নয়াদিল্লি, 30 নভেম্বর: সাম্প্রতিককালে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য় কাশ্মীর ফাইলস' রীতিমতো শোরগোল ফেলেছে সিনে দুনিয়ায় ৷ এই ছবি নিয়ে দু'ভাগে ভাগ হয়ে গিয়েছেন সিনে সমালোচকরাও ৷ কারও মতে, এই ছবি কাশ্মীরের কাহিনিকে তুলে ধরে পক্ষপাত পূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে নির্মিত । কেউ আবার বলেছেন কাশ্মীরের আসল সত্যিকে হুবহু তুলে ধরার চেষ্টা করেছে এই ছবি ৷ সবমিলিয়ে বিবেকের 'দ্য় কাশ্মীর ফাইলস' নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই ৷ এই ছবি নিয়ে ইন্ডিয়ান ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্য়াল-এর জুরি প্রধান নাদাভ লাপিদও একটি বিস্ফোরক মন্তব্য় করেছিলেন ৷ সোমবার এই ইজরায়েলি নির্মাতা এই ছবিকে 'অশ্লীল' এবং 'পক্ষপাত দুষ্ট প্রচারের হাতিয়ার' বলে অভিযোগ করেছিলেন (IFFI jury head reaction on The Kashmir Files) ৷
53তম ইফি-র সমাপ্তি অনুষ্ঠানে তাঁর ভাষণ চলাকালীন তিনি বলেছিলেন, "দ্য কাশ্মীর ফাইলস ছবিটি দেখে আমরা সবাই বিরক্ত এবং হতবাক হয়েছি ৷ আমাদের মনে হয়েছে এই ছবি পক্ষপাত দুষ্ট প্রচারের হাতিয়ার এবং অশ্লীল ৷ এই ধরনের একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগের জন্য এটি অনুপযুক্ত (Nadav Lapid Says The Kashmir Files is Vulgar) ।"
এই ছবি নিয়ে তারপরও বিতর্ক কিন্তু কমেনি ৷ লাপিদকে একহাত নিয়ে ছবির অভিনেতা অনুপম খের লেখেন, "মিথ্যার উচ্চতা যতই বেশি হোক না কেন, সত্যের তুলনায় তা সর্বদা ছোটই থাকে ।"
ইসরায়েলি নিউজ ওয়েবসাইট ওয়াইনেটের সঙ্গে কথা বলতে গিয়ে এই মুখ খুলেছেন লাপিদ ৷ তিনি বলেন, 'কাউকে তো কথাটা বলতে হবে' ৷ তাঁর কথায়, "এটা একধরণের পাগলামো ৷ সত্যিই কি চলছিল এখানে? এটি একটা সরকারি উৎসব এবং ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। এটি এমন একটি ছবি যা সরাসরি ভারত সরকার না করলেও, অন্যভাবে এটিকে সমর্থন দিয়েছে ৷ এই ছবিতে ভারতের কাশ্মীর নীতির ঝলক ফুটে ওঠে এবং শুধু তাই নয় এটার যে একটি ফ্যাসিস্ট দিক রয়েছে তাও দেখায় ৷"
'দ্য় কাশ্মীর ফাইলস' ছবি নিয়ে তাঁর মন্তব্যের জন্য় ইতিমধ্যেই সমালোচনার স্বীকার হতে হয়েছে এই পরিচালককে ৷ এমনকী ইসরায়েলি অ্যাম্বাসেডর গিওর নিরনের তাঁকে খোলা চিঠি দিয়ে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন তবে মত পাল্টায়নি লাপিদের ৷
আরও পড়ুন: 'আইন ভেঙে' বাঘের ছবি তুলে বিপাকে, কী বললেন রবিনা ট্যান্ডন?
একথা ঠিক ব্যবসায়িকভাবে ভীষণ সফলতা পেয়েছিল এই ছবি ৷ তবে এও অভিযোগ উঠেছিল যে সত্য়কে কিছুটা নিজের মতো করে ব্যবহার করেছেন পরিচালক ৷ নয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের পলায়ন এবং তাঁদের ওপর অত্যাচারের কাহিনি তুলে ধরা হয়েছে এই সিনেমায় ৷ ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের-মত একাধিক পরিচিত মুখ ৷