কলকাতা, 13 জুলাই: 18 জুলাই থেকে টিভির পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী । আর তাঁর শাশুড়ির ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় । টেলিভিশনে শাশুড়ি হিসেবে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া । কখনও নেগেটিভ কখনও পজিটিভ চরিত্র, সোমা বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ।
'জন্মভূমি' ধারাবাহিকের 'পরী' থেকে শুরু করে 'মা', 'ভজগোবিন্দ' পেরিয়ে 'অপরাজিতা অপু' এবং 'উমা' ধারাবাহিকে নায়িকার শাশুড়ি কিংবা মা বা অন্য কোনও চরিত্রের দৌলতে দর্শক তাঁকে মনে রাখবে চিরকাল । একইসঙ্গে বড় পর্দাতেও নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি । সাম্প্রতিককালে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে তাঁর অভিনয় আলাদাভাবে আলোচিত হয়েছে । আর এবার ফের ছোটপর্দায় এক নতুন চরিত্রে ফিরছেন তিনি ।
টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এই ধারাবাহিকেই মুখ্য চরিত্রাভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর শাশুড়ির ভূমিকায় ধরা দেবেন তিনি । ভাল শাশুড়ি । বউমাকে আগলে রাখেন । যে বউমা তাঁর ছেলের দায়িত্ব পালন করছেন সংসারে । মিতালি দেবীর ছেলে স্ত্রী এবং পরিবারকে ফেলে চলে গেছেন । কোথায় চলে গেছেন আর কেনই বা চলে গেছেন সেটা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।
নতুন চরিত্র প্রসঙ্গে সোমা বলেন(Soma Banerjee on Her Character in Indrani ), "এরকম ইন্দ্রাণী প্রচুর আছে সমাজে । যারা স্বামীর অবর্তমানে বা অনুপস্থিতিতে শ্বশুর-শাশুড়িকে আগলে রাখে । কিন্তু এদের মধ্যে বেশিরভাগ বউমাই মিতালির মতো শাশুড়ি বা শ্বশুর পায় না । তাই তাঁরা আড়ালে চলে যায় । তাঁদের অবদান চোখে পড়ে না । সেরকমই এক শাশুড়িকে দেখানো হবে এই ধারাবাহিকে । আমার মনে হয়, মিতালির মতো শাশুড়িকে দেখে আর পাঁচজন শাশুড়ি যারা বউমার পাশে থাকেন না, তাঁরা একটু অন্যভাবে ভাববেন ।"
আরও পড়ুন: ওহ লাভলি ! শ্রীতমার সঙ্গে এবার রাঁধুনি অবতারে মদন
তাঁর কথায়, "অনেক শাশুড়িই বউমাকে দেখেন নিজের মেয়ের মতো । আসুন না সবাই মিলে মা না হই, শাশুড়ি হয়েই পরের বাড়ির মেয়েটাকে বুকে টেনে নিই । সে তো অন্য বাড়ি থেকে এসে অচেনা কারওকে মা ডাকে । তাঁর প্রতি একটু দায়িত্ব, ভালোবাসা, সহানুভূতি তো আমরাও দেখাতে পারি।" সপ্তাহের শুরুর দিনে মালা সামন্তর বাগান বাড়িতে চলছিল ধারাবাহিকের একটি বিয়ের সিনের শ্যুটিং । শ্যুটিংয়ের ফাঁকেই ধারাবাহিক নিয়ে নিজের বক্তব্য পেশ করেন তিনি ।