ETV Bharat / entertainment

Sonakshi Sinha : অনামিকায় ইয়া বড় আংটি, বাগদান সেরে ফেললেন শত্রুঘ্ন-কন্যা ? - বাগদান সেরে ফেললেন সোনাক্ষী নতুন ইনস্টা পোস্ট ঘিরে শুরু হল এমনই জল্পনা

বাগদান সেরে ফেললেন না কি বলিউডের দাবাং লেডি সোনাক্ষী সিনহা ? তাঁর নতুন ইনস্টা পোস্ট ঘিরে শুরু হল এমনই জল্পনা (Sonakshi Sinha Engagement Announcement) ৷

Is Sonakshi Sinha Engaged
বাগদান সেরে ফেললেন সোনাক্ষী ? নতুন ইনস্টা পোস্ট ঘিরে শুরু হল এমনই জল্পনা
author img

By

Published : May 9, 2022, 4:46 PM IST

হায়দরাবাদ, 9 মে : বলিউডের দাবাং লেডি সোনাক্ষী সিনহা এখন রীতিমত শিরোনামে রয়েছেন তাঁর নতুন একটি পোস্টের জন্য় ৷ অবশ্য় কিছু দিন তাঁর বিয়ের তথা সম্পর্কের গল্প নিয়ে জল্পনা চলছিল যথেষ্ট ৷ এমনকি ঈদে জাহির ইকবালের সঙ্গে তাঁর ছবি সামনে আসার পরেও প্রশ্ন উঠতে শুরু করেছিল তাঁদের সম্পর্ক নিয়ে ৷ আর এবার এমন কয়েকটি ছবি শেয়ার করলেন অভিনত্রী, যা সোনাক্ষী সংক্রান্ত জল্পনার বারুদে অগ্নি সংযোগ করতে বাকি রাখল না ৷

সোনাক্ষী এদিন ইনস্টাগ্রামে ছবির একটি সিরিজ শেয়ার করেছন বললেই বোধ হয় ঠিক বলা হয় ৷ আর এই ছবির সবচেয়ে বড় বিষয়টি অভিনেত্রীর বাম হাতের অনামিকায় রয়েছে একটি হিরের আংটি ৷ একটি ছবিতে এও দেখা যায় যে একটি রহস্যময় পুরুষ হাতের ওপর হাত রেখেছেন তিনি ৷ ইঙ্গিত স্পষ্ট যে তিনি এই বিষয়টি এখনই সামনে চান না ৷ তবে অনেকেই বলছেন আসলে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী ৷ আর সেই খবরই তিনি জানালেন অনুরাগীদের ৷

আরও পড়ুন : সোনাক্ষীর সঙ্গে ডেটিং নিয়ে জল্পনা, মুখ খুললেন জাহির

ছবির ক্যাপশনেও একই রহস্যময়তা বজায় রেখেছেন শত্রুঘ্ন কন্যা ৷ তিনি লেখেন, "আমার জন্য একটা বড় দিন! আমার সবচেয়ে বড় স্বপ্নগুলির মধ্যে একটি সত্য়ি হতে চলেছে… এবং আমি এটি আপনাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷ বিশ্বাস করতে পারছি না এটি এত ইজি ছিল!" অভিনয়ের ক্ষেত্রে দেখতে গেলে সোনাক্ষীকে আগামিতে 'ডাবল এক্সএল' ছবিতে হুমা কুরেশির সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে ৷

হায়দরাবাদ, 9 মে : বলিউডের দাবাং লেডি সোনাক্ষী সিনহা এখন রীতিমত শিরোনামে রয়েছেন তাঁর নতুন একটি পোস্টের জন্য় ৷ অবশ্য় কিছু দিন তাঁর বিয়ের তথা সম্পর্কের গল্প নিয়ে জল্পনা চলছিল যথেষ্ট ৷ এমনকি ঈদে জাহির ইকবালের সঙ্গে তাঁর ছবি সামনে আসার পরেও প্রশ্ন উঠতে শুরু করেছিল তাঁদের সম্পর্ক নিয়ে ৷ আর এবার এমন কয়েকটি ছবি শেয়ার করলেন অভিনত্রী, যা সোনাক্ষী সংক্রান্ত জল্পনার বারুদে অগ্নি সংযোগ করতে বাকি রাখল না ৷

সোনাক্ষী এদিন ইনস্টাগ্রামে ছবির একটি সিরিজ শেয়ার করেছন বললেই বোধ হয় ঠিক বলা হয় ৷ আর এই ছবির সবচেয়ে বড় বিষয়টি অভিনেত্রীর বাম হাতের অনামিকায় রয়েছে একটি হিরের আংটি ৷ একটি ছবিতে এও দেখা যায় যে একটি রহস্যময় পুরুষ হাতের ওপর হাত রেখেছেন তিনি ৷ ইঙ্গিত স্পষ্ট যে তিনি এই বিষয়টি এখনই সামনে চান না ৷ তবে অনেকেই বলছেন আসলে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী ৷ আর সেই খবরই তিনি জানালেন অনুরাগীদের ৷

আরও পড়ুন : সোনাক্ষীর সঙ্গে ডেটিং নিয়ে জল্পনা, মুখ খুললেন জাহির

ছবির ক্যাপশনেও একই রহস্যময়তা বজায় রেখেছেন শত্রুঘ্ন কন্যা ৷ তিনি লেখেন, "আমার জন্য একটা বড় দিন! আমার সবচেয়ে বড় স্বপ্নগুলির মধ্যে একটি সত্য়ি হতে চলেছে… এবং আমি এটি আপনাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷ বিশ্বাস করতে পারছি না এটি এত ইজি ছিল!" অভিনয়ের ক্ষেত্রে দেখতে গেলে সোনাক্ষীকে আগামিতে 'ডাবল এক্সএল' ছবিতে হুমা কুরেশির সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.