ETV Bharat / entertainment

Srabanti Chatterjee: 'একটু নার্ভাস তো ছিলামই', ময়দানে ঘোড়ায় চড়ার প্রশিক্ষণের পর বললেন শ্রাবন্তী

দেবী চৌধুরানী ছবির প্রস্তুতি এখন তুঙ্গে ৷ সম্প্রতি ঘোড়ায় চড়া শিখতে ময়দানে হাজির হলেন শ্রাবন্তী ৷

Srabanti Chatterjee New Film
শ্রাবন্তীর নতুন ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 9:21 PM IST

নতুন ছবির জন্য় প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী

কলকাতা, 31 অগস্ট: 'দেবী চৌধুরানী' ছবির জন্য নিজের মন, প্রাণ উজার করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শ্রাবন্তী । তারই প্রমাণ মিলছে প্রতিনিয়ত । সবাই যখন রাখিবন্ধন উৎসব নিয়ে ব্যস্ত, শ্রাবন্তী তখন ভাদ্রের চাঁদিফাটা রোদ্দুরে ঘোড়ার পিঠে সওয়ার । তাঁকে যে 'দেবী চৌধুরানী' হয়ে উঠতে হবে । চলতি বছরের নভেম্বর মাস নাগাদ শুরু হবে 'দেবী চৌধুরানী- ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল' এর শুটিং । তাই প্রস্তুতি এখন তুঙ্গে।

শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে ঘোড়ায় চড়া থেকে শুরু করে তরোয়াল চালানো, সবই করতে হবে টলিউডের এই গ্ল্যামার কুইনকে । তাই এই মুহূর্তে তিনি যেন স্কুলে পড়া বাচ্চা । গুরুর আদেশ পালন করছেন অক্ষরে অক্ষরে ৷ সম্প্রতি ময়দানে তিনি ঘোড়াও ছোটালেন ট্রেনারের সঙ্গে ৷ অভিনেত্রীর কথায়, "একটু নার্ভাস তো ছিলামই । এ তো আর টাট্টু ঘোড়ায় চড়া নয় । পরে কেটে গিয়েছিল ভয়টা । তখন ভালো লেগেছে। তবে আমার ট্রেনার বলেছেন আমি প্রথম দিন হিসেবে মন্দ করিনি ।"

Srabanti Chatterjee
ময়দানে ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নিলেন অভিনেত্রী

পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিল ইটিভি ভারত । তিনি বলেন, "শ্রাবন্তী খুবই ব্যস্ত অভিনেত্রী । সবথেকে বড় কথা টালিগঞ্জের প্রথম সারির অভিনেত্রী তিনি । বাকি সব কাজ সরিয়ে রেখে এই কাজটার জন্য এতটা সময় দিচ্ছে, এই ডেডিকেশন দেখে আমি আপ্লুত । আমি দেখতে পাচ্ছি ও কতটা খাটছে এই ছবিটার জন্য । এই জিনিসগুলোই একজন পরিচালককে কাজের ক্ষেত্রে প্রেরণা জোগায় । একজন পরিচালক তাঁর ভাবনা দিয়ে একটা গল্প এবং চরিত্রগুলোকে সাজান । আর সেগুলোকে নিজেদের অধ্যবসায় দিয়ে রূপদান করেন শিল্পীরা । সেখানে এতটা ডেডিকেশন দেখলে পরিচালক তো অনুপ্রাণিত হবেই ।"

Srabanti Chatterjee New Film
ঘোড়ায় সওয়ার শ্রাবন্তী

আরও পড়ুুন: স্বস্তিকার অন্যরকম রাখি উদযাপন, সোশাল মাধ্যমে 'দাদা'কে নিয়ে আবেগঘন অভিনেত্রী

আর কী কী প্রশিক্ষণ বাকি শ্রাবন্তীর ? শুভ্রজিৎ বলেন, "অস্ত্র প্রশিক্ষণ বাকি আছে । সনাতন শাস্ত্র মতে হবে অস্ত্র প্রশিক্ষণ । ধনুর্বেদ সংহিতাতে যে নির্দেশ দেওয়া রয়েছে সেইভাবে অস্ত্রচালনা দেখানো হবে ছবিতে । আর সোহাগদির কাছে অভিনয়ের ওয়ার্কশপ বাকি আছে শ্রাবন্তীর । আর আমার সঙ্গে তো ওয়ার্কশপ চলছেই ।" নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন শিডিউলে চলবে এই ছবির শুটিং ।

নতুন ছবির জন্য় প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী

কলকাতা, 31 অগস্ট: 'দেবী চৌধুরানী' ছবির জন্য নিজের মন, প্রাণ উজার করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শ্রাবন্তী । তারই প্রমাণ মিলছে প্রতিনিয়ত । সবাই যখন রাখিবন্ধন উৎসব নিয়ে ব্যস্ত, শ্রাবন্তী তখন ভাদ্রের চাঁদিফাটা রোদ্দুরে ঘোড়ার পিঠে সওয়ার । তাঁকে যে 'দেবী চৌধুরানী' হয়ে উঠতে হবে । চলতি বছরের নভেম্বর মাস নাগাদ শুরু হবে 'দেবী চৌধুরানী- ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল' এর শুটিং । তাই প্রস্তুতি এখন তুঙ্গে।

শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে ঘোড়ায় চড়া থেকে শুরু করে তরোয়াল চালানো, সবই করতে হবে টলিউডের এই গ্ল্যামার কুইনকে । তাই এই মুহূর্তে তিনি যেন স্কুলে পড়া বাচ্চা । গুরুর আদেশ পালন করছেন অক্ষরে অক্ষরে ৷ সম্প্রতি ময়দানে তিনি ঘোড়াও ছোটালেন ট্রেনারের সঙ্গে ৷ অভিনেত্রীর কথায়, "একটু নার্ভাস তো ছিলামই । এ তো আর টাট্টু ঘোড়ায় চড়া নয় । পরে কেটে গিয়েছিল ভয়টা । তখন ভালো লেগেছে। তবে আমার ট্রেনার বলেছেন আমি প্রথম দিন হিসেবে মন্দ করিনি ।"

Srabanti Chatterjee
ময়দানে ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নিলেন অভিনেত্রী

পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিল ইটিভি ভারত । তিনি বলেন, "শ্রাবন্তী খুবই ব্যস্ত অভিনেত্রী । সবথেকে বড় কথা টালিগঞ্জের প্রথম সারির অভিনেত্রী তিনি । বাকি সব কাজ সরিয়ে রেখে এই কাজটার জন্য এতটা সময় দিচ্ছে, এই ডেডিকেশন দেখে আমি আপ্লুত । আমি দেখতে পাচ্ছি ও কতটা খাটছে এই ছবিটার জন্য । এই জিনিসগুলোই একজন পরিচালককে কাজের ক্ষেত্রে প্রেরণা জোগায় । একজন পরিচালক তাঁর ভাবনা দিয়ে একটা গল্প এবং চরিত্রগুলোকে সাজান । আর সেগুলোকে নিজেদের অধ্যবসায় দিয়ে রূপদান করেন শিল্পীরা । সেখানে এতটা ডেডিকেশন দেখলে পরিচালক তো অনুপ্রাণিত হবেই ।"

Srabanti Chatterjee New Film
ঘোড়ায় সওয়ার শ্রাবন্তী

আরও পড়ুুন: স্বস্তিকার অন্যরকম রাখি উদযাপন, সোশাল মাধ্যমে 'দাদা'কে নিয়ে আবেগঘন অভিনেত্রী

আর কী কী প্রশিক্ষণ বাকি শ্রাবন্তীর ? শুভ্রজিৎ বলেন, "অস্ত্র প্রশিক্ষণ বাকি আছে । সনাতন শাস্ত্র মতে হবে অস্ত্র প্রশিক্ষণ । ধনুর্বেদ সংহিতাতে যে নির্দেশ দেওয়া রয়েছে সেইভাবে অস্ত্রচালনা দেখানো হবে ছবিতে । আর সোহাগদির কাছে অভিনয়ের ওয়ার্কশপ বাকি আছে শ্রাবন্তীর । আর আমার সঙ্গে তো ওয়ার্কশপ চলছেই ।" নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন শিডিউলে চলবে এই ছবির শুটিং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.