হায়দরাবাদ, 11 অক্টোবর: 'নাম বিজয় দীননাথ চৌহান, বাপ কা নাম...', না না আসলে নামটা অমিতাভ বচ্চন ৷ তবে তাঁর সংলাপেই তিনি জানিয়ে দিয়েছেন হিন্দি ছবির জগতে তাঁর অবস্থান ৷ ওই যে বিগ বি রূপোলি পর্দায় বলেছিলেন, "হাম জাঁহা খাড়ে হোতে হ্যায় লাইন ওঁহিসে শুরু হোতা হ্যায় ৷" বিষয়টা আজও সমান সত্যি ৷ 81টি রঙিন বসন্ত পার করে আজ বিগ বি পা দিলেন 82-তে ৷ হিন্দি সিনেমার 'অ্যাংরি ইয়ং ম্যান' আজও নিজেকে ভেঙে চলেছেন সমানে ৷ তৈরি করছেন নতুন নতুন ঘরানা ৷ শুধু নায়ক রূপে নয় চরিত্রাভিনেতা রূপেও তিনি নজর কেড়েছেন বারবার ৷ আজ তাঁর জন্মদিন নিয়ে যখন মেতে উঠেছেন অনুরাগীরা ফিরে দেখা বিগ বি’র কিছু এমন ছবি যা বারবার দেখেও মন ভরে না ৷
শোলে: শোনা যায় পরিচালক রমেশ সিপ্পির এই ছবি দেখে সত্যজিৎ রায়ও নাকি মুগ্ধ হয়েছিলেন ৷ তিনি নাকি এও জানিয়েছিলেন, তিনিও এমন ছবি বানাতে পারতেন না ৷ এই কালজয়ী ছবিতে নায়কের ভূমিকায় নজর কেড়ছিলেন অমিতাভ বচ্চন ৷ 1975 সালের এই ছবিতে বিগ বি’র চরিত্রের নাম ছিল জয় ৷ আর তাঁর বন্ধু বীরুর ভূমিকায় দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকে ৷ অমিতাভ-ধর্মেন্দ্র-হেমা মালিনী জুটির এই ছবি আজও সিনেমার ইতিহাসে অমর হয়ে আছে ৷ 2005 সালের ফিল্মফেয়ার অনুষ্ঠানে বিচারকরা তো এই ছবিকে '50 বছরের সেরা হিন্দি ছবি' হিসাবে বেছে নেন ৷ শুধু তাই নয় ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের বিচারেও 'সেরা 10 ভারতীয় ছবি'র তালিকায় জায়গা পেয়েছে এই ছবি ৷ তাই অমিতাভের জন্মদিনে এই ছবিটা একবার না দেখলে কী চলে ?
পা: বলিউডের কমার্শিয়াল নায়ক থেকে নিজের অন্য পরিচয় গড়ে তুলতে নিজেকে কীভাবে ভেঙেছেন অমিতাভ বচ্চন তার অন্য়তম শ্রেষ্ঠ উদাহরণ 'পা' ৷ 2009 সালে মুক্তি পাওয়া আর বাল্কির এই ছবিতে জেনেটিক রোগ প্রোগেরিয়ায় আক্রান্ত এক 12 বছর বয়সি কিশোরের ভূমিকায় অভিনয় করেন তিনি ৷ তার জন্য় নিজের লুক পুরোপুরি বদলে ফেলেন অভিনেতা ৷ এই ছবির জন্য় জাতীয় পুরস্কারও জিতে নেন তিনি ৷
দ্য লাস্ট লিয়র: 2007 সালে বাঙালি পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে তৈরি হয়েছিল হরিশ মিশ্র চরিত্রটি ৷ আর এই চরিত্রে নিজেকে সম্পূর্ণ উজার করে দিয়েছিলেন অমিতাভ ৷ অনেকেই দাবি করেন, কেরিয়ারে তাঁর সেরা অভিনয় এই ছবিতেই উপহার দিয়েছেন অভিনেতা ৷ এই ছবিটিও জাতীয় পুরস্কার জিতে নেয় ৷ শুধু তাই নয় 2007 সালে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও সংবর্ধিত হয়েছিল এই ছবিটি ৷
পিকু: সালটা 2015 ৷ আবারও এক বাঙালি পরিচালক সুজিত সরকারের হাত ধরে পর্দায় নতুন রূপে হাজির হলেন বিগ বি ৷ একটা সময় রূপোলি পর্দায় যিনি হয়ে উঠেছিলেন শাহেনশা তিনিই এখানে হাজির অসহায় এক পিতার চরিত্রে ৷ যিনি একটু বদমেজাজিও ৷ তাঁকে সামলাতে গিয়ে বেশ বেগ পেতে হয় তাঁর কন্য়াকে ৷ ছবিতে নজর কেড়েছিল দীপিকা পাড়ুকোন এবং ইরফান খানের অভিনয়ও ৷ এই ছবির জন্য় ফিল্মফেয়ার এবং জাতীয় পুরস্কার দু'টোই জিতে নেন বিগ বি ৷
আরও পড়ুন: ইজরায়েল থেকে নিরাপদে ভারতে ফিরে সরকারকে ধন্যবাদ জানালেন নুসরত
ব্ল্যাক: সঞ্জয় লীলা বনশালির 'ব্ল্যাক' ছবিতেও রীতিমতো নজর কেড়েছিল তাঁর অভিনয় ৷ রানি মুখোপাধ্য়ায় এই ছবিতে অভিনয় করেছিলেন একজন অন্ধ ও বধির নারীর ভূমিকায় ৷ আর তারই শিক্ষক হিসাবে দেখা গিয়েছিল অমিতাভকে ৷ বোঝাই যায় তাঁর মতো একজন নায়কের জন্য এই চরিত্রটি ঠিক কতটা চ্যালেঞ্জিং ছিল ৷
বলাই বাহুল্য অমিতাভের ছবির তালিকা বানাতে বসলে তা গুনে শেষ করা মুশকিল ৷ 'সরকার', 'সূর্য বংশম', 'মহাব্বতে', 'পিঙ্ক', 'অগ্নিপথ'-এর মতো অসংখ্য ছবির কথা মনে ভেসে আসাই স্বাভাবিক ৷ সিনেমাকে তিনি উপহার দিয়েছেন তার জন্য় তাই বলতেই হয় 'শুভ জন্মদিন বিগ বি' ৷