হায়দরাবাদ, 14 এপ্রিল: আজ রণলিয়ার বিয়ের জন্মদিন ৷ ঠিক এক বছর আগে আজকের দিনেই রণবীরের গলায় মালা দিয়ে জীবনের নতুন অধ্য়ায় শুরু করেছিলেন আলিয়া ৷ আর তাই আজকের এই বিশেষ দিনে মেয়ের বিবাহের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেন অভিনেত্রী সোনি রাজদান ৷ মা সোনি এদিন এই ছবিগুলির পাশাপাশি একটি মিষ্টি বার্তাও পাঠিয়েছেন মেয়ে-জামাইয়ের জন্য় ৷
তিনি লিখেছেন, "গতবছর এই দিনে আমার দুই মিষ্টি ভালোবাসার মানুষ একে অপরকে কথা দিয়েছিল যে তারা ভালো সময় এবং যে কোনও ধরনের পরিস্থিতিতে একে অপরের সঙ্গে থাকবে ৷ তোমাদের দু'জনকেই জানাই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ৷ আশা করি আগামী যাত্রা আরও আনন্দময় হবে ৷" আলিয়া রণবীরের প্রেমের সূত্রপাত হয়েছিল ব্রহ্মাস্ত্র ছবির সেট থেকেই ৷ গতবছর এই ছবি বেশ সাফল্য় পায় বক্স অফিসে ৷ আবার গত বছরই বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া-রণবীর ৷ ডিয়ার জিন্দেগী স্টার মাও হন গতবছরই ৷ তাই বলাই যায় 2022 সালটা একটি দারুণ বছর ছিল রণলিয়ার জন্য় ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
একেবারেই ঘনিষ্ট কিছু বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের উপস্থিতিতে গত বছর গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর ৷ এরপর একটি রিসেপশনেরও ব্যবস্থা করা হয় দুই পরিবারের তরফে ৷ এরপর নভেম্বর মাসে মা হন আলিয়া ৷ তাঁদের একমাত্র এই কন্য়াটির নাম রাহা ৷ ইতিমধ্য়েই কন্যাকে নিয়ে বেশ কয়েকবার ক্য়ামেরার সামনে এসেছেন আলিয়া ৷
কাজ নিয়ে কথা বলতে গেলে, আলিয়া এবছর পর্দায় আসতে চলেছেন রণবীর সিংয়ের সঙ্গে ৷ করণ জোহরের এই আগামী ছবিটির নাম 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ এছাড়াও আলিয়ার হাতে রয়েছে হলিউড প্রোজেক্ট 'দ্য হার্ট অফ স্টোন' ৷ অন্য়দিকে, রণবীর কাপুর সম্প্রতি বেশ প্রশংসিত হয়েছেন তাঁর শেষ ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর জন্য় ৷ আর আগামীতে তাঁকে পর্দায় দেখা যাবে 'অ্যানিম্যাল' ছবিতে ৷
আরও পড়ুন: আনন্দে ভরে উঠুক নতুন বছর, শুভেচ্ছা জানালেন রঞ্জিত অঙ্কুশ অনির্বাণরা