ETV Bharat / entertainment

Sonam and Anand Ahuja: 'আনন্দে'র সঙ্গে সাত বছর, বিশেষ দিনে সোশাল মিডিয়ায় আবেগঘন সোনম - স্বামীর জন্য আবেগঘন পোস্ট সোনমের

সাতবছর একসঙ্গে কাটিয়ে ফেললেন বলি অভিনেত্রী সোনম কাপুর (Bollywood Actor Sonam Kapoor) ও আনন্দ আহুজা ৷ এদিন অনিল কন্যে ইনস্টাতে করলেন আবেগঘন পোস্ট ৷ স্বামী আনন্দ আহুজাকে উল্লেখ করে লিখলেন, "সাতবছর পার করলাম, প্রিয় ! তোমার সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না...তোমাকে খুব মিস করছি ৷"

Sonam and Anand Ahuj
সোনম ও আনন্দ একসঙ্গে কাটালেন 7 বছর
author img

By

Published : Dec 4, 2022, 8:47 PM IST

মুম্বই, 4 ডিসেম্বর: একসঙ্গে সাত-সাতটা বছর কাটিয়ে ফেললেন সোনম কাপুর (Sonam Kapoor) এবং আনন্দ আহুজা (Anand Ahuja) ৷ এদিন স্বামীকে উল্লেখ করে ইনস্টাতে আবেগঘন পোস্ট করলেন অনিল-কন্যা (Sonam and Anand Celebrate 7 Years of Togetherness) ৷ লিখলেন, "সাতবছর পার করলাম, প্রিয় ! তোমার সঙ্গে কোনওকিছুর তুলনা হয় না...তোমাকে খুব মিস করছি ৷ একসঙ্গে চলা সাতটা বছরের প্রত্যেকটা দিনই ছিল অসাধারণ ৷" সোনমের পোস্টে পালটা মন্তব্য করেছেন স্বামী আনন্দ ৷

এদিন ইনস্টাতে এই পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন সোনম ৷ যেখানে অভিনেত্রী এবং তাঁর বেটার-হাফ একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন ৷ দু'জনের পরনেই রয়েছে নীলরঙা পোশাক ৷ স্বামী আনন্দ আহুজা এই পোস্টে মন্তব্য করে লিখেছেন, "আমার প্রিয় সোনা"। সোনমের পোস্টে মন্তব্য করেছেন মা সুনীতা কাপুরও ৷ একাধিক হার্ট ইমোজি দিয়ে আদর প্রকাশ করেছেন মেয়েকে।

উল্লেখ্য, সোনম এবং আনন্দ 2018 সালের 8 মে মহা ধুমধানের সঙ্গে পঞ্জাবি মতে সাত পাকে বাঁধা পড়েন । যদিও তার অনেক আগে আজকের দিন থেকেই তাঁদের ফোনালাপ শুরু হয় ৷ তাই আজকের দিনটিকে সেলিব্রেট করছেন সোনম-আনন্দ ৷ গত মার্চ মাসে সেলেব দম্পতি ঘোষণা করেছিলেন যে, কোল আলো করে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান ৷ এরপর চলতি বছরের 20 অগস্টে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী ৷ তাঁরা সন্তানের নাম রাখেন 'বায়ু' ৷

আরও পড়ুন: ছেলেকে নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে সোনম, জানালেন নামও

মুম্বই, 4 ডিসেম্বর: একসঙ্গে সাত-সাতটা বছর কাটিয়ে ফেললেন সোনম কাপুর (Sonam Kapoor) এবং আনন্দ আহুজা (Anand Ahuja) ৷ এদিন স্বামীকে উল্লেখ করে ইনস্টাতে আবেগঘন পোস্ট করলেন অনিল-কন্যা (Sonam and Anand Celebrate 7 Years of Togetherness) ৷ লিখলেন, "সাতবছর পার করলাম, প্রিয় ! তোমার সঙ্গে কোনওকিছুর তুলনা হয় না...তোমাকে খুব মিস করছি ৷ একসঙ্গে চলা সাতটা বছরের প্রত্যেকটা দিনই ছিল অসাধারণ ৷" সোনমের পোস্টে পালটা মন্তব্য করেছেন স্বামী আনন্দ ৷

এদিন ইনস্টাতে এই পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন সোনম ৷ যেখানে অভিনেত্রী এবং তাঁর বেটার-হাফ একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন ৷ দু'জনের পরনেই রয়েছে নীলরঙা পোশাক ৷ স্বামী আনন্দ আহুজা এই পোস্টে মন্তব্য করে লিখেছেন, "আমার প্রিয় সোনা"। সোনমের পোস্টে মন্তব্য করেছেন মা সুনীতা কাপুরও ৷ একাধিক হার্ট ইমোজি দিয়ে আদর প্রকাশ করেছেন মেয়েকে।

উল্লেখ্য, সোনম এবং আনন্দ 2018 সালের 8 মে মহা ধুমধানের সঙ্গে পঞ্জাবি মতে সাত পাকে বাঁধা পড়েন । যদিও তার অনেক আগে আজকের দিন থেকেই তাঁদের ফোনালাপ শুরু হয় ৷ তাই আজকের দিনটিকে সেলিব্রেট করছেন সোনম-আনন্দ ৷ গত মার্চ মাসে সেলেব দম্পতি ঘোষণা করেছিলেন যে, কোল আলো করে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান ৷ এরপর চলতি বছরের 20 অগস্টে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী ৷ তাঁরা সন্তানের নাম রাখেন 'বায়ু' ৷

আরও পড়ুন: ছেলেকে নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে সোনম, জানালেন নামও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.