ETV Bharat / entertainment

Somy Ali on Salman: সলমনের ক্ষমা চাওয়া উচিৎ, সোশাল মিডিয়ায় দাবি ভাইজানের পুরনো বান্ধবী সোমির - সোশাল মিডিয়ায় দাবি ভাইজানের পুরনো বান্ধবী সোমির

সলমনকে সর্বসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি তুললেন তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি ৷ তাঁর সঙ্গে যে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন তার জন্য তাঁর সবার সামনে ক্ষমা চাওয়া উচিত ৷ এমনটাই দাবি এই প্রাক্তন অভিনেত্রীর(Somy Ali accuses Salman Khan of abuse) ৷

Somy Ali on Salman
সলমনকে সর্বসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি তুললেন তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি
author img

By

Published : Jan 7, 2023, 5:55 PM IST

হায়দরাবাদ, 7 জানুয়ারি: বলিউডের তথাকথিত 'চির কুমার' সলমন খানের সঙ্গে কিন্তু একাধিকবার বিভিন্ন নারীর নাম জড়িয়েছে ৷ কখনও ক্যাটরিনা কাইফ কখনও ঐশ্বর্য রাই বচ্চন কখনও বা ইউলিয়া ভান্টুরের সঙ্গে চর্চায় শিরোনামে উঠে এসেছেন বলিউডের ভাইজান ৷ এই তালিকায় আরেকটি নাম পাক অভিনেত্রী সোমি আলি ৷ ন'য়ের দশকে সোমির সঙ্গে জড়িয়েছিল সলমনের নাম ৷ অভিনেত্রীর সোমি এই নিয়ে তাঁর সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখও খুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে (Somy Ali Salman Khan controversy)৷

বর্তমানে তিনি একজন সমাজকর্মী ৷ তবে ঠিক কতটা কঠিন ছিল সলমনের সঙ্গে কাটানো দিনগুলো (Somy Ali accuses Salman Khan of abuse) ৷ গতকালই একটি সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, "ওর (সলমন) সঙ্গে কাটানো আটটি বছর আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল ৷ আর একইসঙ্গে ও নিজে একাধিক সম্পর্কে জড়াত এবং সকলের সামনে অনর্গল আমাকে কুৎসিত, বোকা এবং নির্বোধ বলে যেত ৷"

শুধু তাই নয় বহুদিন তাঁকে সকলের সামনে নিজের প্রেমিকা বলে স্বীকার করেননি সলমন তা নিয়েও সুর চড়িয়েছেন সোমি ৷ শুক্রবার সোমি ইনস্টায় আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তিনি জানিয়েছেন সলমন ডিসকভারি প্লাসে তাঁর শো 'ফাইট অফ ফ্লাইট' ব্যান করে দিয়েছেন । তিনি বলেন,"মিস্টার খান ডিসকভারি প্লাসে আমার শো ব্যান করে আমাকে উসকে দিয়েছেন ৷ এই ফাইট অফ ফ্লাইট শোয়ের মাধ্যমে ভারত থেকে মানব পাচারের শিকার হওয়া মহিলাদের উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম । আমরা যাঁদের উদ্ধার করেছি তাঁদের 82 শতাংশই ভারতীয় মহিলা।"

আরও পড়ুন: বিএএফটিএ র মঞ্চেও জায়গা করে নিল রাজামৌলির 'আরআরআর'

তিনি আরও জানান, সলমন খান ডিসকভারি প্লাসের সঙ্গে যোগাযোগ করে এবং ভারতে এই শো নিষিদ্ধ করে দিয়েছেন তাই তিনি কথা বলতে বাধ্য হচ্ছেন ৷ শুধু তাই নয় সোমি সলমনের কাছে সর্বসমক্ষে ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন ৷ তিনি তাঁর এই ভিডিয়োতে বলেন, 'মিস্টার সলমন খানের কাছে আমি একটাই জিনিস চাই যে তিনি আমার সঙ্গে যে শারীরিক এবং যৌন নির্যাতন করেছেন তা স্বীকার করুন ৷ আমি চাই তিনি সর্বসমক্ষে ক্ষমা চান, যা একজন আত্মম্ভরী মানুষ কখনওই করবে না (Somy Ali wants Salman Khan to apologize)৷'

হায়দরাবাদ, 7 জানুয়ারি: বলিউডের তথাকথিত 'চির কুমার' সলমন খানের সঙ্গে কিন্তু একাধিকবার বিভিন্ন নারীর নাম জড়িয়েছে ৷ কখনও ক্যাটরিনা কাইফ কখনও ঐশ্বর্য রাই বচ্চন কখনও বা ইউলিয়া ভান্টুরের সঙ্গে চর্চায় শিরোনামে উঠে এসেছেন বলিউডের ভাইজান ৷ এই তালিকায় আরেকটি নাম পাক অভিনেত্রী সোমি আলি ৷ ন'য়ের দশকে সোমির সঙ্গে জড়িয়েছিল সলমনের নাম ৷ অভিনেত্রীর সোমি এই নিয়ে তাঁর সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখও খুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে (Somy Ali Salman Khan controversy)৷

বর্তমানে তিনি একজন সমাজকর্মী ৷ তবে ঠিক কতটা কঠিন ছিল সলমনের সঙ্গে কাটানো দিনগুলো (Somy Ali accuses Salman Khan of abuse) ৷ গতকালই একটি সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, "ওর (সলমন) সঙ্গে কাটানো আটটি বছর আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল ৷ আর একইসঙ্গে ও নিজে একাধিক সম্পর্কে জড়াত এবং সকলের সামনে অনর্গল আমাকে কুৎসিত, বোকা এবং নির্বোধ বলে যেত ৷"

শুধু তাই নয় বহুদিন তাঁকে সকলের সামনে নিজের প্রেমিকা বলে স্বীকার করেননি সলমন তা নিয়েও সুর চড়িয়েছেন সোমি ৷ শুক্রবার সোমি ইনস্টায় আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তিনি জানিয়েছেন সলমন ডিসকভারি প্লাসে তাঁর শো 'ফাইট অফ ফ্লাইট' ব্যান করে দিয়েছেন । তিনি বলেন,"মিস্টার খান ডিসকভারি প্লাসে আমার শো ব্যান করে আমাকে উসকে দিয়েছেন ৷ এই ফাইট অফ ফ্লাইট শোয়ের মাধ্যমে ভারত থেকে মানব পাচারের শিকার হওয়া মহিলাদের উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম । আমরা যাঁদের উদ্ধার করেছি তাঁদের 82 শতাংশই ভারতীয় মহিলা।"

আরও পড়ুন: বিএএফটিএ র মঞ্চেও জায়গা করে নিল রাজামৌলির 'আরআরআর'

তিনি আরও জানান, সলমন খান ডিসকভারি প্লাসের সঙ্গে যোগাযোগ করে এবং ভারতে এই শো নিষিদ্ধ করে দিয়েছেন তাই তিনি কথা বলতে বাধ্য হচ্ছেন ৷ শুধু তাই নয় সোমি সলমনের কাছে সর্বসমক্ষে ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন ৷ তিনি তাঁর এই ভিডিয়োতে বলেন, 'মিস্টার সলমন খানের কাছে আমি একটাই জিনিস চাই যে তিনি আমার সঙ্গে যে শারীরিক এবং যৌন নির্যাতন করেছেন তা স্বীকার করুন ৷ আমি চাই তিনি সর্বসমক্ষে ক্ষমা চান, যা একজন আত্মম্ভরী মানুষ কখনওই করবে না (Somy Ali wants Salman Khan to apologize)৷'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.