের মানুষের ট্রেলার লঞ্চে আগাম শারদীয়া

গত 18 অগস্ট হইচই'য়ে মুক্তি পেয়েছে সৈয়দ আহমেদ শাওকি (Syed Ahmed Shawki) পরিচালিত নয়া ওয়েব সিরিজ 'কারাগার'৷ যেখানে কারাগারে বন্দি বোবা এক আসামীর চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরী ৷ আর সিজন-1'এর সফল্যের পর চলতি বছরের শেষে অথবা আগামী মরশুমের শুরুতে কারাগারের সিজন-2 আসার সম্ভাবনা বেড়ে গিয়েছে কয়েকগুণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.