ETV Bharat / entertainment

Soma Banerjee on Indrani: শাশুড়িদের জন্য মানবিক টিপস অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের

18 জুলাই থেকে টিভির পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী' (Soma Banerjee on Her Character in Indrani )। এই ধারাবাহিকেও শাশুড়ির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোমা বন্দোপাধ্যায়কে ৷ তাঁর চরিত্র নিয়ে বলতে গিয়ে শাশুড়িদেরও আরও মানবিক হওয়ার টিপস দিলেন তিনি ৷

Soma Banerjee on Indrani
শাশুড়িদের জন্য মানবিক টিপস অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের
author img

By

Published : Jul 13, 2022, 8:40 PM IST

কলকাতা, 13 জুলাই: 18 জুলাই থেকে টিভির পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী । আর তাঁর শাশুড়ির ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় । টেলিভিশনে শাশুড়ি হিসেবে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া । কখনও নেগেটিভ কখনও পজিটিভ চরিত্র, সোমা বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ।

'জন্মভূমি' ধারাবাহিকের 'পরী' থেকে শুরু করে 'মা', 'ভজগোবিন্দ' পেরিয়ে 'অপরাজিতা অপু' এবং 'উমা' ধারাবাহিকে নায়িকার শাশুড়ি কিংবা মা বা অন্য কোনও চরিত্রের দৌলতে দর্শক তাঁকে মনে রাখবে চিরকাল । একইসঙ্গে বড় পর্দাতেও নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি । সাম্প্রতিককালে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে তাঁর অভিনয় আলাদাভাবে আলোচিত হয়েছে । আর এবার ফের ছোটপর্দায় এক নতুন চরিত্রে ফিরছেন তিনি ।

টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এই ধারাবাহিকেই মুখ্য চরিত্রাভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর শাশুড়ির ভূমিকায় ধরা দেবেন তিনি । ভাল শাশুড়ি । বউমাকে আগলে রাখেন । যে বউমা তাঁর ছেলের দায়িত্ব পালন করছেন সংসারে । মিতালি দেবীর ছেলে স্ত্রী এবং পরিবারকে ফেলে চলে গেছেন । কোথায় চলে গেছেন আর কেনই বা চলে গেছেন সেটা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।

কখনও নেগেটিভ কখনও পজিটিভ চরিত্র, সোমা বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ

নতুন চরিত্র প্রসঙ্গে সোমা বলেন(Soma Banerjee on Her Character in Indrani ), "এরকম ইন্দ্রাণী প্রচুর আছে সমাজে । যারা স্বামীর অবর্তমানে বা অনুপস্থিতিতে শ্বশুর-শাশুড়িকে আগলে রাখে । কিন্তু এদের মধ্যে বেশিরভাগ বউমাই মিতালির মতো শাশুড়ি বা শ্বশুর পায় না । তাই তাঁরা আড়ালে চলে যায় । তাঁদের অবদান চোখে পড়ে না । সেরকমই এক শাশুড়িকে দেখানো হবে এই ধারাবাহিকে । আমার মনে হয়, মিতালির মতো শাশুড়িকে দেখে আর পাঁচজন শাশুড়ি যারা বউমার পাশে থাকেন না, তাঁরা একটু অন্যভাবে ভাববেন ।"

আরও পড়ুন: ওহ লাভলি ! শ্রীতমার সঙ্গে এবার রাঁধুনি অবতারে মদন

তাঁর কথায়, "অনেক শাশুড়িই বউমাকে দেখেন নিজের মেয়ের মতো । আসুন না সবাই মিলে মা না হই, শাশুড়ি হয়েই পরের বাড়ির মেয়েটাকে বুকে টেনে নিই । সে তো অন্য বাড়ি থেকে এসে অচেনা কারওকে মা ডাকে । তাঁর প্রতি একটু দায়িত্ব, ভালোবাসা, সহানুভূতি তো আমরাও দেখাতে পারি।" সপ্তাহের শুরুর দিনে মালা সামন্তর বাগান বাড়িতে চলছিল ধারাবাহিকের একটি বিয়ের সিনের শ্যুটিং । শ্যুটিংয়ের ফাঁকেই ধারাবাহিক নিয়ে নিজের বক্তব্য পেশ করেন তিনি ।

কলকাতা, 13 জুলাই: 18 জুলাই থেকে টিভির পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী । আর তাঁর শাশুড়ির ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় । টেলিভিশনে শাশুড়ি হিসেবে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া । কখনও নেগেটিভ কখনও পজিটিভ চরিত্র, সোমা বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ।

'জন্মভূমি' ধারাবাহিকের 'পরী' থেকে শুরু করে 'মা', 'ভজগোবিন্দ' পেরিয়ে 'অপরাজিতা অপু' এবং 'উমা' ধারাবাহিকে নায়িকার শাশুড়ি কিংবা মা বা অন্য কোনও চরিত্রের দৌলতে দর্শক তাঁকে মনে রাখবে চিরকাল । একইসঙ্গে বড় পর্দাতেও নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি । সাম্প্রতিককালে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে তাঁর অভিনয় আলাদাভাবে আলোচিত হয়েছে । আর এবার ফের ছোটপর্দায় এক নতুন চরিত্রে ফিরছেন তিনি ।

টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এই ধারাবাহিকেই মুখ্য চরিত্রাভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর শাশুড়ির ভূমিকায় ধরা দেবেন তিনি । ভাল শাশুড়ি । বউমাকে আগলে রাখেন । যে বউমা তাঁর ছেলের দায়িত্ব পালন করছেন সংসারে । মিতালি দেবীর ছেলে স্ত্রী এবং পরিবারকে ফেলে চলে গেছেন । কোথায় চলে গেছেন আর কেনই বা চলে গেছেন সেটা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।

কখনও নেগেটিভ কখনও পজিটিভ চরিত্র, সোমা বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ

নতুন চরিত্র প্রসঙ্গে সোমা বলেন(Soma Banerjee on Her Character in Indrani ), "এরকম ইন্দ্রাণী প্রচুর আছে সমাজে । যারা স্বামীর অবর্তমানে বা অনুপস্থিতিতে শ্বশুর-শাশুড়িকে আগলে রাখে । কিন্তু এদের মধ্যে বেশিরভাগ বউমাই মিতালির মতো শাশুড়ি বা শ্বশুর পায় না । তাই তাঁরা আড়ালে চলে যায় । তাঁদের অবদান চোখে পড়ে না । সেরকমই এক শাশুড়িকে দেখানো হবে এই ধারাবাহিকে । আমার মনে হয়, মিতালির মতো শাশুড়িকে দেখে আর পাঁচজন শাশুড়ি যারা বউমার পাশে থাকেন না, তাঁরা একটু অন্যভাবে ভাববেন ।"

আরও পড়ুন: ওহ লাভলি ! শ্রীতমার সঙ্গে এবার রাঁধুনি অবতারে মদন

তাঁর কথায়, "অনেক শাশুড়িই বউমাকে দেখেন নিজের মেয়ের মতো । আসুন না সবাই মিলে মা না হই, শাশুড়ি হয়েই পরের বাড়ির মেয়েটাকে বুকে টেনে নিই । সে তো অন্য বাড়ি থেকে এসে অচেনা কারওকে মা ডাকে । তাঁর প্রতি একটু দায়িত্ব, ভালোবাসা, সহানুভূতি তো আমরাও দেখাতে পারি।" সপ্তাহের শুরুর দিনে মালা সামন্তর বাগান বাড়িতে চলছিল ধারাবাহিকের একটি বিয়ের সিনের শ্যুটিং । শ্যুটিংয়ের ফাঁকেই ধারাবাহিক নিয়ে নিজের বক্তব্য পেশ করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.