ETV Bharat / entertainment

Lata Mangeshkar: 'লাগ যা গলে' থেকে 'অ্যায় মেরে ওয়াতন কি লোগো', ফিরে দেখা সুরসম্রাজ্ঞীর কিছু কালজয়ী গান - লতা মঙ্গেশকরের 94তম জন্মবার্ষিকী

HBD Lata Mangeshkar: আজ প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরের 94তম জন্মবার্ষিকী ৷ দু' বছর কেটে গিয়েছে গানের কোকিলকে হারিয়ে ভারত ৷ কিন্তু তাঁর গান শ্রোতাদের মাঝে আজও অমলিন ৷ আসুন দেখে নেওয়া যাক তাঁর কিছু অসামান্য গানের তালিকা ৷

Lata Mangeshkar
লতা মঙ্গেশকরের কিছু অসামান্য গানের তালিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 1:46 PM IST

হায়দরাবাদ, 28 সেপ্টেম্বর: আজ থেকে ঠিক দু'বছর আগের কথা ৷ ভারত হারিয়েছিল তার কোকিলকণ্ঠীকে ৷ আজ সেই কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের 94তম জন্মবার্ষিকী ৷ বাবার পরিচালনায় মাত্র 5 বছর বয়সে প্রথমবার গীতিনাট্যে অভিনয় করেছিলেন গায়িকা ৷ কিংবদন্তি এই গায়িকা সুরের জগতে পা রেখেছিলেন পাঁচের দশকের গোড়ার দিকে ৷ যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, তাঁর প্রথম গান কখনও মুক্তিই পায়নি ৷ তারপর থেকে প্রায় 36টি ভিন্ন ভাষায় অসংখ্য গানে কণ্ঠ দেন লতা ৷ আজ তাঁর জন্মদিনে আসুন ফিরে দেখি তাঁর কিছু এভারগ্রিন গান ৷

লাগ যা গলে: 1964 সালে 'ওয়ো কন থি' ছবির এই গানটি বিপুল জনপ্রিয়তা পায় লতার কণ্ঠে ৷ আজও হয়তো সঙ্গীত অনুরাগীরা ভুলতে পারেনি এই সুর ৷ সঙ্গীত পরিচালক মদনমোহনের সুরে ও রাজা মেহেন্দি আলির কথায় তৈরি হয় এই গানটি ৷

আজ ফির জি নে কি তমন্না হ্যায়: ছবির নাম ছিল 'গাইড' ৷ আর সালটা ছিল 1965 ৷ ফের একবার দেখা গেল সচিন দেব বর্মন ও লতা মঙ্গেশকারের যুগলবন্দি ৷ আর তাতেই মজেছিল আসমুদ্রহিমাচল ৷

তেরে বিনা জিন্দেগি সে কোই: কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর ৷ এই যুগলবন্দি আজও অমলিন শ্রোতাদের হৃদয়ে ৷ আর সঙ্গে সুরকার হিসাবে আবারও হাত ধরলেন মনমোহন ৷ তৈরি হল ম্যাজিক ৷ লতার সেরা গানের তালিকায় তাই প্রথমদিকেই থাকবে 'আন্ধি' ছবির এই গান ৷

আমার স্বপ্ন যে সত্যি হল আজ: মারাঠি, পঞ্জাবি, হিন্দি, অসমিয়া-র পাশাপাশি বাংলা ভাষাতেও অসংখ্য গানে কণ্ঠ দিয়েছিলেন সকলের প্রিয় লতাদিদি ৷ বলা যায় বাংলা ভাষার প্রেমে পড়েছিলেন গায়িকা ৷ কিশোর কুমারের সঙ্গে জুটি বেঁধে তিনি গলা দিয়েছিলেন 'অনুুসন্ধান' ছবির এই গানে ৷ এই গানটি আজও মুখে মুখে ফেরে অনেকেরই ৷

আরও পড়ুন: 'মিলে সুর মেরা তুমহারা...', জন্মদিনে সুরসম্রাজ্ঞীকে স্মরণ মোদি মমতার

অ্যায় মেরে ওয়াতন কি লোগো: এমনও শোনা যায় এই গানটি নাকি গাইতেই চাননি লতা ৷ কিন্তু 1962 সালের চিন যুদ্ধের শহীদদের জন্য লেখা এই গান অন্য়মাত্রা দিয়েছে লতার জনপ্রিয়তা ৷ কবি প্রদীপের লেখা এই গানে সুর দেন সি রামচন্দ্র ৷

হায়দরাবাদ, 28 সেপ্টেম্বর: আজ থেকে ঠিক দু'বছর আগের কথা ৷ ভারত হারিয়েছিল তার কোকিলকণ্ঠীকে ৷ আজ সেই কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের 94তম জন্মবার্ষিকী ৷ বাবার পরিচালনায় মাত্র 5 বছর বয়সে প্রথমবার গীতিনাট্যে অভিনয় করেছিলেন গায়িকা ৷ কিংবদন্তি এই গায়িকা সুরের জগতে পা রেখেছিলেন পাঁচের দশকের গোড়ার দিকে ৷ যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, তাঁর প্রথম গান কখনও মুক্তিই পায়নি ৷ তারপর থেকে প্রায় 36টি ভিন্ন ভাষায় অসংখ্য গানে কণ্ঠ দেন লতা ৷ আজ তাঁর জন্মদিনে আসুন ফিরে দেখি তাঁর কিছু এভারগ্রিন গান ৷

লাগ যা গলে: 1964 সালে 'ওয়ো কন থি' ছবির এই গানটি বিপুল জনপ্রিয়তা পায় লতার কণ্ঠে ৷ আজও হয়তো সঙ্গীত অনুরাগীরা ভুলতে পারেনি এই সুর ৷ সঙ্গীত পরিচালক মদনমোহনের সুরে ও রাজা মেহেন্দি আলির কথায় তৈরি হয় এই গানটি ৷

আজ ফির জি নে কি তমন্না হ্যায়: ছবির নাম ছিল 'গাইড' ৷ আর সালটা ছিল 1965 ৷ ফের একবার দেখা গেল সচিন দেব বর্মন ও লতা মঙ্গেশকারের যুগলবন্দি ৷ আর তাতেই মজেছিল আসমুদ্রহিমাচল ৷

তেরে বিনা জিন্দেগি সে কোই: কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর ৷ এই যুগলবন্দি আজও অমলিন শ্রোতাদের হৃদয়ে ৷ আর সঙ্গে সুরকার হিসাবে আবারও হাত ধরলেন মনমোহন ৷ তৈরি হল ম্যাজিক ৷ লতার সেরা গানের তালিকায় তাই প্রথমদিকেই থাকবে 'আন্ধি' ছবির এই গান ৷

আমার স্বপ্ন যে সত্যি হল আজ: মারাঠি, পঞ্জাবি, হিন্দি, অসমিয়া-র পাশাপাশি বাংলা ভাষাতেও অসংখ্য গানে কণ্ঠ দিয়েছিলেন সকলের প্রিয় লতাদিদি ৷ বলা যায় বাংলা ভাষার প্রেমে পড়েছিলেন গায়িকা ৷ কিশোর কুমারের সঙ্গে জুটি বেঁধে তিনি গলা দিয়েছিলেন 'অনুুসন্ধান' ছবির এই গানে ৷ এই গানটি আজও মুখে মুখে ফেরে অনেকেরই ৷

আরও পড়ুন: 'মিলে সুর মেরা তুমহারা...', জন্মদিনে সুরসম্রাজ্ঞীকে স্মরণ মোদি মমতার

অ্যায় মেরে ওয়াতন কি লোগো: এমনও শোনা যায় এই গানটি নাকি গাইতেই চাননি লতা ৷ কিন্তু 1962 সালের চিন যুদ্ধের শহীদদের জন্য লেখা এই গান অন্য়মাত্রা দিয়েছে লতার জনপ্রিয়তা ৷ কবি প্রদীপের লেখা এই গানে সুর দেন সি রামচন্দ্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.