মুম্বই, 5 অক্টোবর: কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী আজ আর আমাদের মধ্যে নেই ৷ তবে যা রয়ে গিয়েছে এবং যা চিরকাল থেকে যাবে তাঁর ভক্তদের হৃদয়ে তা হল শ্রীদেবীর অভিনয় ৷ এমনই একটি ছবির নাম 'ইংলিশ ভিংলিশ'( Sridevi Film English Vinglish 10th Anniversary) ৷ ছবিতে অভিনেত্রীর অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷ সমালোচক এবং দর্শক সকলেরই প্রশংসা কুড়িয়েছিলেন 'রুপ কি রানি' ৷ 2012 সালে মুক্তি পাওয়া এই ছবির আজ (5 অক্টোবর) দশম বার্ষিকী ৷
আর এই উপলক্ষ্যে একটি অনন্য় উদ্যোগ নিয়েছেন ছবির পরিচালক গৌরী সিন্দে ৷ বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, শ্রীদেবী সিনেমায় যে শাড়ি পরেছিলেন তা নিলাম করার সিদ্ধান্ত হয়েছে ৷ আগামী 10 অক্টোবর শ্রীদেবীর শাড়িটি নিলাম করা হবে (Saree of Sridevi Saree To Be Auctioned)৷ 'ইংলিশ ভিংলিশ' ছবিতে শশী গডবোলের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছিলেন শ্রীদেবী । ছবিটিতে শশীর সরলতা ভীষণভাবে আকর্ষণ করেছিল দর্শকদের । শ্রীদেবীর সহজ অভিনয় মন টেনেছিল সমালোচকদেরও ৷ সেই ছবিরই আজ দশবছর পূূর্তি( English Vinglish 10th Anniversary) ৷
আরও পড়ুন: নবমী নিশিতে ধুনুচি নাচে মেতে উঠলেন মিমি
পরিচালক গৌরি সিন্দে বলেন, "আমরা 10 অক্টোবর অন্ধেরিতে ছবিটি প্রদর্শন করব । ছবিটি নিয়ে মানুষের সঙ্গে কথা বলব । এই উপলক্ষ্যে আমরা শ্রীদেবীর পরা শাড়িটিও নিলাম করব, যা আমার কাছে এখনও পর্যন্ত ছিল।" তিনি এও জানান এই শাড়ি নিলামের জেরে যা আয় হবে তা দরিদ্র মেয়েদের শিক্ষার ব্য়বস্থা করার জন্য় একটি এনজিওর হাতে তুলে দেবেন তাঁরা ৷ প্রসঙ্গত, 2018 সালে ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে প্রয়াত হন শ্রীদেবী। এক পারিবারিক অনুষ্ঠানে গিয়ে হোটেলের শৌচাগার থেকে উদ্ধার হয় অভিনেত্রীর দেহ । মৃত্যুর কারণ নিয়ে খানিক রহস্যও দানা বেঁধেছিল সে সময় ।