ETV Bharat / entertainment

HBD Rajkumar Rao: স্ত্রী থেকে নিউটন...জন্মদিনে ফিরে দেখা রাজকুমারের সেরা ছবির তালিকা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 6:07 PM IST

আজ আরও একটি বসন্ত পার করলেন রাজকুমার রাও ৷ জন্মদিনে দেখে নেওয়া যাক রাজকুমারের এমন কিছু ছবি যা কোনওদিন ভুলতে পারবেন না অনুরাগীরা ৷

Pic Rajkumar Rao Instagram
রাজকুমার রাওয়ের কালজয়ী ছবি

হায়দরাবাদ, 31 অগস্ট: অনুরাগ কশ্যপ পরিচালিত 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিটিতে মাত্র 15 থেকে 20 মিনিট তাঁকে দেখা গিয়েছিল । সেই ছবিতেই নিজের জাত বুঝিয়ে দিয়েছিলেন অভিনেতা রাজকুমার রাও । তারপর একের পর ছবি যেখানে জটিল চরিত্রে এক সাবলীল অভিনয় করে দেখিয়েছেন তিনি । অ্যান্থোলজি ফিল্ম 'লাভ সেক্স অর ধোকা' থেকে যে যাত্রার শুরু আজও তা সমানে চলেছে ৷ প্রায় দেড় দশক আগে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেতা ৷ আর আজ তিনি অনুরাগীদের মনের একছত্র রাজকুমার ৷ এহেন অভিনেতা আজ আরও একটি বসন্ত পার করলেন ৷ আজ তাঁর জন্মদিনে আসুন দেখে নিই রাজকুমারের কিছু এমন কাজ যা না দেখলেই নয় ৷

শাহিদ : হনসল মেহেতা পরিচালিত শাহিদ, যেখানে রাজকুমার রাওকে দেখা গিয়েছিল আইনজীবী শাহিদ আজমির ভূমিকায় ৷ রাজকুমারের সাবলীল অভিনয় সেই সময়ই দর্শকের মন জয় করে ৷ আইনজীবী শাহিদ আজমির জীবন নিয়ৈ তৈরি এই ছবি মুক্তি পায় 2013 সালে ৷

ট্র্যাপড : 2017 সালে আসে রাজকুমার রাও অভিনিত ট্র্যাপড । খাবার, জল ও বিদ্যুৎহীন ফাকা ফ্ল্যাটে ভুলবশত লক হয়ে যান রাজকুমার । সেখান থেকেই তাঁর জীবন বাঁচানোর লড়াই । রাও এই ছবিতে দেখাতে সফল হন নিজের অভিনয় ক্ষমতা ।

ওমর্তা: একজন সন্ত্রাসবাদী কতটা ঠান্ডা মাথায় নৃশংস হতে পারে । ওমের্তা সেই ছবি, পরিচালক হনসল মেহেতার দুঃসাহসিক প্রোজেক্ট, যেখানে তুলে ধরা হয়েছে সন্ত্রাসবাদী আহমেদ ওমর শাহিদ শেখের হারহিম চরিত্র । অভিনেতা - রাও । 2017 সালে মুক্তি পাওয়া এই ছবি রাজকুমার রাওকে অভিনয় জগতে আলাদা জায়গা করে দেয় ।

নিউটন: একই বছর মুক্তি পেয়েছিল অমিত ভি মাসুরকর পরিচালিত 'নিউটন' ছবিটি ৷ হিন্দি সিনেমার ক্ষেত্রে এই ছবি যে একটি মাইলস্টোন তা বলাই বাহুল্য ৷ রাজকুমার রাওকে এখানে দেখা যাবে একজন সরকারি অফিসারের ভূমিকায় ৷ যাঁকে নির্বাচনের সময় নকশালবাদীদের এলাকায় ভোট করতে পাঠানো হয় ৷ একজন সাধারণ সরকারি কর্মচারির অভিজ্ঞতা নিয়েই গড়ে উঠেছে এই ছবি ৷ 9 কোটি টাকায় তৈরি 'নিউটন' বক্স অফিসে আয় করেছিল 81 কোটির বেশি টাকা ৷

ভিড়: অনুভব সিনহা পরিচালিত এই ছবিতে উঠে এসেছে কোভিড কালের ইতিবৃত্ত ৷ রাস্তায় হাঁটতে থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিতে ভূমি পেড়নেকরকে দেখা গিয়েছে চিকিৎসকের ভূমিকায় ৷ অন্যদিকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও ৷ কোভিড কালে সামনে থেকে লড়াই চালাতে হয়েছিল পুলিশ এবং চিকিৎসক উভয় গোষ্ঠীকেই ৷ রাজকুমার আর ভূমি যেভাবে সেই দলিলকে তুলে ধরেছেন তা অনবদ্য ৷

স্ত্রী: রাজকুমার রাওয়ের কথা হলে 'স্ত্রী' ছবির কথা হবে না তাও কি হয়? অমর কৌশিকের এই ছবি হিন্দি সিনেমার ধরনই বদলে দিয়েছিল ৷ পিতৃতান্ত্রিক সমাজের বুকে দাঁড়িয়ে এভাবে পিতৃতন্ত্রের ক্ষতগুলিকে খোলাখুলি দেখিয়ে দেওয়ার সাহস খুব কমই দেখিয়েছে কোনও বলিউডি ছবি ৷ আগামীতে আসতে চলেছে এই হরর কমেডির দ্বিতীয় পর্বও ৷ এখন সেদিকেই তাকিয়ে সকলে ৷

সাদি মে জরুর আনা: নাম দেখে মুখ ফিরিয়ে নেবেন না ৷ পরিচালক রত্না সিনহার এই ছবিটি যে কাউকে চমকে দিতে পারে ৷ রাজকুমার রাও-কৃতি খারবন্দা জুটি এই ছবিতে প্রেমের যে নতুন সংজ্ঞা লিখেছেন তা বলাই বাহুল্য ৷ এখানে সরকারি অফিসারের ভূমিকায় দেখা যাবে রাজকুমারকে ৷ কৃতিও একজন সরকারি অফিসার ৷ যার বিরুদ্ধে রয়েছে অনৈতিক লেনদেনের অভিযোগ ৷ আর তারই তদন্তের দায়ভার রয়েছে অভিনেতার ওপর ৷ অন্যদিকে রাজকুমার-কৃতি আবার আগে একে অপরকে চিনতেন ৷ তাঁদের একসময় বিয়ের ঠিক হয়েছিল বটে কিন্তু শেষমেষ তা ভেঙে যায় ৷ এবার প্রাক্তন প্রেমকে কীভাবে বাঁচাবেন রাজকুমার? সেটাই দেখার এই ছবিতে ৷ ছবিটি মুক্তি পায় 2017 সালে ৷

আরও পড়ুন: জন্মদিনে সত্যজিতের 'মানসপুত্র' ঋতুপর্ণর স্মৃৃতিতে ডুব দিলেন লাবণী

আলিগড়: হনসল মেহেতার আলিগড় ছবির কথা না বললে এক্ষেত্রে তালিকা অসম্পূর্ণ থেকে যায় ৷ সমকামীতা নিয়ে তৈরি এই ছবিতে বেশিরভাগ লাইমলাইট অবশ্য় ছিল মনোজ বাজপেয়ীর ওপরে ৷ তবে গল্পকে এগিয়ে নিয়ে যেতে বিরাট ভূমিকা পালন করেছেন রাজকুমারও ৷ ছবিটি মুক্তি পায় 2015 সালে ৷

হায়দরাবাদ, 31 অগস্ট: অনুরাগ কশ্যপ পরিচালিত 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিটিতে মাত্র 15 থেকে 20 মিনিট তাঁকে দেখা গিয়েছিল । সেই ছবিতেই নিজের জাত বুঝিয়ে দিয়েছিলেন অভিনেতা রাজকুমার রাও । তারপর একের পর ছবি যেখানে জটিল চরিত্রে এক সাবলীল অভিনয় করে দেখিয়েছেন তিনি । অ্যান্থোলজি ফিল্ম 'লাভ সেক্স অর ধোকা' থেকে যে যাত্রার শুরু আজও তা সমানে চলেছে ৷ প্রায় দেড় দশক আগে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেতা ৷ আর আজ তিনি অনুরাগীদের মনের একছত্র রাজকুমার ৷ এহেন অভিনেতা আজ আরও একটি বসন্ত পার করলেন ৷ আজ তাঁর জন্মদিনে আসুন দেখে নিই রাজকুমারের কিছু এমন কাজ যা না দেখলেই নয় ৷

শাহিদ : হনসল মেহেতা পরিচালিত শাহিদ, যেখানে রাজকুমার রাওকে দেখা গিয়েছিল আইনজীবী শাহিদ আজমির ভূমিকায় ৷ রাজকুমারের সাবলীল অভিনয় সেই সময়ই দর্শকের মন জয় করে ৷ আইনজীবী শাহিদ আজমির জীবন নিয়ৈ তৈরি এই ছবি মুক্তি পায় 2013 সালে ৷

ট্র্যাপড : 2017 সালে আসে রাজকুমার রাও অভিনিত ট্র্যাপড । খাবার, জল ও বিদ্যুৎহীন ফাকা ফ্ল্যাটে ভুলবশত লক হয়ে যান রাজকুমার । সেখান থেকেই তাঁর জীবন বাঁচানোর লড়াই । রাও এই ছবিতে দেখাতে সফল হন নিজের অভিনয় ক্ষমতা ।

ওমর্তা: একজন সন্ত্রাসবাদী কতটা ঠান্ডা মাথায় নৃশংস হতে পারে । ওমের্তা সেই ছবি, পরিচালক হনসল মেহেতার দুঃসাহসিক প্রোজেক্ট, যেখানে তুলে ধরা হয়েছে সন্ত্রাসবাদী আহমেদ ওমর শাহিদ শেখের হারহিম চরিত্র । অভিনেতা - রাও । 2017 সালে মুক্তি পাওয়া এই ছবি রাজকুমার রাওকে অভিনয় জগতে আলাদা জায়গা করে দেয় ।

নিউটন: একই বছর মুক্তি পেয়েছিল অমিত ভি মাসুরকর পরিচালিত 'নিউটন' ছবিটি ৷ হিন্দি সিনেমার ক্ষেত্রে এই ছবি যে একটি মাইলস্টোন তা বলাই বাহুল্য ৷ রাজকুমার রাওকে এখানে দেখা যাবে একজন সরকারি অফিসারের ভূমিকায় ৷ যাঁকে নির্বাচনের সময় নকশালবাদীদের এলাকায় ভোট করতে পাঠানো হয় ৷ একজন সাধারণ সরকারি কর্মচারির অভিজ্ঞতা নিয়েই গড়ে উঠেছে এই ছবি ৷ 9 কোটি টাকায় তৈরি 'নিউটন' বক্স অফিসে আয় করেছিল 81 কোটির বেশি টাকা ৷

ভিড়: অনুভব সিনহা পরিচালিত এই ছবিতে উঠে এসেছে কোভিড কালের ইতিবৃত্ত ৷ রাস্তায় হাঁটতে থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিতে ভূমি পেড়নেকরকে দেখা গিয়েছে চিকিৎসকের ভূমিকায় ৷ অন্যদিকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও ৷ কোভিড কালে সামনে থেকে লড়াই চালাতে হয়েছিল পুলিশ এবং চিকিৎসক উভয় গোষ্ঠীকেই ৷ রাজকুমার আর ভূমি যেভাবে সেই দলিলকে তুলে ধরেছেন তা অনবদ্য ৷

স্ত্রী: রাজকুমার রাওয়ের কথা হলে 'স্ত্রী' ছবির কথা হবে না তাও কি হয়? অমর কৌশিকের এই ছবি হিন্দি সিনেমার ধরনই বদলে দিয়েছিল ৷ পিতৃতান্ত্রিক সমাজের বুকে দাঁড়িয়ে এভাবে পিতৃতন্ত্রের ক্ষতগুলিকে খোলাখুলি দেখিয়ে দেওয়ার সাহস খুব কমই দেখিয়েছে কোনও বলিউডি ছবি ৷ আগামীতে আসতে চলেছে এই হরর কমেডির দ্বিতীয় পর্বও ৷ এখন সেদিকেই তাকিয়ে সকলে ৷

সাদি মে জরুর আনা: নাম দেখে মুখ ফিরিয়ে নেবেন না ৷ পরিচালক রত্না সিনহার এই ছবিটি যে কাউকে চমকে দিতে পারে ৷ রাজকুমার রাও-কৃতি খারবন্দা জুটি এই ছবিতে প্রেমের যে নতুন সংজ্ঞা লিখেছেন তা বলাই বাহুল্য ৷ এখানে সরকারি অফিসারের ভূমিকায় দেখা যাবে রাজকুমারকে ৷ কৃতিও একজন সরকারি অফিসার ৷ যার বিরুদ্ধে রয়েছে অনৈতিক লেনদেনের অভিযোগ ৷ আর তারই তদন্তের দায়ভার রয়েছে অভিনেতার ওপর ৷ অন্যদিকে রাজকুমার-কৃতি আবার আগে একে অপরকে চিনতেন ৷ তাঁদের একসময় বিয়ের ঠিক হয়েছিল বটে কিন্তু শেষমেষ তা ভেঙে যায় ৷ এবার প্রাক্তন প্রেমকে কীভাবে বাঁচাবেন রাজকুমার? সেটাই দেখার এই ছবিতে ৷ ছবিটি মুক্তি পায় 2017 সালে ৷

আরও পড়ুন: জন্মদিনে সত্যজিতের 'মানসপুত্র' ঋতুপর্ণর স্মৃৃতিতে ডুব দিলেন লাবণী

আলিগড়: হনসল মেহেতার আলিগড় ছবির কথা না বললে এক্ষেত্রে তালিকা অসম্পূর্ণ থেকে যায় ৷ সমকামীতা নিয়ে তৈরি এই ছবিতে বেশিরভাগ লাইমলাইট অবশ্য় ছিল মনোজ বাজপেয়ীর ওপরে ৷ তবে গল্পকে এগিয়ে নিয়ে যেতে বিরাট ভূমিকা পালন করেছেন রাজকুমারও ৷ ছবিটি মুক্তি পায় 2015 সালে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.