ETV Bharat / entertainment

Sreejita De: রূপকথার গল্পের মতোই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সৃজিতা-মাইকেল - জার্মানিতে বিয়ে সৃজিতার

জার্মানিতে বিয়ে সারলেন অভিনেত্রী সৃজিতা দে ৷ মাইকেল ব্লম-পেপের সঙ্গে বিয়ে সারেন 1 জুলাই ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সতীর্থ থেকে অনুরাগীরা ৷

Sreejita De Married
জার্মানিতে বিয়ে সারলেন অভিনেত্রী সৃজিতা
author img

By

Published : Jul 3, 2023, 8:50 AM IST

Updated : Jul 3, 2023, 11:59 AM IST

হায়দরাবাদ, 3 জুলাই: চর্চা চলছিল অনেকদিন ধরেই ৷ অবশেষে সোশাল মিডিয়ায় এসেছে সেই ছবি ৷ বিয়ে করলেন বাঙালি অভিনেত্রী সৃজিতা দে ৷ সুদূর জার্মানিতে বহুদিনের সঙ্গী মাইকেল ব্লম-পেপের সঙ্গে বিয়ে সারেন তিনি ৷ 1 জুলাই জীবনের নতুন অধ্যায়ের সূচণা করেছেন 'বিগবস'- খ্যাত অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অর্চনা গৌতম থেকে শিব ঠাকরে ৷

আসানসোলের মেয়ে সৃজিতা। অভিনয়ের টানে পাড়ি দিয়েছিলেন মায়ানগরী মুম্বইয়ে ৷ সেখানে ধীরে ধীরে ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি ৷ জনপ্রিয় ধারাবাহিক 'কসৌটি জিন্দেগি কি'- দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি৷ তার পর একে একে 'উত্তরণ', 'করম আপনা আপনা', 'অন্নু কি হো গয়ি ওয়াহ্‌ ভাই ওয়াহ্‌'-র মতো সিরিয়ালে জনপ্রিয়তা পান ৷ বলিউড ছবি 'তাসান', 'লাভ কি দ্য এন্ড', 'মনসুন শুটআউট', 'রেসকিউ'-র মতো ছবিতে অভিনয় করেছেন ৷

সোশাল মিডিয়াতে সমান সক্রিয় সৃজিতা ৷ পাশাপাশি বিগবস 16 সিজনে প্রথমবার নিজের প্রিয়জনের নাম প্রকাশ্যে আনেন তিনি ৷ সেখান থেকেই প্রথম জানা যায়, তাঁর স্বপ্নের মানুষের কথা ৷ এক রেস্তরাঁয় দেখা হয়েছিল দুজনের। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম ৷ অবশেষে বিয়ে ৷ দেশে নয়, জার্মানির হ্যামবার্গের চার্চে বিয়ে সেরেছেন অভিনেত্রী ৷ কারণ পাত্রের জন্মস্থান জার্মানি এবং তিনি খ্রিস্টান। সেই ধর্মের রীতি মেনেই বিয়ে হয়েছে তাঁর। বিয়ের দিন সৃজিতা সেজেছিলেন সাদা গাউনে ৷ গলায় হিরের নেকলেস ৷ কানে ছোট হিরের দুল ৷ অন্যদিকে বরের পরনে ছিল কালো থ্রি পিস স্যুট।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বিয়ের ছবি শেয়ার করে সৃজিতা ক্যাপশনে লেখেন, "আজ থেকে হাতে হাত রেখে এক নতুন অধ্যায়ের সূচনা হল আমাদের।" তবে বিয়ে জার্মানিতে হলেও, আগামী 17 জুলাই মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করা হয়েছে অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ও সতীর্থদের জন্য।

আরও পড়ুন: ঘোষিত হল অনুরাগ বসু পরিচালিত 'মেট্রো ইন দিনো' মুক্তির তারিখ, কবে জেনে নিন...

প্রসঙ্গত, মাইকেল ও সৃজিতার প্রেমপর্ব শুরু হয়েছিল 2019 সালে ৷ 2021 ভালোবাসার শহর প্যারিসে সৃজিতাকে বিয়ের প্রস্তাব দেন মাইকেল ৷ সেই বছরই ঠিক ছিল বিয়ে করার ৷ কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে যায় ৷ অবশেষে স্বপ্নপূরণ হয়েছে সৃজিতার ৷

হায়দরাবাদ, 3 জুলাই: চর্চা চলছিল অনেকদিন ধরেই ৷ অবশেষে সোশাল মিডিয়ায় এসেছে সেই ছবি ৷ বিয়ে করলেন বাঙালি অভিনেত্রী সৃজিতা দে ৷ সুদূর জার্মানিতে বহুদিনের সঙ্গী মাইকেল ব্লম-পেপের সঙ্গে বিয়ে সারেন তিনি ৷ 1 জুলাই জীবনের নতুন অধ্যায়ের সূচণা করেছেন 'বিগবস'- খ্যাত অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অর্চনা গৌতম থেকে শিব ঠাকরে ৷

আসানসোলের মেয়ে সৃজিতা। অভিনয়ের টানে পাড়ি দিয়েছিলেন মায়ানগরী মুম্বইয়ে ৷ সেখানে ধীরে ধীরে ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি ৷ জনপ্রিয় ধারাবাহিক 'কসৌটি জিন্দেগি কি'- দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি৷ তার পর একে একে 'উত্তরণ', 'করম আপনা আপনা', 'অন্নু কি হো গয়ি ওয়াহ্‌ ভাই ওয়াহ্‌'-র মতো সিরিয়ালে জনপ্রিয়তা পান ৷ বলিউড ছবি 'তাসান', 'লাভ কি দ্য এন্ড', 'মনসুন শুটআউট', 'রেসকিউ'-র মতো ছবিতে অভিনয় করেছেন ৷

সোশাল মিডিয়াতে সমান সক্রিয় সৃজিতা ৷ পাশাপাশি বিগবস 16 সিজনে প্রথমবার নিজের প্রিয়জনের নাম প্রকাশ্যে আনেন তিনি ৷ সেখান থেকেই প্রথম জানা যায়, তাঁর স্বপ্নের মানুষের কথা ৷ এক রেস্তরাঁয় দেখা হয়েছিল দুজনের। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম ৷ অবশেষে বিয়ে ৷ দেশে নয়, জার্মানির হ্যামবার্গের চার্চে বিয়ে সেরেছেন অভিনেত্রী ৷ কারণ পাত্রের জন্মস্থান জার্মানি এবং তিনি খ্রিস্টান। সেই ধর্মের রীতি মেনেই বিয়ে হয়েছে তাঁর। বিয়ের দিন সৃজিতা সেজেছিলেন সাদা গাউনে ৷ গলায় হিরের নেকলেস ৷ কানে ছোট হিরের দুল ৷ অন্যদিকে বরের পরনে ছিল কালো থ্রি পিস স্যুট।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বিয়ের ছবি শেয়ার করে সৃজিতা ক্যাপশনে লেখেন, "আজ থেকে হাতে হাত রেখে এক নতুন অধ্যায়ের সূচনা হল আমাদের।" তবে বিয়ে জার্মানিতে হলেও, আগামী 17 জুলাই মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করা হয়েছে অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ও সতীর্থদের জন্য।

আরও পড়ুন: ঘোষিত হল অনুরাগ বসু পরিচালিত 'মেট্রো ইন দিনো' মুক্তির তারিখ, কবে জেনে নিন...

প্রসঙ্গত, মাইকেল ও সৃজিতার প্রেমপর্ব শুরু হয়েছিল 2019 সালে ৷ 2021 ভালোবাসার শহর প্যারিসে সৃজিতাকে বিয়ের প্রস্তাব দেন মাইকেল ৷ সেই বছরই ঠিক ছিল বিয়ে করার ৷ কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে যায় ৷ অবশেষে স্বপ্নপূরণ হয়েছে সৃজিতার ৷

Last Updated : Jul 3, 2023, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.