ETV Bharat / entertainment

International Mother Language Day: মাটির ময়না থেকে একাত্তরের যীশু, মাতৃভাষা দিবসে দেখুন এই ছবিগুলি - Films to Watch on International Mother tongue Day

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আসুন ফিরে যাওয়া যাক পুরনো দিনে ৷ একাত্তরের সেই গনগনে দিনের গল্প বারবার ফিরে এসেছে ছবিতে ৷ আসুন দেখে নিই বাংলা ও বাঙালিকে নিয়ে তৈরি এমন কিছু ছবি (Films to Watch on International Mother Language Day)৷

International Mother tongue Day
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আসুন ফিরে যাওয়া যাক পুরোনো দিনে
author img

By

Published : Feb 21, 2023, 12:13 PM IST

Updated : Feb 21, 2023, 2:16 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: চিত্র পরিচালক নজরুল ইসলামের একটি ছবির নামই ভাষা দিবস আর বাঙালির অন্তরীণ সম্পর্কটির ভাষ্য হয়ে উঠতে পারে ৷ ছবির নাম 'ওরা এগারো জন' ৷ 11 জন ভাষা শহিদ যাঁদের রক্তের বিনিময়ে বাংলা হয়েছিল একটি দেশের রাষ্ট্রভাষা ৷ মাতৃভাষার জন্য লড়াই তো মায়ের জন্য় লড়াই ৷ আর তাই বারবার সাহিত্যে শিল্পে ফুটে উঠেছে একাত্তরের গনগনে দিনগুলি ৷ অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে যেদিন রক্ত ঝরাতেও দ্বিধা করেননি বাংলা মায়ের বীর সন্তানেরা ৷ এসেছে স্বাধীনতা । পূর্ব পাকিস্তান নাম বদলে তৈরি হয়েছে এক নতুন দেশ, বাংলাদেশ ৷ বাংলার জন্য এই লড়াইকে মনে রেখে আজ সেই 11 জনের শহিদ হওয়ার দিনটি পরিচিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ৷ বাংলাদেশি তথা পশ্চিমবঙ্গের শিল্পীদের কলমে বারবার উঠে এসেছে এই সংগ্রামের কাহিনি ৷ আসুন আজ দেখে নিই এমনকিছু ছবি যা আজকের দিনে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেদিনের স্মৃতিতে (Films to Watch on International Mother tongue Day) ৷

  • মাটির ময়না: পরিচালক তারেক মাসুদ এই ছবিটি তৈরি করেন 2002 সালে ৷ একাত্তরের প্রেক্ষাপটে তৈরি জনপ্রিয় ছবিগুলির অন্য়তম ছিল 'মাটির ময়না' ৷ কান চলচ্চিত্র উৎসবে শুধু যে প্রদর্শিত হয়েছিল এই ছবি তাই নয়, ছবিটি সমালোচকদেরও প্রশংসা কুড়োয় ৷ এই ছবি বাচসাস পুরস্কারের মঞ্চেও পাঁচটি বিভাগে পুরস্কার জয় করে ৷ এমনকী অস্কারের মঞ্চেও সেরা বিদেশী ভাষার ছবির তালিকায় মনোনয়ন পেয়েছিল এই ছবি ৷
  • শ্যামল ছায়া: 2004 সালে এই ছবির পরিচালনা করেন লেখক পরিচালক হুমায়ুন আহমেদ ৷ বাংলাদেশের এই বিখ্য়াত সাহিত্যিকের হাত ধরে হিমু, শুভ্রর মতো অনবদ্য সব চরিত্র তো উপহার পেয়েছেই বাঙালি আর উপরি পাওনা অবশ্য়ই 'শ্য়ামল ছায়া' ৷ মেহের আফরোজ শাওন, তানিয়া আহমেদ, হুমায়ন ফরীদির মতো অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন এই ছবিতে ৷ 110 মিনিটের এই ছবিতে একাত্তরের স্বাধীনতার যুদ্ধ শুরুর দিনগুলিতে কয়েকজন আশ্রয় সন্ধানীর পালিয়ে পালিয়ে বেরানোর গল্প ফুটে উঠেছে ৷
  • ধীরে বহে মেঘনা: পরিচালক আলমগীর কবিরের হাত ধরে 1973 সালে মুক্তি পায় এই ছবি ৷ ছবির কাহিনীকারও ছিলেন তিনিই ৷ হাসু বন্দ্যোপাধ্যায়, আজমল হুদা, গোলাম মুস্তাফার মতো অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেন এই ছবিতে ৷ এই ছবির সঙ্গে পশ্চিমবঙ্গেরও একটি সুন্দর যোগ রয়েছে ৷ কিংবদন্তি সন্ধ্য়া মুখোপাধ্য়ায় এবং হেমন্ত মুখোপাধ্য়ায় এই ছবির গানে কণ্ঠ দেন ৷
  • একাত্তরের যীশু: শাহরিয়র কবীরের লেখা 'একাত্তরের যীশু' উপন্যাস অবলম্বনে তৈরি হয় এই ছবিটি ৷ 1993 সালে পরিচালক নাসিরুদ্দিন ইউসুফের হাত ধরে এই গল্পটি রূপোলি পর্দায় আসে ৷ এখানেও ফুটে উঠেছে মুক্তি যোদ্ধাদের হার না-মানা বলিদান এবং পাক বাহিনীর আক্রমণের কাহিনি ৷ ছবিতে অভিনয় করেছেন হুমায়ন ফরীদি, পীযূষ বন্দ্যোপাধ্য়ায়, আবুল খায়ের-এর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷
  • আমি সুভাষ বলছি: 2011 সালে তৈরি মহেশ মঞ্জেরেকরের এই ছবির সঙ্গে হয়তো একাত্তরের সংগ্রামী দিনের কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু তাও বর্তমানে বাঙালির বাংলা ভুলে থাকার যে অবিরাম চেষ্টা তাকে আঘাত করে এই ছবি ৷ বাঙালিকে আরও একবার বলতে শেখায়, 'আমি গর্বিত আমি বাঙালি' ৷ ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, লাবনী সরকারের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷

আরও পড়ুন: 'বাবা তারকনাথ' থেকে 'কেদারনাথ', শিবরাত্রিতে দেখুন এই ছবিগুলি

কলকাতা, 21 ফেব্রুয়ারি: চিত্র পরিচালক নজরুল ইসলামের একটি ছবির নামই ভাষা দিবস আর বাঙালির অন্তরীণ সম্পর্কটির ভাষ্য হয়ে উঠতে পারে ৷ ছবির নাম 'ওরা এগারো জন' ৷ 11 জন ভাষা শহিদ যাঁদের রক্তের বিনিময়ে বাংলা হয়েছিল একটি দেশের রাষ্ট্রভাষা ৷ মাতৃভাষার জন্য লড়াই তো মায়ের জন্য় লড়াই ৷ আর তাই বারবার সাহিত্যে শিল্পে ফুটে উঠেছে একাত্তরের গনগনে দিনগুলি ৷ অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে যেদিন রক্ত ঝরাতেও দ্বিধা করেননি বাংলা মায়ের বীর সন্তানেরা ৷ এসেছে স্বাধীনতা । পূর্ব পাকিস্তান নাম বদলে তৈরি হয়েছে এক নতুন দেশ, বাংলাদেশ ৷ বাংলার জন্য এই লড়াইকে মনে রেখে আজ সেই 11 জনের শহিদ হওয়ার দিনটি পরিচিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ৷ বাংলাদেশি তথা পশ্চিমবঙ্গের শিল্পীদের কলমে বারবার উঠে এসেছে এই সংগ্রামের কাহিনি ৷ আসুন আজ দেখে নিই এমনকিছু ছবি যা আজকের দিনে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেদিনের স্মৃতিতে (Films to Watch on International Mother tongue Day) ৷

  • মাটির ময়না: পরিচালক তারেক মাসুদ এই ছবিটি তৈরি করেন 2002 সালে ৷ একাত্তরের প্রেক্ষাপটে তৈরি জনপ্রিয় ছবিগুলির অন্য়তম ছিল 'মাটির ময়না' ৷ কান চলচ্চিত্র উৎসবে শুধু যে প্রদর্শিত হয়েছিল এই ছবি তাই নয়, ছবিটি সমালোচকদেরও প্রশংসা কুড়োয় ৷ এই ছবি বাচসাস পুরস্কারের মঞ্চেও পাঁচটি বিভাগে পুরস্কার জয় করে ৷ এমনকী অস্কারের মঞ্চেও সেরা বিদেশী ভাষার ছবির তালিকায় মনোনয়ন পেয়েছিল এই ছবি ৷
  • শ্যামল ছায়া: 2004 সালে এই ছবির পরিচালনা করেন লেখক পরিচালক হুমায়ুন আহমেদ ৷ বাংলাদেশের এই বিখ্য়াত সাহিত্যিকের হাত ধরে হিমু, শুভ্রর মতো অনবদ্য সব চরিত্র তো উপহার পেয়েছেই বাঙালি আর উপরি পাওনা অবশ্য়ই 'শ্য়ামল ছায়া' ৷ মেহের আফরোজ শাওন, তানিয়া আহমেদ, হুমায়ন ফরীদির মতো অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন এই ছবিতে ৷ 110 মিনিটের এই ছবিতে একাত্তরের স্বাধীনতার যুদ্ধ শুরুর দিনগুলিতে কয়েকজন আশ্রয় সন্ধানীর পালিয়ে পালিয়ে বেরানোর গল্প ফুটে উঠেছে ৷
  • ধীরে বহে মেঘনা: পরিচালক আলমগীর কবিরের হাত ধরে 1973 সালে মুক্তি পায় এই ছবি ৷ ছবির কাহিনীকারও ছিলেন তিনিই ৷ হাসু বন্দ্যোপাধ্যায়, আজমল হুদা, গোলাম মুস্তাফার মতো অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেন এই ছবিতে ৷ এই ছবির সঙ্গে পশ্চিমবঙ্গেরও একটি সুন্দর যোগ রয়েছে ৷ কিংবদন্তি সন্ধ্য়া মুখোপাধ্য়ায় এবং হেমন্ত মুখোপাধ্য়ায় এই ছবির গানে কণ্ঠ দেন ৷
  • একাত্তরের যীশু: শাহরিয়র কবীরের লেখা 'একাত্তরের যীশু' উপন্যাস অবলম্বনে তৈরি হয় এই ছবিটি ৷ 1993 সালে পরিচালক নাসিরুদ্দিন ইউসুফের হাত ধরে এই গল্পটি রূপোলি পর্দায় আসে ৷ এখানেও ফুটে উঠেছে মুক্তি যোদ্ধাদের হার না-মানা বলিদান এবং পাক বাহিনীর আক্রমণের কাহিনি ৷ ছবিতে অভিনয় করেছেন হুমায়ন ফরীদি, পীযূষ বন্দ্যোপাধ্য়ায়, আবুল খায়ের-এর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷
  • আমি সুভাষ বলছি: 2011 সালে তৈরি মহেশ মঞ্জেরেকরের এই ছবির সঙ্গে হয়তো একাত্তরের সংগ্রামী দিনের কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু তাও বর্তমানে বাঙালির বাংলা ভুলে থাকার যে অবিরাম চেষ্টা তাকে আঘাত করে এই ছবি ৷ বাঙালিকে আরও একবার বলতে শেখায়, 'আমি গর্বিত আমি বাঙালি' ৷ ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, লাবনী সরকারের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷

আরও পড়ুন: 'বাবা তারকনাথ' থেকে 'কেদারনাথ', শিবরাত্রিতে দেখুন এই ছবিগুলি

Last Updated : Feb 21, 2023, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.