ETV Bharat / entertainment

Soumitra Chatterjee Film Tritiyo Purush: 'বেলাশুরু'র পর মুক্তির পথে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত 'তৃতীয় পুরুষ' - Raj Mukherjee Directional Film Tritiyo Purush Will Release in June

'বেলাশুরু'র পর এবার মুক্তির পথে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি 'তৃতীয় পুরুষ'। পরিচালক রাজ মুখোপাধ্যায় । 10 জুন প্রেক্ষাগৃহে আসছে এই ছবি ( Raj Mukherjee Directional Film Tritiyo Purush Will Release in June)।

Raj Mukherjee Directional Film Tritiyo Purush
মুক্তির পথে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত 'তৃতীয় পুরুষ'
author img

By

Published : May 31, 2022, 10:55 AM IST

কলকাতা, 31 মে : ব্যবসায়িক সাফল্যের নিরিখে দেখতে হলেও বক্স অফিস কাঁপাচ্ছে প্রয়াত দুই কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির ছবি 'বেলাশুরু'। বাংলা পেরিয়ে দেশে এবং বিদেশেও মুক্তি পেয়েছে এই ছবি । আর এবার মুক্তির পথে রাজ মুখোপাধ্যায় পরিচালিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'তৃতীয় পুরুষ'। জুন মাসে প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ( Raj Mukherjee Directional Film Tritiyo Purush Will Release in June)।

2020 সালেই অবশ্য মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। ছবির নির্মাণের সমস্ত কাজ পরিচালক রাজ মুখোপাধ্যায় সেরে ফেলেছিলেন 2018-19 সালের মধ্যেই ৷ কিন্তু এরপর অতিমারির কবলে এলোমেলো হয়ে গিয়েছিল সব । বহু ছবিই সময়মত মুক্তি পায়নি । আবার অনেক ছবি মুক্তি পেয়েও প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার কারণে সমস্য়ার মুখে পড়েছে উদাহরণ 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'।

Raj Mukherjee Directional Film Tritiyo Purush
মুক্তির পথে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত 'তৃতীয় পুরুষ'

এই মুক্তি না পাওয়া ছবির তালিকাতেই রয়েছে 'তৃতীয় পুরুষ'-ও । এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সৌমিত্র ছাড়াও এই ছবিতে দেখা যাবে মনোজ মিত্র, দীপঙ্কর দে, শ্রীলেখা মিত্র, ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং শিশুশিল্পী শুভদর্শী মুখোপাধ্যায়কে । সৌমিত্র চট্টোপাধ্যায়ের বন্ধুর চরিত্রে রয়েছেন মনোজ মিত্র । আইনজীবীর ভূমিকায় রয়েছেন দীপঙ্কর দে ।

আরও পড়ুন : ছবির সাফল্য কামনায় গঙ্গা মায়ের কাছে প্রার্থনা পৃথ্বীরাজ-সংযুক্তার

গল্পের প্লট গড়ে উঠেছে ডিমেনশিয়ায় আক্রান্ত বিপত্নীক এক বৃদ্ধকে ঘিরে । এই চরিত্রেই দর্শকরা দেখবেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে । সেই বৃদ্ধর ছেলে এবং বৌমা বিচ্ছিন্ন । একমাত্র নাতি থাকে দাদুর কাছেই । যে মানুষ নিজেকেই নিজে সামলাতে পারে না সে কীভাবে সামলাবে এক শিশুকে ? না কি মা-বাবার বিচ্ছেদের কারণে এলোমেলো হয়ে যাবে সেই শিশুটির জীবন । জানতে হলে দেখতে হবে এই ছবি । 10 জুন প্রেক্ষাগৃহে আসছে এই ছবি ।

কলকাতা, 31 মে : ব্যবসায়িক সাফল্যের নিরিখে দেখতে হলেও বক্স অফিস কাঁপাচ্ছে প্রয়াত দুই কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির ছবি 'বেলাশুরু'। বাংলা পেরিয়ে দেশে এবং বিদেশেও মুক্তি পেয়েছে এই ছবি । আর এবার মুক্তির পথে রাজ মুখোপাধ্যায় পরিচালিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'তৃতীয় পুরুষ'। জুন মাসে প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ( Raj Mukherjee Directional Film Tritiyo Purush Will Release in June)।

2020 সালেই অবশ্য মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। ছবির নির্মাণের সমস্ত কাজ পরিচালক রাজ মুখোপাধ্যায় সেরে ফেলেছিলেন 2018-19 সালের মধ্যেই ৷ কিন্তু এরপর অতিমারির কবলে এলোমেলো হয়ে গিয়েছিল সব । বহু ছবিই সময়মত মুক্তি পায়নি । আবার অনেক ছবি মুক্তি পেয়েও প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার কারণে সমস্য়ার মুখে পড়েছে উদাহরণ 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'।

Raj Mukherjee Directional Film Tritiyo Purush
মুক্তির পথে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত 'তৃতীয় পুরুষ'

এই মুক্তি না পাওয়া ছবির তালিকাতেই রয়েছে 'তৃতীয় পুরুষ'-ও । এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সৌমিত্র ছাড়াও এই ছবিতে দেখা যাবে মনোজ মিত্র, দীপঙ্কর দে, শ্রীলেখা মিত্র, ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং শিশুশিল্পী শুভদর্শী মুখোপাধ্যায়কে । সৌমিত্র চট্টোপাধ্যায়ের বন্ধুর চরিত্রে রয়েছেন মনোজ মিত্র । আইনজীবীর ভূমিকায় রয়েছেন দীপঙ্কর দে ।

আরও পড়ুন : ছবির সাফল্য কামনায় গঙ্গা মায়ের কাছে প্রার্থনা পৃথ্বীরাজ-সংযুক্তার

গল্পের প্লট গড়ে উঠেছে ডিমেনশিয়ায় আক্রান্ত বিপত্নীক এক বৃদ্ধকে ঘিরে । এই চরিত্রেই দর্শকরা দেখবেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে । সেই বৃদ্ধর ছেলে এবং বৌমা বিচ্ছিন্ন । একমাত্র নাতি থাকে দাদুর কাছেই । যে মানুষ নিজেকেই নিজে সামলাতে পারে না সে কীভাবে সামলাবে এক শিশুকে ? না কি মা-বাবার বিচ্ছেদের কারণে এলোমেলো হয়ে যাবে সেই শিশুটির জীবন । জানতে হলে দেখতে হবে এই ছবি । 10 জুন প্রেক্ষাগৃহে আসছে এই ছবি ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.