মুম্বই, 22 সেপ্টেম্বর: সামনে এল হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহা নতুন ছবি 'ডাবল এক্স এল'-এর টিজার (Sonakshi Huma question body weight stereotypes) ৷ বৃহস্পতিবার মুক্তি পাওয়া এই টিজারটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে ৷ বডি শেমিং তথা রোগা-মোটা ইত্যাদি নিয়ে প্রচলিত স্টিরিওটাইপগুলিকে হাসির ছলে আক্রমণ করেছে এই ছবি ৷ টিজারটি মাত্র 30 সেকেন্ডের(Sonakshi and Huma starrer Double XL ) ৷
তবে এই 30 সেকেন্ডেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন দুই নায়িকা ৷ পুরুষতান্ত্রিক সমাজ যেভাবে মহিলাদের দেখেন, তাঁদের স্থূলতার বিষয়গুলি যেভাবে আলোচিত হয়, তাঁরা যে যে প্রশ্ন তুলে ধরেন সেই সবেরই ব্যঙ্গাত্মক জবাব তুলে ধরেছে এই ট্রেলার ৷ এখনও অনেকক্ষেত্রে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্য়াগুলির অন্যতম হল নারীর প্রতি প্রাচীন রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ৷ আর তাকেই আঘাত করে 'ডাবল এক্স এল'(Double XL Teaser Releases) ৷
এই ছবির শুটিং হয়েছে ভারত এবং ব্রিটেনে ৷ ছবিতে যে দুই মহিলার গল্প ফুটে ওঠে তাঁদের একজন উত্তর প্রদেশের নাগরিক এবং অন্যজন নয়া দিল্লির বাসিন্দা ৷ একদিকে ঝাঁ চকচকে শহর এবং কিছুটা পুরাতনী চিন্তা ধারা থেকে উঠে আসা দুটি মানুষকে মিলিয়ে দেবে এই ছবি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: লেডি ইন ব্ল্যাক ! বর্ধমান রাজবাড়িতে নানান মুডে ধরা দিলেন তৃণা
ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সতরম রামামি ৷ 'ডাবল এক্স এল'-এ আরও অভিনয় করেছেন জহির ইকবাল এবং মাহাত রাঘবেন্দ্র ৷ ভূষণ কুমার এবং কৃষাণ কুমার, বিপুল ডি শাহ, রাজেশ বাহল, অশ্বিন ভার্দে, সাকিব সেলিম, হুমা কুরেশি এবং মুদাসসার আজিজ প্রযোজিত এই ছবি পর্দায় আসতে চলেছে আগামী 14 অক্টোবর ৷