কলকাতা, 31 মে : ব্যবসায়িক সাফল্যের নিরিখে দেখতে হলেও বক্স অফিস কাঁপাচ্ছে প্রয়াত দুই কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির ছবি 'বেলাশুরু'। বাংলা পেরিয়ে দেশে এবং বিদেশেও মুক্তি পেয়েছে এই ছবি । আর এবার মুক্তির পথে রাজ মুখোপাধ্যায় পরিচালিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'তৃতীয় পুরুষ'। জুন মাসে প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ( Raj Mukherjee Directional Film Tritiyo Purush Will Release in June)।
2020 সালেই অবশ্য মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। ছবির নির্মাণের সমস্ত কাজ পরিচালক রাজ মুখোপাধ্যায় সেরে ফেলেছিলেন 2018-19 সালের মধ্যেই ৷ কিন্তু এরপর অতিমারির কবলে এলোমেলো হয়ে গিয়েছিল সব । বহু ছবিই সময়মত মুক্তি পায়নি । আবার অনেক ছবি মুক্তি পেয়েও প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার কারণে সমস্য়ার মুখে পড়েছে উদাহরণ 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'।
এই মুক্তি না পাওয়া ছবির তালিকাতেই রয়েছে 'তৃতীয় পুরুষ'-ও । এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সৌমিত্র ছাড়াও এই ছবিতে দেখা যাবে মনোজ মিত্র, দীপঙ্কর দে, শ্রীলেখা মিত্র, ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং শিশুশিল্পী শুভদর্শী মুখোপাধ্যায়কে । সৌমিত্র চট্টোপাধ্যায়ের বন্ধুর চরিত্রে রয়েছেন মনোজ মিত্র । আইনজীবীর ভূমিকায় রয়েছেন দীপঙ্কর দে ।
আরও পড়ুন : ছবির সাফল্য কামনায় গঙ্গা মায়ের কাছে প্রার্থনা পৃথ্বীরাজ-সংযুক্তার
গল্পের প্লট গড়ে উঠেছে ডিমেনশিয়ায় আক্রান্ত বিপত্নীক এক বৃদ্ধকে ঘিরে । এই চরিত্রেই দর্শকরা দেখবেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে । সেই বৃদ্ধর ছেলে এবং বৌমা বিচ্ছিন্ন । একমাত্র নাতি থাকে দাদুর কাছেই । যে মানুষ নিজেকেই নিজে সামলাতে পারে না সে কীভাবে সামলাবে এক শিশুকে ? না কি মা-বাবার বিচ্ছেদের কারণে এলোমেলো হয়ে যাবে সেই শিশুটির জীবন । জানতে হলে দেখতে হবে এই ছবি । 10 জুন প্রেক্ষাগৃহে আসছে এই ছবি ।