ETV Bharat / entertainment

Sohini Sarkar And Mir: মীরের রিকশায় হঠাৎ চড়ে বসলেন সোহিনী, ব্যাপারটা কী? - অভিনেত্রী সোহিনী সরকার

রিকশাওয়ালার সাজে মীর আফসর আলি ৷ আর পিছনে যাত্রী হিসাবে বসেছেন সোহিনী সরকার ৷ তাহলে কি কোনও নতুন ছবির কাজ? জানালেন কলাকুশলীরাই ৷

Sohini Sarkar And Mir
রিক্সা টানছেন মীর পিছনে সোহিনী
author img

By

Published : Aug 19, 2023, 2:59 PM IST

কলকাতা, 19 অগস্ট: মিরচি যে এখন মীরহারা, এ খবর অনুরাগীদের সকলেরই জানা ৷ মিরচি ছাড়লেও বেতারের বেতাজ বাদশার 'গপ্পো মীরের ঠেক'ও ভালোই সাড়া ফেলেছে ৷ মীরের ভাষায়, 'রহস্য়, রোমাঞ্চ, প্রেম এই ঠেকে সবই আছে' ৷ কিন্তু এবার কী কাণ্ড ঘটালেন তিনি? সাম্প্রতিক ইনস্টা পোস্টে মীরকে দেখা গেল রিকশাচালকের বেশে ৷ আর তাঁর হাতে টানা রিকশায় সওয়ার হলেন অভিনেত্রী সোহিনী সরকার ৷ ব্যোমকেশের সত্যবতী হঠাৎ মীরের রিকশায় হাসিমুখে কী করছেন? তবে কি নতুন কোনও ছবির শুটিং? না বিষয়টা তা নয় ৷ আসলে মীরের সঙ্গে তাঁর ঠেকে নতুন গল্প পাঠ করছেন সোহিনী ৷ আর তারই প্রচারে এবার একেবারে রিকশাওয়ালা ও যাত্রীর সাজে হাজির অভিনেতা-অভিনেত্রী ৷

গত সপ্তাহ থেকেই তাঁর চ্যানেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাসটি পাঠ করছেন সোহিনী এবং মীর ৷ 12 অগস্ট মুক্তি পেয়েছে উপন্য়াসের প্রথম পর্ব ৷ আর 19 অগস্ট মানে শনিবার আসতে চলেছে কাহিনির দ্বিতীয় পর্ব ৷ সেই কথাই ছবির ক্যাপশনেও জানালেন শিল্পীরা ৷ তাও একেবারে কথপোকথনের স্টাইলে ৷ মীর লেখেন, "গপ্পোমীর : শান্তি, আর কতদূর গেলে আনন্দমঠের শেষ পর্বে পৌঁছব? শান্তি: এই তো… শনিবার ঠিক রাত 9টায় গপ্পোমীরের ঠেকে!" আর নিশ্চয়ই বলে দেওয়ার দরকার নেই উপন্যাসে শান্তি চরিত্রেই কণ্ঠ দিচ্ছেন সোহিনী ৷

গপ্পোমীরের ঠেকে এই প্রথম যে কোনও অভিনেতা-অভিনেত্রীর আগমন হল, তা কিন্তু নয় ৷ এর আগে রাজলক্ষ্মী হতে এসেছিলেন অনন্যা চট্টোপাধ্যায় ৷ কল্কে কাশি হতে এসেছিলেন খরাজ মুখোপাধ্যায় ৷ 'বুড়ো ঘোড়া' গল্পে শোনা গিয়েছিল কাঞ্চন মল্লিকের কণ্ঠ ৷ আর এবার আবার সোহিনী সরকার ৷ সোহিনী এর আগে যে অডিয়োস্টোরির জগতে কাজ করেছেন তা নয় ৷ তবে ইতিমধ্য়েই প্রথম পর্বে তিনি দিয়েছেন তাঁর প্রতিভার পরিচয় ৷ এবার আসছে দ্বিতীয় পর্ব ৷

আরও পড়ুন: অর্পিতা প্রসেনজিতের সঙ্গে প্রথম কাজের স্মৃতিতে ডুব দিলেন রাজা

অভিনয়ের কথা বলতে গেলে সোহিনীকে আগামিদিনে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের 'দুর্গ রহস্য' ছবিতে ৷ সাহিত্যের পাতা থেকে উঠে আসা এই সিরিজে সত্য়বতীর ভূমিকায় কাজ করবেন তিনি ৷ আর তাঁর ব্যোমকেশ হতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য ৷

কলকাতা, 19 অগস্ট: মিরচি যে এখন মীরহারা, এ খবর অনুরাগীদের সকলেরই জানা ৷ মিরচি ছাড়লেও বেতারের বেতাজ বাদশার 'গপ্পো মীরের ঠেক'ও ভালোই সাড়া ফেলেছে ৷ মীরের ভাষায়, 'রহস্য়, রোমাঞ্চ, প্রেম এই ঠেকে সবই আছে' ৷ কিন্তু এবার কী কাণ্ড ঘটালেন তিনি? সাম্প্রতিক ইনস্টা পোস্টে মীরকে দেখা গেল রিকশাচালকের বেশে ৷ আর তাঁর হাতে টানা রিকশায় সওয়ার হলেন অভিনেত্রী সোহিনী সরকার ৷ ব্যোমকেশের সত্যবতী হঠাৎ মীরের রিকশায় হাসিমুখে কী করছেন? তবে কি নতুন কোনও ছবির শুটিং? না বিষয়টা তা নয় ৷ আসলে মীরের সঙ্গে তাঁর ঠেকে নতুন গল্প পাঠ করছেন সোহিনী ৷ আর তারই প্রচারে এবার একেবারে রিকশাওয়ালা ও যাত্রীর সাজে হাজির অভিনেতা-অভিনেত্রী ৷

গত সপ্তাহ থেকেই তাঁর চ্যানেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাসটি পাঠ করছেন সোহিনী এবং মীর ৷ 12 অগস্ট মুক্তি পেয়েছে উপন্য়াসের প্রথম পর্ব ৷ আর 19 অগস্ট মানে শনিবার আসতে চলেছে কাহিনির দ্বিতীয় পর্ব ৷ সেই কথাই ছবির ক্যাপশনেও জানালেন শিল্পীরা ৷ তাও একেবারে কথপোকথনের স্টাইলে ৷ মীর লেখেন, "গপ্পোমীর : শান্তি, আর কতদূর গেলে আনন্দমঠের শেষ পর্বে পৌঁছব? শান্তি: এই তো… শনিবার ঠিক রাত 9টায় গপ্পোমীরের ঠেকে!" আর নিশ্চয়ই বলে দেওয়ার দরকার নেই উপন্যাসে শান্তি চরিত্রেই কণ্ঠ দিচ্ছেন সোহিনী ৷

গপ্পোমীরের ঠেকে এই প্রথম যে কোনও অভিনেতা-অভিনেত্রীর আগমন হল, তা কিন্তু নয় ৷ এর আগে রাজলক্ষ্মী হতে এসেছিলেন অনন্যা চট্টোপাধ্যায় ৷ কল্কে কাশি হতে এসেছিলেন খরাজ মুখোপাধ্যায় ৷ 'বুড়ো ঘোড়া' গল্পে শোনা গিয়েছিল কাঞ্চন মল্লিকের কণ্ঠ ৷ আর এবার আবার সোহিনী সরকার ৷ সোহিনী এর আগে যে অডিয়োস্টোরির জগতে কাজ করেছেন তা নয় ৷ তবে ইতিমধ্য়েই প্রথম পর্বে তিনি দিয়েছেন তাঁর প্রতিভার পরিচয় ৷ এবার আসছে দ্বিতীয় পর্ব ৷

আরও পড়ুন: অর্পিতা প্রসেনজিতের সঙ্গে প্রথম কাজের স্মৃতিতে ডুব দিলেন রাজা

অভিনয়ের কথা বলতে গেলে সোহিনীকে আগামিদিনে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের 'দুর্গ রহস্য' ছবিতে ৷ সাহিত্যের পাতা থেকে উঠে আসা এই সিরিজে সত্য়বতীর ভূমিকায় কাজ করবেন তিনি ৷ আর তাঁর ব্যোমকেশ হতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.