ETV Bharat / entertainment

Rabindra Kabya Rahasya in IFFI: 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'-য় এবার শ্রাবন্তীর 'রবীন্দ্র কাব্য রহস্য'

'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'য় স্থান পেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়-ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবি 'রবীন্দ্র কাব্য রহস্য' ৷ ছবির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল ৷

Rabindra Kabya Rahasya in IFFI
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 9:10 PM IST

কলকাতা, 25 অক্টোবর: 'ইন্ডিয়ান প্যানোরমা 2023'-এ অফিসিয়াল সিলেকশন পেল শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত 'রবীন্দ্র কাব্য রহস্য'। অর্থাৎ গোয়ায় 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'-য় দেখানো হবে এই ছবি ৷ সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্য়ায়, ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা ৷

বুধবার সোশাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে শ্রাবন্তী লেখেন, "রবীন্দ্র কাব্য রহস্যর মুখ্য চরিত্রাভিনেত্রী হিসেবে আমি খুশি । ছবিটা 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2023'-এর ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে মনোনীত হয়েছে ।" ছবির প্রযোজনা সংস্থা এসকে মুভিজ-কেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী । অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ভীষণ খুশি এই খবর পেয়ে ৷


পরিচালক সায়ন্তন ঘোষাল এই ছবি বানিয়েছেন লন্ডনের প্রেক্ষাপটে । টানটান রহস্য রয়েছে ছবিতে । তবে একটু অন্য কায়দায় । ছবির কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুর । মূলত খুনের রহস্য় এবং সিরিয়াল কিলিং-এর গল্পই আছে এই ছবিতে । এই ছবিতে দু'টো সময় উঠে এসেছে । রবি ঠাকুর নোবেল প্রাপ্তির আগে বারবার লন্ডনে যাতায়াত করেছিলেন । কবি সেই সময়ে লন্ডনে তাঁর বন্ধু উইলিয়াম রথেনস্টাইন নামে তাঁর এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকতেন ।

আরও পড়ুন: রামায়ণ থেকে কিশোর কুমারের বায়োপিক, নতুন কাজ নিয়ে মুখ খুললেন রণবীর

সেই সময় অর্থাৎ নোবেলপ্রাপ্তির আগে ও পরের সময় অর্থাৎ 2022 সালের গল্প বলা রয়েছে ছবিতে । উইলিয়ামের চরিত্রে দেখা গিয়েছে ঋতব্রত মুখোপাধ্যায়কে । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়ও । ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন সৌগত বসু। সঙ্গীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র। ক্যামেরায় টুবান। সম্পাদনা শুভজিৎ সিংহের। নিবেদনে অশোক ধানুকা, হিমাংশু ধানুকা।

আরও পড়ুন: বিদেশি উৎসবে প্রিমিয়ার সৃজিত চঞ্চলের 'পদাতিক' ছবির, উচ্ছ্বসিত প্রযোজক


আসলে সায়ন্তন একশো বছর আগের সময়ের সঙ্গে বর্তমানের যোগসূত্র তৈরি করেছেন এই ছবিতে । গল্পের দিকে তাকালে দেখা যায় একজন রহস্য রোমাঞ্চ লেখককে ৷ রবীন্দ্রনাথকে নিয়ে তার অনেক পড়াশোনা রয়েছে ৷ সে লন্ডনে গিয়ে খুনের তদন্ত শুরু করে । তবে জনসমক্ষে খুব একটা না এসে অন্তরালে থেকেই চালাতে থাকে অনুসন্ধান । তার সঙ্গে দেখা হয় এই সময়ের একজন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীর । সে এখন রবীন্দ্রসঙ্গীত নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করছে ৷ ক্রাইম থ্রিলার লেখকের ভূমিকায় অভিনয়ে আছেন ঋত্বিক চক্রবর্তী। রবীন্দ্র সঙ্গীত শিল্পীর চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ছবিতে ।

কলকাতা, 25 অক্টোবর: 'ইন্ডিয়ান প্যানোরমা 2023'-এ অফিসিয়াল সিলেকশন পেল শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত 'রবীন্দ্র কাব্য রহস্য'। অর্থাৎ গোয়ায় 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'-য় দেখানো হবে এই ছবি ৷ সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্য়ায়, ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা ৷

বুধবার সোশাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে শ্রাবন্তী লেখেন, "রবীন্দ্র কাব্য রহস্যর মুখ্য চরিত্রাভিনেত্রী হিসেবে আমি খুশি । ছবিটা 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2023'-এর ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে মনোনীত হয়েছে ।" ছবির প্রযোজনা সংস্থা এসকে মুভিজ-কেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী । অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ভীষণ খুশি এই খবর পেয়ে ৷


পরিচালক সায়ন্তন ঘোষাল এই ছবি বানিয়েছেন লন্ডনের প্রেক্ষাপটে । টানটান রহস্য রয়েছে ছবিতে । তবে একটু অন্য কায়দায় । ছবির কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুর । মূলত খুনের রহস্য় এবং সিরিয়াল কিলিং-এর গল্পই আছে এই ছবিতে । এই ছবিতে দু'টো সময় উঠে এসেছে । রবি ঠাকুর নোবেল প্রাপ্তির আগে বারবার লন্ডনে যাতায়াত করেছিলেন । কবি সেই সময়ে লন্ডনে তাঁর বন্ধু উইলিয়াম রথেনস্টাইন নামে তাঁর এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকতেন ।

আরও পড়ুন: রামায়ণ থেকে কিশোর কুমারের বায়োপিক, নতুন কাজ নিয়ে মুখ খুললেন রণবীর

সেই সময় অর্থাৎ নোবেলপ্রাপ্তির আগে ও পরের সময় অর্থাৎ 2022 সালের গল্প বলা রয়েছে ছবিতে । উইলিয়ামের চরিত্রে দেখা গিয়েছে ঋতব্রত মুখোপাধ্যায়কে । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়ও । ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন সৌগত বসু। সঙ্গীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র। ক্যামেরায় টুবান। সম্পাদনা শুভজিৎ সিংহের। নিবেদনে অশোক ধানুকা, হিমাংশু ধানুকা।

আরও পড়ুন: বিদেশি উৎসবে প্রিমিয়ার সৃজিত চঞ্চলের 'পদাতিক' ছবির, উচ্ছ্বসিত প্রযোজক


আসলে সায়ন্তন একশো বছর আগের সময়ের সঙ্গে বর্তমানের যোগসূত্র তৈরি করেছেন এই ছবিতে । গল্পের দিকে তাকালে দেখা যায় একজন রহস্য রোমাঞ্চ লেখককে ৷ রবীন্দ্রনাথকে নিয়ে তার অনেক পড়াশোনা রয়েছে ৷ সে লন্ডনে গিয়ে খুনের তদন্ত শুরু করে । তবে জনসমক্ষে খুব একটা না এসে অন্তরালে থেকেই চালাতে থাকে অনুসন্ধান । তার সঙ্গে দেখা হয় এই সময়ের একজন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীর । সে এখন রবীন্দ্রসঙ্গীত নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করছে ৷ ক্রাইম থ্রিলার লেখকের ভূমিকায় অভিনয়ে আছেন ঋত্বিক চক্রবর্তী। রবীন্দ্র সঙ্গীত শিল্পীর চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ছবিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.